কানাডার টরন্টোয় তৈরি হয়েছে দেশটির ন্যাশনাল টাওয়ার, সিএন টাওয়ার। আধুনিক যুগের সপ্তাশ্চর্যগুলোর একটি এই সিএন টাওয়ার, যেটিকে আজকের কানাডার প্রতীকও বলা যায়। কানাডার সবচেয়ে জনবহুল শহর টরন্টো। একের পর এক আকাশচুম্বী ভবন তৈরি হতে থাকলে ষাটের দশকে নতুন একটি উঁচু টাওয়ারের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল মাইক্রোওয়েভ নির্ভর। উঁচু ভবনগুলো মাইক্রোওয়েভ তরঙ্গের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সে সাথে বেতার এবং টেলিভিশন সম্প্রচারের এন্টেনা বসানোর জন্যও উঁচু টাওয়ার দরকার হয়। এরই পটভূমিতে সিএন টাওয়ার নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ১৯৭৬ সালে ৫৫৩.৩৩ মিটার উঁচু টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হয়। সে সময় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল এটি। এখনো সিএন টাওয়ারের ওপর থেকে পুরো টরন্টো শহর দেখা যায়। রৌদ্রজ্জ্বল দিনে নায়াগ্রা জলপ্রপাত এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যও দেখা যায় এখান থেকে। সম্প্রচার কাজের জন্য নির্মাণ করা টাওয়ারটি এখন কানাডার অন্যতম পর্যটন আকর্ষণ। প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক টাওয়ারটি দেখতে যান, তারা এর আকাশ ছোঁয়া টাওয়ারের মেঝেতে বসানো গ্লাস ফ্লোরের ওপর দাঁড়িয়ে টরন্টো শহরকে দেখেন। এখানে রয়েছে ৩৬০ ডিগ্রি রেস্টুরেন্ট। এটি প্রতি ৭২ মিনিটে একবার ঘুরে আসে, মানে এখানে বসে খেতে থাকলে টরন্টোর চারপাশটা দেখা হয়ে যাবে আপনার। এছাড়া নিচে রয়েছে সুভ্যেনির শপ এবং মুভি দেখানোর ব্যবস্থা যেখানে পর্যটকদের টাওয়ার নির্মাণের সময়কার ফুটেজ দেখানো হয়।