ব্রিটেনের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সেই স্বাধীনতা যুদ্ধে সহায়কের ভূমিকায় ছিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভের ১০০ বছর পূর্তির কথা মথায় রেখে যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের মানুষের ভালোবাসার নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি তৈরি করে পাঠানো হয়েছিল। ১৮৮৬ সালে নিউইয়র্ক বন্দরের প্রবেশ মুখে এলিস আইল্যান্ডে বসানো হয়েছিল স্ট্যাচু অব লিবার্টি। যে ছোট্ট দ্বীপটিতে স্ট্যাচুটি বসানো হয়েছিল সেটির নাম হয়ে যায় লিবার্টি আইল্যান্ড। বছরের পর বছর সমুদ্রপথে নিউইয়র্কে পাড়ি জমানো লাখো অভিবাসীকে স্বাগত জানিয়েছে গণতন্ত্র আর প্রত্যাশার প্রতীক হয়ে ওঠা ৩০৫ ফুট উঁচু স্ট্যাচু অব লিবার্টি। ১০০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এলিস আইল্যান্ড এবং স্ট্যাচু অব লিবার্টি এখনো একটি দর্শনীয় স্থান। স্ট্যাচু অব লিবার্টি দেখতে নৌভ্রমণ সেখানে খুব জনপ্রিয়। ভিডিওতে দেখুন স্ট্যাচু অব লিবার্টি এবং সেখানে যেতে পর্যটকদের নৌভ্রমণ।