ইউরোপের সবচেয়ে উঁচু আর বিস্তৃত পর্বতশ্রেণী হচ্ছে আল্পস পর্বতমালা। ইতালি, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, মোনাকো, লিশটেনস্টাইন, জার্মানি, ফ্রান্স এবং অস্ট্রিয়া জুড়ে বিস্তৃতি রয়েছে আল্পসের। লাখ লাখ বছর আগে আফ্রিকা এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে আল্পস পর্বতমালা সৃষ্টি হয়েছিল। বিশাল আকারের কারণে ইউরোপের আবহাওয়া আল্পসের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়ে থাকে। রোমানরা এখানে বসতি গড়েছিল, অষ্টাদশ এবং উনবিংশ শতকে প্রকৃতিপ্রেমী এবং কবি-সাহিত্যিকরা সেখানকার সৌন্দর্যের টানে ছুটে গেছেন। আর বিংশ শতকে পর্যটনই সেখানকার সবচেয়ে বড় শিল্প হিসেবে দেখা দিয়েছে। সেখানকার পার্বত্য এলাকায় দেড় কোটির মত মানুষ বসবাস করে আর প্রতিবছর এক কোটি বিশ লাখের মত মানুষ আল্পসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সেখানে বেড়াতে যায়।