ওভারসীজ স্টাডিজ কাউন্সেলিং লিমিটেড ২০০০ সালে যাত্রা শুরু করে। এরা ইউকে, কানাডা, জার্মানী ও ইউএসএ-এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ভিসার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগীতা করে থাকে।
ঠিকানা ও যোগাযোগ
১৫, বারুন ভবন (৩য় তলা)
গুলশান-২, ঢাকা-১২১২
ফোন: ৯৮৮৮৭৩৫, ৯৮৯৬৫১৬, ৯৮৫৪০০২
মোবাইল: ০১৯১৪২৪৩০৫৫-৬৪
ফ্যাক্স: ৮৮১৩২২১
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.osclbd.com
সেবাসমূহ
-
সঠিক প্রোগাম এবং কোর্স নির্ধারণ করতে বিনামূল্যে কাউন্সেলিং প্রদান।
-
ভিডিও কালেকশন, ক্যাটালগ, ব্রাউচার, বুকলেটর মাধ্যমে সঠিক তথ্য প্রদান।
-
অ্যাপ্লিকেশন এবং এডমিশন প্রসেসিং-এ সহায়তা প্রদান।
-
ভালো একাডেমিক রেজাল্ট হলে সম্পূর্ণ ফ্রি স্কলারশীপ পাওয়াতে সহায়তা প্রদান।
-
ব্যাংক ফাইল ওপেনিংয়ে সহায়তা প্রদান।
-
টিউশন ফির রেমিটেন্সে সহায়তা প্রদান।
-
বিমানবন্দর পিক -আপ এবং দেশের বাহিরে থাকার ব্যবস্থায় সহায়তা প্রদান।
-
ভর্তি কার্যক্রম প্রক্রিয়াকরন।
-
ভর্তি সংক্রান্ত কাগজপত্রাদি তৈরী।
যে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিষ্ঠানটি কাজ করে থাকে
ইউকে
|
ইউনিভার্সিটি
|
টপ ইউনিভার্সিটি
-
ইউনিভার্সিটি অব ইস্ট এঞ্জিলা
-
ইউনিভার্সিটি অব এক্সেটার র্যাঙ্ক
-
নিউক্যাসেল ইউনিভার্সিটি
-
গ্ল্যাসকো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি
-
দি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
-
সিটি ইউনিভার্সিটি লন্ডন
-
কুইন’স ইউনিভার্সিটি বেলফাস্ট
-
ইউইএ লন্ডন
-
সেন্ট গর্জ’স, ইউনিভার্সিটি অব লন্ডন
অন্যান্য ইউনিভার্সিটি
-
দি ইউনিভার্সিটি অব গ্রীণউইচ
-
কনভেন্ট্রাই ইউনিভার্সিটি
-
অক্সফোড ব্রুক্স ইউনিভার্সিটি
-
দি ইউনিভার্সিটি অব শেফিল্ড
-
ইউনিভার্সিটি অব বেডফ্রোডশায়ার
-
দি ইউনিভার্সিটি অব নর্থাম্পটন
-
সিটি ইউনিভার্সিটি লন্ডন
-
মিডেলসেক্স ইউনিভার্সিটি
-
নটিনহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি
-
ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডন
-
ইউনিভার্সিটি অব বোল্টন
-
লন্ডন ম্যট্রোপলিটান ইউনিভার্সিটি
-
বাকিংহ্যাম নিউ ইউনিভার্সিটি
-
এন্জিলা রুসকিন ইউনিভার্সিটি
-
ইউনিভার্সিটি অব সান্ডারল্য্যন্ড
-
ইউনিভার্সিটি অব উলস্টার
-
ব্রোনমাউথ ইউনিভার্সিটি
|
কলেজ
|
-
অক্সফোড টিউটোরিয়াল কলেজ
-
হাইব্রাগি কলেজ
-
হ্যাকনি কমিউনিটি কলেজ
-
ক্যামব্রিজ এডুকেশন গ্রুপ
-
ডেভিড গেইম কলেজ
-
কাপলান ফাইনানসিয়াল।
-
হলব্রোন কলেজ
-
ল্যান্ডরিল্লো কলেজ ইন্টারন্যাশনাল
-
ইথাম গ্র্যাজিয়ুট স্কুল
-
ফুলহাম এন্ড চেলসি কলেজ
-
নিউক্যাসেল কলেজ
-
ইনটো
-
কাপলান ইন্টারন্যাশনাল কলেজ লন্ডন
-
দি শেফিল্ড ইন্টারন্যাশনাল কলেজ
-
নটিংহাম ট্রেন্ট ইন্টারন্যাশনাল কলেজ
-
লিভারপুল ইন্টারন্যাশনাল কলেজ
-
গ্লাসগো ইন্টারন্যাশনাল কলেজ
-
অক্সফোড টিউটরিয়াল কলেজ
-
হাইবার্গ কলেজ
-
কনভেন্টারি সিটি কলেজ
-
লন্ডন স্টাডি সেন্টার
|
কানাডা
|
ইউনিভার্সিটি
|
-
উইলফ্রিড ল্যাউরিয়ার ইউনিভার্সিটি
-
ইউনিভার্সিটি অব মানিটোবা
-
ইউনিভার্সিটি অব রেজিনা
-
ট্রিনিটি ওয়েস্টার্ণ ইউনিভার্সিটি
-
ইউনিভার্সিটি অব দি ফ্রাসার ভ্যালি
-
মাউন্ট এলিসন ইউনিভার্সিটি
|
কলেজ
|
-
কনেসটোগা কলেজ
-
সেন্টেনিয়াল কলেজ
|
জার্মানী
|
ইউনিভার্সিটি
|
-
সিলার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
|
ইউএসএ
|
ইউনিভার্সিটি
|
-
অরিগন স্টেট ইউনিভার্সিটি
-
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
-
মার্সাল ইউনিভার্সিটি
-
কলরোডো স্টেট ইউনিভার্সিটি
-
ইউনিভার্সিটি অব উথাহ
-
নর্থেষ্টর্টাণ ইউনিভার্সিটি
|
শিক্ষার্থীদের যোগ্যতা
-
এসএসসি এবং এইচএসসি
-
ইউকে এবং কানাডাতে-তে আইইএলটিএস- এ ন্যূনতম স্কোর ৫ পেতে হবে।
-
ইউএসএ –তে টোফেল বা জিআরই বা স্যাট বা জি-ম্যাট স্কোর থাকা লাগবে।
-
২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার ব্যাংক সলভেন্সী রিপোর্ট দেখাতে হবে।
খোলা-বন্ধের সময়সূচী
-
প্রতিষ্ঠানটি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বন্ধ থাকে।
হংকং
|
-
স্নাতক (পাসকোর্স/সম্মান)/ডিপ্লোমা/যে কোন বিষয়ে স্নাতকত্তোর
-
কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা
-
বয়স ৫০ বছরের নিচে
-
ইংরেজিতে ভালো দক্ষতা
-
ব্যাংক সলভেন্সী (কতজন যাবে তার উপর নির্ভরশীল)
বিস্তারীত জানতে – www.immd.gov.hk
|
আপলোডর তারিখ - ২৮ জুন ২০১৩