আরো দেখুন: সিঙ্গাপুরের ভিসা ● সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশন
● সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট চেক করার পদ্ধতি
ঠিকানা: ভেঞ্চুরা এভিনিউ, ৬ষ্ঠ তলা, ৮/বি, গুলশান এভিনিউ (বীর উত্তম মীর শওকত আলী সড়ক), ঢাকা।

টেলিফোন: 9880404
ফ্যাক্স: 9883666
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.mfa.gov.sg/dhaka
অফিস সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫ টা, তবে রমজান মাসে বিকাল ৩:৩০ টা পর্যন্ত খোলা থাকে।
অনুমোদিত ভিসা এজেন্টদের জন্য অফিস সময়
ভিসা আবেদন ও পাসপোর্ট জমা দিতে:
সকাল ১০:৩০ টা থেকে দুপুর ১২:৩০ টা, তবে রমজান মাসে সকল ১০:৩০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত।
ভিসা সংগ্রহের জন্য:
দুপুর ২:০০ টা থেকে বিকাল ৪:০০ টা, তবে রমজান মাসে দুপুর ০১:৩০ টা থেকে বিকাল ০৩:০০ টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি: শুক্র, শনি ও অন্যান্য ছুটির দিনগুলোতে বন্ধ থাকে।