আরও দেখুন: মিশরের ভ্রমণ ভিসা
মিশর পিরামিড ও ইসলামী শাসন আমলের ইতিহাস ও ঐতিহ্যের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষনীয়। মিশর যেতে চাইলে ভিসা প্রসেসিং করতে মিসর দূতাবাস যেতে হয়।
অবস্থান
গুলশান-২ এভিনিউ এভিনিউ এলাকার ৯০ নম্বর রোডের শেষ মাথায় রাস্তার উত্তর পাশে অবস্থিত।
ঠিকানা
বাড়ি # ৯, সড়ক # ৯০, গুলশান # ২, ঢাকা-১২১২।
ফোন: +৮৮-০২-৮৮৫৮৭৩৭, +৮৮-০২-৮৮৫৮৭৩৮, +৮৮-০২-৮৮৫-৮৭৩৯
ফ্যাক্স: +৮৮-০২-৮৮৫৮৭৪৭
ইমেইল: [email protected]
ভিসা ফি
ধরন ও প্রকৃতি
|
টাকা
|
ভিসা
|
সিঙ্গেল এন্ট্রি
|
১,৯০০/-
|
মাল্টিপল এন্ট্রি
|
২,৮০০/-
|
একজেম্পটেড
|
|
৮০০/-
|
লিগালাইজেশন
|
বাণিজ্যিক
|
৪,১০০/-
|
স্বাক্ষর
|
১,৭০০/-
|
অনুবাদ
|
১,৯০০/-
|
জমাদান ও গ্রহনের সময়
-
জমাদান: সোমবার থেকে বুধবার- সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত
-
গ্রহণ: সোমবার থেকে বুধবার-বিকাল ৩টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
-
৫ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন হয়(কাগজপত্র ঠিকঠাক থাকলে)
এন্ট্রি ভিসার কাগজপত্রাদি
-
৬ (ছয়) মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট
-
পূরনকৃত ভিসা আবেদন ফরম
-
সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি
-
ফিরতি বিমান টিকেট (রিজার্ভেশন স্লিপ-পিএনআর)
-
হোটেল রিজার্ভেশনের প্রমানপত্র
-
ব্যাংক স্টেটমেন্ট (বিগত ৩ মাসের)
-
টিন সার্টিফিকেট (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার)
-
ইউটিলিটি বিলের কপি টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি
-
ননটুরিস্টদের জন্য লিখিত আমন্ত্রনপত্র
-
চাকরীজীবিদের জন্য অফিসিয়াল চিঠি (অফিসের সিলসহ)
-
যদি ব্যক্তিগতভাবে না করে এজেন্সীর মাধ্যমে করা হয় তাতে এজেন্সীর লেটার প্যাডে ফরোয়ার্ড লেটার জমা দিতে হবে(এজেন্সীর লাইসেন্স নাম্বারসহ)
ওয়ার্কিং ভিসার কাগজপত্রাদি
-
৬ (ছয়) মাস মেয়াদের বৈধ কাগজপত্র
-
পূরনকৃত ভিসা আবেদন ফরম
-
সদ্যতোলা পাসপোর্ট সাইজের এককপি ছবি
-
বিমান টিকেট (রিজার্ভেশন স্লিপ)
-
এজেন্সীর মাধ্যেমে ভিসা প্রসেস করা হলে উক্ত এজেন্সীর লাইসেন্স নাম্বার সহ ফরোয়ার্ড লেটার