পড়াশোনা, ব্যবসা, ভ্রমণ ও নানা প্রয়োজনে রাশিয়া যাওয়ার প্রয়োজন হলে ভিসা প্রসেসিং এর জন্য রাশিয়া দূতাবাসে যেতে হয়। রাশিয়া দূতাবাস গুলশান-২ এভিনিউ এলাকায় অবস্থিত।
অবস্থান
গুলশান-২ এভিনিউ এলাকায় ৭৯ নম্বর রাস্তা দিয়ে ৯০ গজ পূর্বে গিয়ে হাতের ডানে টার্ন নিয়ে ১০ গজ সামনে রাস্তার পশ্চিম পাশে রাশিয়া ভিসা ও কনস্যুলার শাখার মূল ফটক।
ঠিকানা
হাউজ # ৯ (নতুন), রোড # ৭৯,
গুলশান-২, ঢাকা-১২১২
ফোনঃ +৮৮-০২-৯৮৮১৬৮০, +৮৮-০২-৯৮৮৪৮৪৭,+৮৮-০২-৯৮১০৯৯৩
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৮৬৩২৮৫
ই-মেইলঃ [email protected]_bd.com
ওয়েবঃ www.bangladesh.mid.ru
ভিসা ফি
সময় সূচী
ভিসা
|
রবিবার সকাল ৯.৩০- ১টা
|
কনস্যুলার
|
সোমবার সকাল ৯.৩০- ১টা
|
প্রাইভেট
|
বুধবার সকাল ৯টা- ১টা
|
বন্ধ
|
শুক্রবার
|
ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
-
পূরনকৃত ভিসা আবেদন ফরম
-
বৈধ পাসপোর্ট ও পাসপোর্টের প্রথম তিন পাতার ফটোকপি
-
আমন্ত্রনপত্রের মূলকপি (রাশিয়ায় যাওয়ার মাইগ্রেশন সার্ভিস হতে প্রদত্ত)।
-
এক কপি পাসপোর্ট সাইজের ছবি (সাদাকালো অথবা রঙ্গিন, ম্যাট পেপার)
-
বিমান টিকেটের মূলকপি অথবা বুকিং স্লিপ
-
মেডিকেল চেকআপ সার্টিফিকেট
-
ভিসা ফি ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হয়।
প্রাইভেট ভিজিট ভিসা
-
পূরনকৃত আবেদন ফরম
-
বৈধ পাসপোর্ট ও পাসপোর্টের প্রথম তিন পাতার ফটোকপি
-
আমন্ত্রনপত্রের মূলকপি (রাশিয়ায় যাওয়ার মাইগ্রেশন সার্ভিস হতে প্রদত্ত)।
-
এক কপি পাসপোর্ট সাইজের ছবি (সাদাকালো অথবা রঙ্গিন, ম্যাট পেপার)
ট্রানজিট ভিসা
-
পূরনকৃত ভিসা আবেদন ফরম
-
৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (ছবি ম্যাট পেপারে সাদাকালো অথবা রঙ্গিন হতে হয়)
-
বিমান টিকেটের মূলকপি
-
বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের প্রথম তিন পাতার ফটোকপি
ছাত্র ভিসা
-
ঢাকায় অবস্থিত রাশিয়ান কালচারাল সেন্টারের শিক্ষা বিভাগে সাক্ষাৎকার দিতে হয়।
-
দূতাবাসের কনস্যুমার বিভাগে সকল কাগজপত্র সহ সাক্ষাৎকার দিতে হয়।
কাগজপত্র
-
পূরণকৃত আবেদন ফরম
-
বৈধ পাসপোর্ট ও পাসপোর্টের প্রথম তিন পাতার ফটোকপি (পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ মাস হতে হয়)
-
রাশিয়ার ফেডারেল মাইগ্রেশন সার্ভিসের আমন্ত্রনপত্রের মূলকপি ও ফটোকপি
-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের সার্টিফিকেটের মূলকপি এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত কপি।
-
তিন পাসপোর্ট সাইজের ছবি
-
বিমান টিকেটের স্লিপ
-
বিদ্যালয়/কলেজের নিয়মানুযায়ী পৌছানোর পূর্বে প্রথম কোর্সের ফি প্রদানের নিশ্চিতকরনপত্র
-
মেডিকেল চেকআপ সার্টিফিকেটের মুলকপি ও ফটোকপি
-
এইচআইভি টেস্টের সার্টিফিকেট ও ফটোকপি।