ভ্যাটিক্যান
ভ্যাটিকান বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। এটি সার্বভৌম রাষ্ট্র। এই দেশটির আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার। এই দেশে বাস করে ৮৩০ জন মানুষ। দেশটি ইতালির পাশে অবস্থিত।
মোনাকো
বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মোনাকো। এর আয়তন ১.৯৬ বর্গ কিলোমিটার। ২০০৬ সালের হিসেব অনুযায়ী দেশটিতে ৩৫,৬৫৭ জন মানুষ বাস করে। ভূমধ্যসাগর এলাকার দক্ষিণে দেশটির অবস্থান।
নাউরু
২১ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। ২০০৫ সালের হিসেবে অনুযায়ী দেশটিকে ১৩,০০৫ জন মানুষ বাস করে। বিষুবরেখা থেকে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির অবস্থান।
টুভালু
টুভালুর আয়তন ২৬ বর্গ কিলোমিটার। এটি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা ১১,০০০। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ দেশ।
স্যান ম্যারিনো
৬১.২ বর্গ কিলোমিটার আয়তনের দেশ স্যান ম্যারিনো। এটি পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যা ২৮,১১৭ জন। পূর্ব ইতালির উত্তরে দেশটির অবস্থান।