প্রায় সব মেয়েদের অভিযোগ থাকে চুলের রুক্ষতা নিয়ে। সিল্কি, শাইনি চুল প্রতিটি মেয়ের কাম্য। আর এই চুল সিল্কি করার জন্য কত কিছুই না করতে হয়! কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয় পার্লারে গিয়ে।
কিন্তু হঠাৎ করে কোন উৎসব এসে পড়লে তখন পার্লারে যাওয়ার সময় হয়ে উঠে না। আবার এই রুক্ষ, এলোমেলো চুল নিয়ে ঘুরতে যাওয়াও সম্ভব হয় না।
ফাল্গুনে চুলের খোঁপা, বেনী করে অনেকেরই চুল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হারিয়ে ফেলেছে তার উজ্জ্বলতা। তাহলে কি ভালোবাসা দিবসে এই এলোমেলো চুল নিয়ে ঘুরতে যেতে হবে? একদমই না, এই রক্ষ, এলোমেলো চুল সিল্কি ঝলমলে করে তুলুন সহজ একটি উপায়ে।
১টি উপাদানে ঝটপট সিল্কি চুলঃ
যা লাগবেঃ
যেভাবে ব্যবহার করবেনঃ
১। প্রথমে চুল শ্যাম্পু করে নিন।
২। এবার কফি তৈরি করে নিন। ইন্স্ট্যান্ট কফি ব্যবহার করবেন না। রেগুলার কফি ব্যবহার করুন।
৩। কফিটি ঠান্ডা করে নিন।
৪। এবার একটি স্প্রে বোতলে কফি ঢেলে নিন।
৫। কফি দিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভাল করে স্প্রে করুন।
৬। কমপক্ষে ৫ মিনিট এভাবে রাখুন।
৭। তারপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৮। আর পেয়ে যান ঝলমলে সিল্কি চুল।
সতর্কতাঃ
১। ডাই করা চুলে কফি ব্যবহার করবেন না।
২। কফি ব্যবহার করার পর শ্যাম্পু করবেন না। তার আগে শ্যাম্পু করে নিবেন।
৩। এটি প্রতিদিন ব্যবহার করবেন না। বিশেষ কোন উৎসবের আগে করে এটি ব্যবহার করতে পারেন।