কী কী কী? আরে দাঁড়ান দাঁড়ান! অত উতলা হলে কী করে হবে, সেটা জানার জন্য পড়তে হবে-
১) হাসিঃ
গোমড়া মুখে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথম আলাপ বা ডেটিং-এ গেলে কিন্তু আপনার নম্বর কাটা যাবে ৷ সুন্দর মুখের (মানে সদা হাস্যময়) মুখের জয় সর্বত্র ৷ হাসি হাসি মুখেই প্রথম ইম্প্রেশনটা তৈরি করুন ওর মনে ৷ তবে মনে রাখবেন হাসি মানে হালকা লাজুক হেসে চুল সরানো ৷ মুখ খুলে ৩২ পাটি বের করে হাসা নয় ৷কারণ আলাপের শুরুতেই পছন্দের পুরুষটি দেখতে চাইবেন তাকে দেখে আপনার মুখে হাসি ফুটে উঠল কি না ৷
২) চোখঃ
কথায় বলে চোখ মনের দর্পণ ৷ মৃগনয়িনী না হতে পারেন, কাজলনয়না হয়ে যেতেই পারেন প্রথম দিন ৷ প্রেমিককে ফিদা করতে এ খুব ধারালো অস্ত্র ৷ সহজেই মন জয় করা যাবে ৷চোখ রাখুন স্বাভাবিক, মনে রাখুন খুশি ৷ কারণ প্রথম সাক্ষাতে আপনার চোখে বয়ফ্রেন্ড শুধুই নিজেকে খুঁজে বেড়ায় ৷
৩) চুলঃ
ছোট হোক বা বড় আপনার চুল কিন্তু আপনার ব্যক্তিত্বে নিয়ে আসে আলাদা মাত্রা ৷ আর বলা বাহুল্য সৌন্দর্যে তো বটেই ৷তাই এদিন বেরোনোর আগে চুল খুলে একটু ব্রাশ করে নিন৷ কথা বলতে বলতে যখন আপনি কপালে উড়ে আসা চুল সরাবেন, তখন বয়ফ্রেন্ড আর যাবে কোথায়! এক ঝটকাতেই বাজিমাত করবেন আপনিও ৷ তবে ভুলেও এদিন মাথায় তেল, জেল বা হেয়ার স্প্রে লাগাবেন না ৷
৪) ওজনঃ
যত সুন্দরীই আপনি হন না কেন অতিরিক্ত ওজন বা মধ্যপ্রদেশ স্ফীত হলে বয়ফ্রেন্ড সোজা প্রথম দিনেই উল্টোদিকে হাঁটা লাগাবে ৷তাই যথাসম্ভব নিজেকে মেন্টেন করে স্লিম থাকুন ৷ কারণ চারচোখের মিলনে বেশিরভাগ পুরুষই সঙ্গিনীর শরীর কতটা স্লিম সেটা একবার মেপে নিতে ভোলেন না৷হাতে গোলাপ না থাকতে পারে, কিন্তু জরিপের চোখটা তার থাকবেই ৷
৫) বক্ষদেশঃ
আপনি যদি ভেবে থাকেন, প্রথমেই আপনার পছন্দের পুরুষের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে আপনার সুডৌল বক্ষদেশ, তাহলে আপনি ভুল ভাবছেন ৷তবে দেখবে, দেখবে, আপনার পুরেটাই বৃথা যাবে না ৷ তবে আগে দেখবে আপনার হাসি আর চোখের ভাষা ৷ মানে সরল ভাষায় বললে, দৃষ্টি ক্রম নিম্নমান ৷
৬) নকল সৌন্দর্যঃ
ওরে বাবা, এদিকে ছেলেদের আবার ভীষণ নজর ৷ তাই নকল নখ, আর্টিফিশিয়াল আইল্যাশ, পরচুল চট করে এদের নজর টানে ৷ তাই প্রথম দিন সাজগোজে এসব নিয়ে এক্সপেরিমেন্ট না কারই ভালো৷ যতটা পারবেন নিজের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখুন৷অযথা নিজেকে বার্বিডল বানাবেন না ৷
৭) পাঃ
ডেটিং-এ যাওয়ার আনন্দে পায়ের যত্ন না নিয়ে আর ছেঁড়া-ফাটা চটি পরে গেলে আপনার লাভলাইফের সেখানেই ইতি ৷তাই পায়ের যত্ন নিয়ে পরে যান সাফসুতরো জুতো ৷ আর দয়া করে ফাটা গোড়ালির সমস্যা থাকলে ওর সামনে বের করবেন না ৷
৮) ত্বকঃ
ছেলেদের মধ্যে একটা স্বাভাবিক ধারণা রয়েছে, মেয়েরা যদি ফরসা হয় বা ত্বক খুব উজ্জ্বল হয়, তাহলে মনের দিক থেকেও সে খোলামেলা প্রকৃতির হয় ৷ তাই চেষ্টা করুন ডেটিং-এর আগে মুখ, হাত পরিষ্কার করে যেতে ৷ দিনেদুপুরে অযথা ফাউন্ডেশন লাগিয়ে গেলে কোনও ছেলেই ইমপ্রেসড হবে না ৷
৯) ড্রেসিং সেন্সঃ
মার্জিত পোশাক পরুন ৷ এদিন বাছুন কোনও হাল্কা রঙকে ৷ কারণ যত সুন্দরীই আপনি হোন না কেন, সম্পর্কের শুরুতে আপনার সাজে-পোশাকে আপনার রুচিটাও পরখ করে নেবে আপনার বয়ফ্রেন্ড ৷