কখনো ভেবে দেখেছেন কি, আপনার কোন বিষয়গুলো বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করে? একজন নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় বা একজন পুরুষ নারীদের কোন ব্যাপারটিকে ভালোবাসেন? নারী-পুরুষ নির্বিশেষে কিছু ব্যাপার আছে, যেটা বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করবেই করবে। চিনে নিন সেই ব্যাপারগুলো এবং আরেকটু বাড়িয়ে তুলুন নিজের আকর্ষণ।
-
যেকোনো মানুষের কাছেই অন্য মানুষের সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে হাসি। আপনি কত সুন্দর করে আর সহজ ভাবে হাসতে পারেন, সেটাই বাড়ায় আপনার আকর্ষণ।
-
পোশাক যেমনই হোক, সেটা যদি হয় পরিপাটি ও পরিছন্ন, তাহলে তা বিপরীত লিঙ্গের কাছে আপনার আকর্ষণ বাড়িয়ে তোলে বহুগুণে।
-
সুন্দর বাচনভঙ্গী একটি দারুণ গুরুত্বপূর্ণ বিষয় যে কারো জন্যই। আপনি যদি সুন্দর করে কথা বলতে জানেন, তাহলে বিপরীত লিঙ্গের মন জয় করা কোন বিষয়ই না।
-
উচ্চতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বৈকি। নারী-পুরুষ নির্বিশেষে লম্বা মানুষের প্রতি অধিক আকর্ষণ বোধ করেন।
-
মোটা-চিকন যাই হোক না কেন, দেহের সুন্দর শেপ বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবেই করবে।
-
অন্যের সাথে আপনার ব্যবহার কেমন, এটা কিন্তু বিপরীত লিঙ্গের মানুষেরা খুব খেয়াল করেন। কারণ তারা সেটা দেখেই বোঝার চেষ্টা করেন যে আপনি মানুষটা কেমন। তাই সুন্দর ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার।
-
আপনার শিক্ষাগত যোগ্য, পেশা, শখ ইত্যাদি ব্যাপারও কিন্তু বিপরীত লিঙ্গের কাছে খুবই আকর্ষণের একটা জায়গা।
-
শুনতে অদ্ভুত শোনালেও এটা খুবই সত্য যে আপনার পরিবারও বা পারিবারিক অবস্থাও বিপরীত লিঙ্গকে আকর্ষণ বা বিকর্ষণ করে।
-
আপনি কাদের সাথে মেশেন, আপনার বন্ধুরা কেমন, বন্ধু মহলে আপনার অবস্থান কী ইত্যাদি ব্যাপারগুলোও বিপরীত লিঙ্গ খুব আগ্রহ নিয়েই লক্ষ্য করে থাকেন।
-
চোখ হচ্ছে মনের আয়না। বলাই বাহুল্য যে চোখের আবেদন অপরিসীম। সুন্দর চোখের একজন মানুষ সকলকেই আকর্ষণ করতে পারেন।