যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তারা দেয়ালের দাগ নিয়ে বেশ বিপদে পড়ে যান। কিন্তু নানা কারণেই অসাবধানতাবশত দেয়ালে দাগ পড়ে যায়, বিশেষ করে যদি ঘরে বাচ্চা থাকে। দেয়ালে দাগ লাগলে তা দেখতে বেশ বিশ্রী লাগে। মনে হতে থাকে পুরো ঘরের সৌন্দর্য লোপ পেয়ে যায়। কিন্তু বেশ সহজেই এই দেয়ালের দাগ দূর করে ফিরে পেতে পারেন ঘরের হারানো সৌন্দর্য। চলুন তবে জেনে নেয়া যাক দেয়ালের দাগ দূর করার সহজ উপায়গুলো।
১) ময়লার দাগ তোলার পদ্ধতি
১/৪ কাপ বেকিং সোডা, ১ কাপ অ্যামোনিয়া ১ গ্যালন কুসুম গরম পানিতে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি পরিষ্কার কাপড় বা স্পঞ্জ নিয়ে এই মিশ্রণটি দিয়ে দেয়ালের দাগের উপরে আলতো ঘষে নিন। এরপর ভেজা একটি কাপড় দিয়ে মুছে পরিস্কার করে নিন। এতে করে দেয়ার রঙ নষ্ট হবে না কিন্তু দাগ উঠে যাবে।
২) তেল-কালি বা গ্রিজের দাগ তোলার পদ্ধতি
রান্নাঘরের দেয়াল ও কেবিনেটে এই তেল-কালির দাগ বেশি পড়তে দেখা যায়। এই দাগ সাধারণ ভালো কোনো হাড়ি পাতিল ধোয়ার লিক্যুইড দিয়ে পরিষ্কার করে ফেলা যায়। যদি অল্প দাগ হয় তাহলে ১ কাপ কুসুম গরম পানিতে ১/৪ চা চামচ লিক্যুইড দিয়ে ভালো করে মিশিয়ে কাপড়ে লাগিয়ে দাগের উপর ঘষে তুলে ফেলুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি শুকিয়ে নিন। যদি অনেক বেশি এবং অতিরিক্ত গ্রিজের মতো দাগ হয় তাহলে ১/৩ কাপ সাদা ভিনেগারের সাথে ২/৩ কাপ পানি মিশিয়ে তা দিয়ে পরিষ্কার করে নিন।
৩) ক্রেয়নের দাগ
বাচ্চারা যদি দেয়ালে ক্রেয়নের দাগ ফেলে দেয় তাহলে খুব সহজেই তা তুলে ফেলতে পারবেন। সাধারণ টুথপেস্ট ব্যবহৃত ফেলনা টুথব্রাশে লাগিয়ে নিন (জেল টুথপেস্ট নয়)। এরপর তা দাগের উপরে হালকা ঘষে নিন এবং ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। অথবা পেন্সিল ইরেজার দিয়ে মুছে ফেলতে পারেন। কিংবা বেকিং সোডা ছিটিয়ে দিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে তুলে ফেলুন।
৪) কালির দাগ
দেয়ালে যদি কলমের কালির দাগ লেগে থাকে তাহলে নেইলপলিশ রিমুভার দিয়ে খুব সহজেই তুলে ফেলতে পারেন। তবে এই সময় অবশ্যই ঘরের জানালা খোলা রাখবেন।
৫) পানির দাগ
দেয়ালে পানি লেগে তা শুকিয়ে গেলে একধরণের দাগের সৃষ্টি করে। এই ধরণের দাগ তুলে ফেলতে চাইলে ১ কাপ ব্লিচ ১ গ্যালন পানিতে মিশিয়ে তা দিয়ে দেয়াল পরিষ্কার করে নিন। তবে অবশ্যই দেয়াল ফ্যানের বাতাসে বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন।