ঘরে ঢুকেই মন ভালো হয়ে যায় যদি পুরো ঘরে থাকে মনোমুগ্ধকর সুঘ্রাণ। পুরো দিনের ক্লান্তি এবং মানসিক চাপও এক নিমেষে দূর হয়ে যায় একটি ভালো সুগন্ধে। একারণে অনেকেই ঘরে ব্যবহার করেন এয়ার ফ্রেশনার। কিন্তু বাজারের কৃত্রিম এইসব এয়ার ফ্রেশনার আপনার পছন্দের সুঘ্রাণের হয় না এবং বেশির ভাগ সময়েই দেখা যায় ঘ্রাণটি ভালো লাগছে না কিছুক্ষণ পরেই। তাছাড়া অতিরিক্ত দাম তো আছেই। এই সমস্যার সমাধান আপনি কিন্তু চাইলেই করে ফেলতে পারেন। নিজের পছন্দের অসাধারণ সব এয়ার ফ্রেশনার স্প্রে ঘরেই তৈরি করে নিতে পারেন একদম স্বল্প খরচে। জানতে চান কিভাবে? চলুন তবে জেনে নেয়া যাক।
সুইট মিন্ট ফ্লেভারের এয়ার ফ্রেশনার তৈরি
-
প্রথমে একটি পাত্রে ২ কাপ পানি দিয়ে এতে একটি পুরো লেবু খণ্ড করে দিয়ে দিন।
-
এতে দিন ভ্যানিলা এসেন্স (বাজারে কেক তৈরির জন্য কিনতে পাওয়া যায়)।
-
ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিয়ে নেড়ে নিন ভালো করে। এতে আরও পানি দিয়ে জ্বাল দিন।
-
১ কাপ পুদিনা পাতা ছেঁচে নিয়ে নিয়ে ছেঁকে এর রস বের করে নিন।
-
৫ মিনিট পর চুলা থেকে লেবুর পানি নামিয়ে পুদিনা পাতার রস মিশিয়ে ফেলুন ভালো করে নেড়ে এবং ঠাণ্ডা হতে দিন।
-
ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে নিন এবং সাধারণ এয়ার ফ্রেশনারের মতো ব্যবহার করুন। এটি ১ সপ্তাহ ব্যবহার করতে পারবেন।
ফল ওয়ান্ডারল্যান্ড ফ্লেভারের এয়ার ফ্রেশনার তৈরি
-
একটি পাত্রে ২ কাপ পানি দিন। পুরো একটি কমলা বা মালটা খোসা সহ কেটে দিয়ে দিন। এতে আরও দিন ৫ টুকরো বড় আকারের দারুচিনি এবং ২ টেবিল চামচ লবঙ্গ।
-
ফুটে উঠা পর্যন্ত সময় দিন। পানি ফুটে উঠলে এতে আরও ৪ কাপ পরিমাণ পানি দিয়ে অল্প আঁচে ফুটাতে থাকুন।
-
৫ মিনিট এভাবে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে নিন এবং সাধারণ এয়ার ফ্রেশনারের মতো ব্যবহার করুন। এটিও ১ সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন।
লেমনগ্রাস হেভেন ফ্লেভারের এয়ার ফ্রেশনার তৈরি
-
একটি পাত্রে ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে চুলায় দিন। এতে ৬/৭ টি লেমনগ্রাস পাতা কুচি করে দিয়ে দিন।
-
১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এবং ২ খণ্ড লেবু দিয়ে ফুটতে দিন।
-
পানি ফুটে উঠার সাথে সাথে চুলার আঁচ অল্প করে নাড়তে থাকুন।
-
এতে প্রয়োজন মতো আরও বেশ খানিকটা পানি দিয়ে অল্প আঁচেই ফুটাতে থাকুন ১০ মিনিট।
-
এভাবে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে নিন এবং সাধারণ এয়ার ফ্রেশনারের মতো ব্যবহার করুন।
কিছু টিপস:
-
প্রথমবার পানি ফুটে গেলে সাথে সাথে চুলার আঁচ কমিয়ে দেবেন একেবারে নতুবা পোড়া গন্ধ চলে আসবে।
-
লেবু, কমলালেবু, মালটা ইত্যাদির সাথে নিজের পছন্দের আদা, স্ট্রবেরী ও আপেল দিতে পারেন। এতে ঘ্রাণ ভালো আসবে।
-
চাইলে চা বা কফি ফ্লেভারও আনতে পারেন।