নতুন সম্পর্ক হোক বা পুরনো, সম্পর্কের ধরন প্রেম হোক কি বিয়ে- সব ক্ষেত্রে কথাবার্তার সময় সাধারণ কিছু নিয়ম মেনে চলা উচিত, যাতে সঙ্গী বা সঙ্গিনী মানসিকভাবে আহত না হন। অনেক কথা আছে, যা সত্য হলেও সম্পর্কের খাতিরে বলা যায় না। কিছু কথা সম্পর্কে ফাটল ধরাতে পারে। একবারে না হলেও ধীরে ধীরে এসব কথার মাধ্যমে নষ্ট হতে পারে সম্পর্ক। ভেবে দেখুন, আপনি কি এমন কথা প্রায়ই আপনার সঙ্গীকে বলেন? বললে এখনই সাবধান হোন।
১. ‘তুমি সব সময়…’ বা ‘তুমি কখনোই…’
‘তুমি সব সময় এটা বল বা কর’ বা ‘তুমি কখনোই এটা কর না বা বল না’ এমন কথা অনেক সময়ই মুখ ফসকে বেরিয়ে যায়। এমন কথা বলার আগে একটু চিন্তা করুন, এ অভিযোগ কি সম্পূর্ণ সত্য? তা যদি না হয়, তাহলে এর বিকল্প কোনো কথা বলার চেষ্টা করুন।
২. অমুক তোমার চেয়ে…
সঙ্গীকে যদি অন্য কারো সঙ্গে তুলনা করেন এবং অন্যকে তার চেয়ে আকর্ষণীয় বলেন, তাহলে তা বড় সমস্যা তৈরি করে। এটি যেকোনো ছোট সমস্যাকেও অনেক বড় করে তুলতে পারে।
৩. আমার সাবেক (প্রেমিক/প্রেমিকা) এ কাজটা এর চেয়ে ভালো করত
আপনার সাবেক কোনো সঙ্গীর চেয়ে বর্তমান জন খারাপ, এমন মন্তব্য কখনোই ভালো ফল বয়ে আনে না।
৪. আর কিছুদিন কষ্ট করে চালিয়ে নেওয়ার চেষ্টা করে দেখি
এমন কথা বলার পর ধরে নিন একটা বড় সমস্যা তৈরি হয়ে গেল। বলার কয়েক মিনিট পরও যদি এ বক্তব্য অস্বীকার করেন, এর পরও সমস্যা মিটবে না।
৫. আমি আগে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যখন বুঝতে পারলাম…
এমন কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করে নিন। সত্যিই কি আপনি এটা বলতে চান? কারণ এই একটি কথায়ই নষ্ট হতে পারে সম্পর্ক।
৬. আমাদের সন্তানের এমন সমস্যার পেছনে দায়ী তোমার জিন
আপনি যদি সন্তানের কোনো সমস্যার জন্য সঙ্গীর জিনকে দায়ী করেন তাহলে নিঃসন্দেহে তাকে আঘাত করলেন। এটা অনেকটা অন্ধভাবে দায়ী করার মতো। এ কথার পর যদি আপনি বলেন, ‘কী করণে যে তোমাকে বিয়ে করেছিলাম’, তাহলে সম্পর্ক নিঃসন্দেহে হুমকির মুখোমুখি পড়বে।
৭. তুমি ঠিক তোমার বাবা-মায়ের মতো…
কোনো দোষের বিষয়ে যদি আপনার সঙ্গীকে তার বাবা বা মায়ের সঙ্গে তুলনা করেন, তবে এর চেয়ে বিব্রতকর বিষয় আর হয় না।
৮. এটা তোমার সব সময়ের সমস্যা
সঙ্গীর যদি কোনো সমস্যা হয় আর সেটাকে আপনি তেমন পাত্তা না দিয়ে তার ‘সব সময়ের সমস্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, তবে সেটা সত্যিই বিব্রতকর। অস্বস্তিকর পরিস্থিতিতে সমস্যা হতেই পারে। কিন্তু একে ‘সব সময়ের সমস্যা’ বলে নির্দিষ্ট রং চড়ানোর মতো মন্তব্য নিঃসন্দেহে সঙ্গীর কাছ থেকে আশা করে না কেউ।
৯. আমাকে ঠকাচ্ছ, এটা আগে বলনি কেন…
কথাবার্তা বা পারস্পরিক শেয়ারিংয়ের ক্ষেত্রে সঙ্গী কোনো কথা বলতে ভুলে যেতেই পারে। এসব ব্যাপারকে গুরুত্ব অনুসারে নিতে হবে। ছোট সমস্যাকে বড় করে ঠকাচ্ছ বলে আঙুল তোলার কোনো মানে হয় না।