“আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি” প্রেমিক-প্রেমিকাদের এটি একটি কমন ডায়লগ। কারণ সবার ধারণা হৃদপিন্ড থেকেই ভালোবাসার সৃষ্টি। তাইতো সবাই ভালোবাসার চিহ্ন হিসেবে হৃদপিন্ডের প্রতীকটি ব্যবহার করে থাকে। কিন্তু বিজ্ঞানীরা সবকিছু উলট পালট করে দিয়েছে। তাদের গবেষণা মতে, প্রেম ভালোবাসায় হৃদয় থেকে হয় না, এটা মস্তিষ্ক থেকে হয়। আসুন এ বিষয়ে একটু চোখ বুলিয়ে আসি।
মার্কিন নিউরো বিজ্ঞানী ব্রান্দন এরাজনা দীর্ঘদিন প্রেমাসক্তি নিয়ে গবেষণা চালিয়েছেন। তার গবেষণালব্ধ ফলাফল থেকে তিনি জানতে পেরেছেন মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুবেন্স নামক উপ- করটিকেল (Sub-cortical ) এলাকাটিতে অবস্থিত ডোপামিন নিউরোট্রান্সমিটার দ্বারা পরিচালিত স্নায়ুবিক সার্কিট সক্রিয় হলে প্রেমানুভুতির সৃষ্টি হয়।এই স্নায়ুবিক সার্কিটির নিয়মিত মস্তিষ্কের এই এলাকাটিকে নতুনভাবে বিন্যস্ত করে। এই নতুন বিন্যাস দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্কের সাথে জড়িত। মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুবেন্স হচ্ছে সেই উপ- করটিকেল (Sub-cortical ) এলাকা যেটি কিনা প্রেষণা জনিত আচরণ ও কোন বিশেষ মানুষের প্রতি আসক্তি তৈরির সাথে জড়িত। আর এই আবিস্কার প্রেমানুভুতির বৈজ্ঞানিক গবেষণাকে আরও অনেক বেশী ত্বরান্বিত করবে বলে অনেক বিজ্ঞানী মন্তব্য করেছেন।