আজ ২৭ সেপ্টেম্বর “গুগল মামা”র জন্মদিন। এবছর গুগল এর প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ হলো। প্রতি বছরের মতো এবারও জন্মদিনে গুগলের ছবিতে শোভা পাচ্ছে মোমবাতি সজ্জিত কেকের ছবি।
Google শব্দের আভিধানিক অর্থ ইন্টারনেটে কোনো কিছু খোঁজা। গুগল নামটির উৎপত্তি ছিল ‘Googol’ শব্দের ভুল বানান থেকে। যার অর্থ ছিল 1-এর পরে ১০০টা শূন্য দিলে যে সংখ্যা হবে তা। কিন্তু জনপ্রিয়তার কাছে হার মেনে গেছে এর মূল নামের অর্থ। সম্প্রতি সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা বিষয়ক পরিসংখ্যানে দেখা যায়, ইন্টারনেটে যত সার্চ হয় তার শতকরা ৯০ ভাগ গুগল-এর মাধ্যমে হয়ে থাকে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে সার্জে ব্রিন এবং ল্যারি পেজের যৌথ উদ্যোগে গুগলের যাত্রা শুরু হয়। তবে গুগলের প্রকৃত জন্মদিন নিয়ে আজও কিছুটা বিভ্রান্তি আছে। কারণ কখনও ৭ সেপ্টেম্বর কখনও ১৫ কিংবা ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন উদযাপন করা হয়। উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর গুগল ডটকম নামে ডমেইন নিবন্ধিত হয়। তবে ১৯৯৭ সালে গুগলের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯৯৮ সালে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে গুগল একটি গ্যারেজে তাদের প্রথম অফিস শুরু করে।