সনির এক্সপেরিয়া সিরিজের জনপ্রিয় মডেলগুলোর ভিতর একটি এক্সপেরিয়া এসএল। এই স্মার্টফোনটি এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডুইচ ভার্সন সমৃদ্ধ। এতে রয়েছে ১.৭ গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ১জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ । তবে সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না যার ফলে আপনি এর স্টোরেজ এর থেকে এর মেমেরী বাড়ানো যায় না। এতে আছে জিও ট্যাগিং, সুইপ প্যানারমা ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১২ মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এত সব ফিচার সমৃদ্ধ এই স্মার্ট ফোনটির বর্তমান বাজার মূল্য ৩৬,৫০০ টাকা। এর সাথে ৪ জিবি মাইক্রো এসডি কার্ড হোল্ডার ফ্রি।
কারিগরি বৈশিষ্ট্য:
টেকনোলজি:
-
২জি: জিএসএম ৮৫০/৯০০/১৮০০/১৯০০
-
৩জি: এইচএসডিপিএ ৮৫০/৯০০/১৭০০/১৯০০/২১০০
ডিসপ্লে:
ওজন:
মেমোরী:
-
ইন্টারনাল: ১ জিবি র্যাম, ৩২ জিবি ফোন মেমোরী
-
এক্সটারনাল কোনো সুবিধা নেই।
ক্যামেরা:
-
প্রাইমারী ১২ মেগাপিক্সেল (যা ৪,০০০×৩,০০০ পিক্সেল সাইজের ছবি তুলতে সক্ষম)
-
সেকেন্ডারী ১.৩ মেগাপিক্সেল
কালার:
-
ব্লাক, হোয়াইট, সিলভার, পিঙ্ক
ব্যাটারী:
-
লি-আয়ন ১৭৫০ এমএএইচ
-
টক টাইম: ৮ ঘন্টা