অ্যান্ড্রয়েড ডিভাইস অনেক উপায় দেয় যা দিয়ে ফোন আনলক করা হয়। যেমন- পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন এবং ইনসিকিউর সোয়াইপ। কিন্তু আপনি জানেন কি আপনার মুখমণ্ডলের ছবি দিয়েও ফোন লক, আনলক করা যাবে।
ফেস আনলকিং শুরু করার আগে আপনার ফোনটিতে সিকিউর আনলক মেথড সেট করে নিতে হবে। যদি এখনও তা সেট না করা থাকেন তাহলে
• Settings এ যেতে হবে
• স্ক্রল ডাউন করে Security তে ট্যাপ করতে হবে।
• এবার Screen lock ট্যাপ করে প্যাটার্ন, পিন অথবা পাসওয়ার্ড যেকোনো একটি সিলেক্ট করে নিতে হবে।
• এখন অনস্ক্রিন মেথড দেখে সেট করে নিতে হবে।
ফেস আনলক সেট করার জন্য
• আবার সিকিউরিটি সেটিংস স্ক্রিনে যেতে হবে।
• স্মার্টলকে ট্যাপ করতে হবে।
• লক অপশনগুলো চাইলে ট্রাস্টেড ফেস অপশনে ট্যাপ করতে হবে।
• এখানে কিছু তথ্য জানতে চাইবে
• তথ্যগুলো পড়ে ঠিক থাকলে সেট আপ এ ট্যাপ করতে হবে।
• অ্যান্ড্রয়েড উজ্জ্বল গৃহমধ্যে স্পট খুঁজে বের করার সুপারিশ করবে।
• এরকম স্পট বের করে নেক্সট করুন।
• ফোনটি আইডেন্টিফাই করবে ফেস। ফোনটি আই লেভেলে রাখতে হবে।
• ফোন ঠিক পজিশনে রাখা হলে স্ক্রিনের ডটগুলো সবুজ হবে এবং একটি চেকমার্ক দেখাবে।
