বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। আর বর্তমান সময়ে প্রযুক্তির যে মাধ্যমটার প্রতি আমরা সবথেকে বেশি নির্ভরশীল হয়ে পড়ছি সেটা হলো ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া একটা দিন কল্পনা করাটাই কঠিন আমাদের জন্য। ইন্টারনেটের সাথে আমাদের জীবন অনেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ফলশ্রুতিতে রাস্তা ঘাটে, চলতে ফিরতে সবসময়ই আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করি।
আচ্ছা, হঠাৎ মনে করুন কোথাও গিয়ে আপনার মোবাইলের ডাটা শেষ হয়ে গেছে বা কিন্তু আপনার ইন্টারনেট ব্যাবহার করাটা খুব জরুরি। হতে পারে বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে আপনার ইন্টারনেট ব্যাবহারের প্রয়োজন পড়েছে। এমতাবস্থায় কি করবেন? সহজ হিসাব, ফ্রি ওয়াইফাই জোন খোজার চেষ্টা করবেন। কিন্তু শহরের যে কোথাও বা বিদেশের কোথাও ফ্রি ওয়াইফাই জোন খুঁজে বের করাটা সবসময় সহজ নাও হতে পারে। তবে কিছু টেকনিক অ্যাপ্লাই করলে সহজেই আপনি খুঁজে পেতে পারেন ফ্রি ওয়াইফাই জোন। তো চলুন দেখি দেশে বা বিদেশে হঠাৎ প্রয়োজনের সময় কিভাবে ফ্রি ওয়াইফাই জোন খুঁজে পাওয়া সম্ভব।
মোবাইল অ্যাপ ব্যাবহার করেঃ
বর্তমান সময়ে মোবাইল অ্যাপ ব্যাবহারের পরিধি সীমাহীন। সুখের খবর হলো ফ্রি ওয়াইফাই জোন খুঁজে বের করার বা আশে পাশের ওয়াইফাই জোনগুলোর সাথে সংযুক্ত হওয়ার সুবিধা দেওয়া বেশকিছু অ্যাপস মার্কেট প্লেসে বর্তমান আছে। প্রয়োজনের ক্ষেত্রে অ্যাপসগুলো বেশ কাজে দিতে পারে। অ্যাপসগুলোর মধ্যে Instabridge একটি যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় মার্কেটপ্লেসেই বিদ্যমান এবং অফলাইনে কাজ করতে সক্ষম। Instabridge হলো একটি ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ারিং কমিউনিটি অ্যাপ যেটা তার ৩ লক্ষ হটস্পটের ডাটাবেজের মাধ্যমে আশেপাশের ওয়াইফাই নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে দেয়। WeFi Pro (অ্যান্ড্রয়েডের জন্য ফ্রি) অ্যাপসটির ডাটাবেজে আছে ২০০ মিলিয়ন হটস্পটের তথ্য ফলে অ্যাপসটি আরো ভালো ফল দিতে সক্ষম এরকম ক্ষেত্রে।