
আমরা সবাই কম্পিউটারে নানা কিছু সেভ করে থাকি। অডিও, ভিডিও, ডেটা ফাইল এবং নানা দরকারি জিনিস। নির্দিষ্ট ফাইল তাড়াতাড়ি খুঁজে বের করতে কঠিন হয়ে পড়ে কেননা সব ফোল্ডারের রঙ একই। আর যদি বিভিন্ন রঙ দিয়ে ফোল্ডার তৈরি করা হয় তাহলে খুঁজে পেতে সুবিধা হবে পাশাপাশি দেখতে সুন্দর লাগবে। আর এই জন্য একটি সফটওয়্যার ইন্সটল করে নিলেই ফোল্ডারগুলো নিজের পছন্দের রঙের করা যাবে।

Folder Colorizer ইনস্টলেশন পদ্ধতি
•আপনার পছন্দের ব্রাউজার ওপেন করে এই লিঙ্কে যেতে হবে।
•এখানে অনেকগুলো উইন্ডোজ ইউটিলিটিস রয়েছে, সেখান থেকে folder colorizer ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে।
•ডাউনলোড করার পর folder colorizer setup.exe ডাবল ক্লিক করলে অ্যাপ্লিকেশন ইন্সটল হয়ে যাবে।
•ইন্সটলের সময় Microsoft dot net frame 3.0 ইন্সটলের জন্য প্রশ্ন করলে টার্মস এন্ড কন্ডিশন চেক করে ক্লিক করতে হবে।
এখন ইচ্ছামত রঙ দিয়ে সাজানো যাবে ফোল্ডার।
এবার ফোল্ডার কালারাইজার দিয়ে ফোল্ডার কাস্টমাইজ করার পদ্ধতি
•যে ফোল্ডার কাস্টমাইজ করতে চান তার উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করতে হবে।
•রাইট ক্লিক মেন্যুতে কালারাইজার অপশন দেখা যাবে সেখান থেকে কালার নির্বাচন করতে হবে।
•কালার সিলেক্ট করার পর দেখা যাবে ফোল্ডারের রঙ পরিবর্তন হয়ে গেছে।
•আর যদি আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে restore original color এই অপশনে ক্লিক করতে হবে।