বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের জীবন অনেকটাই ওয়েবভিত্তিক। কেননা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল কিছুই এখন ওয়েবে পাওয়া যাচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের প্রয়োজনে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করে থাকি। এসব সাইট নিয়মিত ভিজিট করার অন্যতম কারণ তথ্যের পরিপূর্ণতা ও ভিজিটে স্বাচ্ছন্দ্যবোধতা। সর্বোপরি সব মিলিয়ে সাজানো-গুছানো সুন্দর একটি সাইট আমরা সকলেই নিয়মিত ভিজিট করে থাকি। তবে এর বাইরে আরও কিছু সাইট রয়েছে যেগুলো তার নির্মাণ শৈলীর মাধ্যমে অন্যান্য সাইট থেকে সম্পূর্ণ আলাদা। এসব সাইট ভিজিট করলে অনেকেই আশ্চর্যান্বিত হয়। আসুন এমন কিছু ওয়েবসাইট থেকে ঘুরে আসি।