কাটাকুটি খেলাটা যে কতটা মজার তা আপনারা সবাই জানেন। আপনি কাটাকুটির Tic Tac Toe গেমটাতে সিঙ্গেল প্লেয়ার এবং ডাবল প্লেয়ার উভয় মোডে খেলতে পারবেন। অর্থাৎ আপনি এন্ড্রয়েড প্লেয়ার কিংবা আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন। এই গেমে মোট ৪টি ভিন্ন লেভেল আছে- ইজি, মিডিয়াম, হার্ড এবং এক্সপার্ট। খাতায় খেলার মত আপনি এন্ড্রয়েড X এবং O দিয়ে কাটাকাটি খেলতে পারবেন। আর গেমের নিয়ম আগের মতই। যে আগে কেটে লাইন পূরণ করতে পারবে সেই বিজয়ী।
গেমস রিভিউঃ
রিলিস আপডেট: মে ২৫, ২০১৩
নিউ ভার্সন: ৭.০.২৬
এন্ড্রয়েড: ২.০.১+আপ
সাইজ: ৩.২ এমবি
রেটিং: ৪.৩
ডাউনলোড: ফ্রী
ডাউনলোড লিঙ্ক:

গুগল প্লে ডাউনলোড লিঙ্ক: Tic Tac Toe
আপলোডের তারিখ: ০১/০৬/২০১৩