ক্যাসপারস্কি এন্টিভাইরাস (KASPERSKY ANTI-VIRUS) শুধু মাত্র আপনার কম্পিউটারে লুকিয়ে থাকা Virus গুলো ধ্বংস করতে পারে আর ইন্টারনেট সিকিউরিটি (KASPERSKY INTERNET-SECURITY) এটি দিয়ে আপনার কম্পিউটারের ভাইরাস ধ্বংস করে এবং সাথে সাথে আপনি ইন্টারনেটে যেন কোন প্রকার ভাইরাস দ্বার আক্রান্ত না হন সে দিকে খেয়াল রাখে ।
KASPERSKY INTERNET-SECURITY এন্টিভাইরাস ইন্টারনেট সিকিউরিটি এর জন্য সবচেয়ে অধিক ব্যবহার করা হয়। ফ্রীতে KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS এর লাইসেন্স কী(key) । যার ফলে টাকা দিয়ে এন্টিভাইরাস কেনার কোন প্রয়োজন নেই। ফ্রী তেই পাচ্ছেন ফুল পিসির নিরাপত্তা।
আপনার পুরাতন লাইসেন্স টিকে ডিলেট করে নতুন করে আবার আজকের লাইসেন্স টি দিয়ে এক্টিভেট করে নিন । কারণ রেগুলার আপডেট দেয়ার ফলে আপনার আগের লাইসেন্সটি যখন তখন ব্লক করে দিতে পারে, তাই আপনার লাইসেন্স ব্লক করার আগেই আপনি এটিকে ডিলেট করে আজকের নতুন লাইসেন্স গুলোর যে কোন একটি দিয়ে আবার এক্টিভেট করে নিন।
করণীয় কাজ সমূহ :
আর যাদের সেটআপ দেয়া আছে তারা শুধু এর লাইসেন্স কী (rar-file) ডাউনলোড করে নিন । CLICK HERE FOR DOWNLOAD (129 KB)
-
ডাউনলোডকৃত Rar file টিকে Winrar দিয়ে Extract করে নিন ।
-
ইন্টারনেট কানেকশন অফ করে নিন ।
-
আপনার পুরাতন লাইসেন্স কী ডিলেট দিন ।
-
আপনার ডাউনলোডকৃত নতুন লাইসেন্স কী থেকে একটি দিয়ে একটিভ করে নিন ।
-
KASPERSKY এর 2013, 2012, 2011, 2010 এর Activision এর ধরণ একেক রকম। তাই ডাউনলোড ফাইলে একটি Activation Method for 2013, 2012, 2011, 2010 (notepad) নামের GUIDE দেয়া আছে নতুনদের জন্য ।
যারা নতুন তারা অব্যশই একটিভেট করার পরে আপডেট দিয়ে সম্পূণ কম্পিউটার একবার Full Scan করবেন তারপর যদি ভাইরাস থাকে তাহলে এটি নিজে নিজে ভাইরাস এর জীবাণু দূর করবে অথবা ভাইরাস ডিলেট দিবে । আর যে কোন এন্টিভাইরাস এর ভাল সুবিধা পেতে অব্যশই আপডেট দিতে হয় । তাই আপনিও আপডেট দিন সপ্তাহে একবার। আর ইন্টারনেট অ্যাক্টিভ থাকলে অটো আপডেট নিয়ে নেবে।
আপলোডের তারিখ: ২২/০৫/২০১৩