মোবাইল ফোনের ভুলে যাওয়া গোপন কোড নম্বর উদ্ধার করতে সিকিউরিটি কোড রিডার নামের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি চালু করে লক হওয়া মোবাইল ফোন ডাটা কেবল বা ইউএসবি ক্যাবলের সাহায্যে পিসির সঙ্গে সংযুক্ত করতে হবে।
এখন উইন্ডোর ওপরের দিকে সেটিংস অপশনে দেখা যাবে। এখানে phone type-এর ঘরে ফোনের মডেলটি বাছাই করে দিতে হবে এবং connection type-এর ঘরে অপশনটি com/usb cable প্লেস করে দিতে হবে। সবশেষে নিচের দিকের read বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভুলে যাওয়া কোডটি Security Code-এর ঘরে চলে আসবে।