সেন্টার ফর এশিয়ান আর্টস এন্ড কালচার একটি অনানুষ্ঠানিক শিক্ষা এবং গবেষণামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এশীয় শিল্প এবং সংস্কৃতি সভা নামেও পরিচিত। এ সংগঠনটি আত্মপ্রত্যয়, গঠনমূলক সামাজিক সমালোচনা এবং শিল্পকলায় সৃজনশীলতার উপর গুরুত্ব দিয়ে থাকে। অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই সংগঠনের বিশেষত্ব হচ্ছে তত্ত্বীয় সামর্থ্য; এর উদ্দেশ্য বাংলাদেশে জনগনের অধিকার রক্ষা, নারীর বৈশ্বিক অধিকারের প্রচারনা, জাতীয় মুক্তি আন্দোলন এবং জাতীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করা।
ঠিকানা এবং অবস্থান
সেন্টার ফর এশিয়ান আর্টস এন্ড কালচার
৫/২, ব্লক এ, লালমাটিয়া, ঢাকা।
ফোন: ৯৬৬৮৩৭৭
ইমেইল: [email protected]
ভাষা শিক্ষা কোর্স
এখানে ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে জার্মানী এবং চীনা ভাষা শিক্ষার কোর্স করানো হয়। ভাষা শিক্ষা কোর্সের মেয়াদ ৩ মাস।
ভাষার নাম
|
কোর্স ফি
|
জার্মানী ভাষা
|
১০,০০০ টাকা
|
চীনা ভাষা
|
১০,০০০ টাকা।
|
সংস্কৃতি প্রশিক্ষন কোর্স
এখানে নৃত্য, সুর করা, সংগীত, গিটার, কিবোর্ড এবং চিত্রাঙ্কন ইত্যাদি প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।
প্রশিক্ষনের বিষয়বস্তু
|
কোর্স ফি
|
বাংলাদেশী নৃত্য (১ বছর মেয়াদী)
|
২০,০০০ টাকা।
|
ভারতীয় ক্ল্যাসিকাল নৃত্য (১ বছর মেয়াদী)
|
২৫,০০০ টাকা।
|
গিটার (৬ মাস মেয়াদী)
|
২০,০০০ টাকা।
|
আর্ট (৬ মাস মেয়াদী)
|
১,৫০০ টাকা।
|
চায়না কুংফু (৬ মাসে মেয়াদী)
|
২০,০০০ টাকা।
|
অডিটোরিয়াম
এখানে ৩০০ লোকের ধারনক্ষমতা সম্পন্ন একটি অডিটোরিয়াম রয়েছে। অডিটোরিয়ামে চলচ্চিত্র, সংগীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, মিলাদ-মাহফিল ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে। অডিটোরিয়ামের দৈনিক ভাড়া ১০,০০০ টাকা। অডিটোরিয়াম ভাড়া করতে অফিসে যোগাযোগ করতে হয়।
লাইব্রেরী
|
চলচ্চিত্র প্রদর্শনী
|
এখানে লাইব্রেরীতে বিভিন্ন ভাষায় রচিত সাহিত্য, প্রবন্ধ, উপন্যাস সহ অনেক বই রয়েছে। এছাড়া গবেষণামুলক বই এবং ম্যাগাজিন ও পত্রিকা রয়েছে। এখানে বসে পড়ার ব্যবস্থা রয়েছে।
|
এখানে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। এখানে নিয়মিত চীনা, বাংলা, জার্মানী ও ইংরেজী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
|
নিরাপত্তা ব্যবস্থা
প্রতিষ্ঠানের সদর দরজায় প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। কোন সদস্য ভেতরে প্রবেশ করার সময় তাকে খাতায় নাম স্বাক্ষর করতে হয়। বের হওয়ার সময় তদ্রুপ স্বাক্ষর করে বের হতে হয়। এছাড়া ফায়ার এক্সটিংগুইশার এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে স্মোক ডিটেক্টর যন্ত্র।
আপডেটের তারিখ - ২ জুন ২০১৩