নিজের ভাষায় শুদ্ধ উচ্চারণে কথা বলতে না পারাটা দুঃখজনক। শুদ্ধ উচ্চারণে কথা বললে সেটি যতটা মধুর শোনায় অশুদ্ধ উচ্চারণে কথা বললে সেটি ততটাই বাজে শোনায়।
অশুদ্ধ উচ্চারণে কথা বলার কারণ হতে পারে দু’টি। একটি উচ্চারণ না জানা, অন্যটি শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে বাগযন্ত্রের জড়তা। উচ্চারণ না জানার সমস্যাটি উচ্চারণ শিখে দ্রুত কাটিয়ে ওঠা যায়। কিন্তু বাগযন্ত্রের সীমাবদ্ধতা ও অনঅভ্যস্ততার কারণে উচ্চারণের যে ত্রুটি সেটা কাটিয়ে ওঠা সময়সাপেক্ষ এবং যথেষ্ট অনুশীলনের প্রয়োজন হয়। এসব অনুশীলন প্রাপ্ত বয়সেও করা যায় তবে শিশু বয়সেই শুদ্ধ উচ্চারণের চর্চাটা করাতে পারলে সেটা অনেক বেশি সুবিধাজনক ও কার্যকরী হয়।
ঢাকায় উচ্চারণ শেখানোর জন্য বেসরকারী উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে কয়েকটি কেবল শিশুদের জন্য। অদ্রি সে রকম একটি প্রতিষ্ঠান। ২০০৩ সালে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়। এখানে শিশুদের বাংলা প্রমিত উচ্চারণ শেখানো ও উচ্চারণ জড়তা দূর করার পাশাপাশি উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, গল্পবলা ও আবৃত্তির ওপর চার থেকে ছয় মাস মেয়াদী বিভিন্ন কোর্স করানো হয়। বই, নোটবুক, ফাইল, ব্যাগসহ সকল প্রশিক্ষণ উপকরণ এখান থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। প্রশিক্ষণ শেষে অদ্রির পক্ষ থেকে সনদ দেয়া হয়। প্রতি কোর্সে আসন সংখ্যা ২০টি এবং কোর্স ফি ৪,০০০ টাকা।
অফিসের ঠিকানা:
১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা।
মোবাইল ফোন: ০১৭১১-৪০৭৪৯৫, ০১৫৫৬-৩৩৯৫০৬
সাক্ষাতকার ও ভর্তি: সকাল ১০টা-সন্ধ্যা ৮টা (প্রতিদিন খোলা)
মহড়াকক্ষ-১
৪/এ, ইস্কাটন গার্ডেন (সুইড-বাংলাদেশ)
সাক্ষাতকার ও ভর্তি: প্রতি শুক্রবার সকাল ৮টা- বিকাল ৫ টা (প্রতিদিন খোলা)
ব্যাচ:
অদ্রির তিনটি শাখায় চারটি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হয়।
-
প্রতি শুক্রবার ৩:০০ টা-৫:০০ টা; ইস্কাটন গার্ডেন।
-
প্রতি শুক্রবার ৪:০০টা-৬:০০টা সুবহানবগ, ধানমন্ডি, ঢাকা
-
প্রতি শনিবার সকাল-১০টা-১২টা; আজিজ সুপার মার্কেট।
-
প্রতি শনিবার বিকাল ৩টা-৫টা; আজিজ সুপার মার্কেট।
বয়স ভিত্তিক দু’টি শাখা আছে এখানে। ৪ থেকে ৭ বছর বয়সীদের জন্য ক-শাখা এবং ৮ থেকে ১৩ বছর বয়সীদের জন্য খ-শাখা। ক-শাখার কোর্সগুলো ছয় মাস মেয়াদী এবং খ-শাখার কোর্সগুলো চার মাস মেয়াদী।
সময়সূচী:
খ-শাখা: প্রতি শুক্রবার (বিকাল ৪টা থেকে ৬টা) সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা।
খ-শাখা: প্রতি শুক্রবার (বাকাল ৩টা থেকে ৫টা) ৪/এ (সুইড-বাংলাদেশ), ইস্কাটন গার্ডেন।
ক-শাখা: প্রতি শনিবার (সকাল ১০ টা থেকে ১২ টা) ১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা।
খ-শাখা: প্রতি শনিবার (বিকাল ৩:০০ টা থেকে ৫:০০ টা) ১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা।
অদ্রির প্রশিক্ষণ পদ্ধতি
-
২০ মিনিটে হাততালি দিয়ে ছড়া,
-
১০ মিনিট ইংরেজি অনুশীলন
-
৩০ মিনিট প্রমিত উচ্চরণ নিয়ে আলোচনা
-
৩০ মিনিট ইলেক্ট্রনিক যন্ত্রে পাঠ অনুশীলন
-
৩০ মিনিট অভিনয়, আবৃত্তি, গল্পবলা, উপস্থাপনা ও খবর পাঠ অনুশীলন।
আদ্রি’র বৈশিষ্ট্য
-
বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা।
-
ইলেক্ট্রনিক যন্ত্রে বাংলা খবর পাঠে অনুশীলন।
-
উপস্থাপনা, অভিনয় ও অভিনয় কলা-কৌশল।
-
উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও গল্পবলা।
-
সুস্থ-সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে গভীর আন্তরিকতার সাথে শিক্ষাদান।
-
রেডিও-ইলেক্ট্রনিক যন্ত্রের সাহায্যে নিয়মিত কন্ঠস্বর ধারণ ও প্রমিত উচ্চারণ অনুশীলন।
-
ক্লাসে সময়মত উপস্থিতি, প্রমিত উচ্চারণ ও তাৎক্ষণিক পরিবেশন দক্ষতার ভিত্তিতে বেতার/টেলিভিশন মিডিয়াতে অনুষ্ঠানের সুযোগ।