বর্তমানে সম্ভাবনাময় পেশা প্রকল্প ব্যবস্থাপক। এ পেশায় ক্যারিয়ার গড়তে হলে প্রয়োজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদ। এই সনদ প্রদান করে আমেরিকার পেনসিলভানিয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)। ১৯৬৯ সালে এই প্রতিষ্ঠানের জন্ম হলেও বাংলাদেশ এর কার্যক্রম শুরু হয় ২০০৮ সাল থেকে। বর্তমানে বিশ্বে ১৮৫ টি দেশ থেকে পিএমপি পরীক্ষায় অংশগ্রহনের ব্যবস্থা চালু রয়েছে।
ঠিকানা
পিএমআই বাংলাদেশ
বাসা# ৫৮, রোড# ১৫/এ (নতুন), ধানমন্ডি, ঢাকা- ১২০৯
কাজের ক্ষেত্র
-
মানবসম্পদ ব্যবস্থাপনা
-
প্রোডাক্ট ডেভোলপমেন্ট বা পণ্য উন্নয়ন
-
বেসরকারী প্রতিষ্ঠান
-
বহুজাতিক কোম্পানী
-
টেলিযোগাযোগ ও সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তি
-
ব্যাংকিং খাত
পিএমপি সনদ পরীক্ষায় অংশগ্রহণের নানাদিক
-
যোগ্যতাঃ স্নাতক/ গ্র্যাজুয়েট
-
অভিজ্ঞতাঃ
প্রকল্প ব্যবস্থাপনার উপর তিন বছরের অভিজ্ঞতা।
|
গ্র্যাজুয়েট হলে চার হাজার ৫০০ ঘন্টা কাজ করার অভিজ্ঞতা ও ৩৬ ঘন্টার প্রশিক্ষণ।
|
নন গ্র্যাজুয়েটদের জন্য সাড়ে সাত হাজার কর্মঘন্টার অভিজ্ঞতা ও ৩৬ ঘন্টার প্রশিক্ষণ।
|
-
আবেদনঃ প্রয়োজনীয় তথ্য ও টাকা (সদস্যদের জন্য ৪০৫ ডলার আর সদস্য না হলে ৫৫০ ডলার) জমা দেওয়ার পর অনলাইনে আবেদন করতে হবে। আসন খালি থাকলে আবেদন পত্র গ্রহণ করা হবে। আবেদন পত্র গৃহীত হলে পরীক্ষার্থীর সুবিধামত পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হয়।
-
পিএমপি সনদ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ওয়েব সাইটটির ঠিকানা www.pmi.org
পরীক্ষা
ক) পরীক্ষাকেন্দ্রঃ আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন্দ্র, বনানী।
খ) পরীক্ষার নম্বরঃ ২০০ নম্বর।
গ) পরীক্ষার পদ্ধতিঃ এম সি কিউ
ঘ) পরীক্ষার সময়ঃ চার ঘন্টা।
ঙ) ফলাফলঃ পরীক্ষার নির্ধারিত পাস নম্বর নেই। তবে শতকরা ৭০ ভাগ নম্বর পেলে সেটাকে পাস নম্বর হিসেবে বিবেচনা করা হয়।
প্রশিক্ষণ গ্রহণ
পিএমপি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩৬ ঘন্টার প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা চাওয়া হয়। বর্তমানে দেশে প্রশিক্ষণের জন্য রয়েছে প্রথম আলো জবস ও বিডি জবস। প্রথম আলো বিডি জবস ৮ (আট) দিনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এখানে ২৫,০০০ টাকা প্রশিক্ষণ ফি দিতে হয়। এক্ষেত্রে তারা মোট ৪৮ ঘন্টার প্রশিক্ষণ দিয়ে থাকে।