যুক্তরাষ্ট্র প্রবাসী কিছু শিক্ষার্থীর উদ্যোগের ফল হচ্ছে জিআরই সেন্টার। প্রতিবছর বিপুল সংখ্যক বাইরের শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পায়; এখানে পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থাও রয়েছে। এজন্য যে কেবল পরীক্ষায় ভালো ফলই প্রয়োজন তা নয়, যুক্তরাষ্ট্রের শিক্ষা পদ্ধতিতে অভ্যস্ত হওয়ারও প্রয়োজন রয়েছে। এজন্য GRE/GMAT, TOEFL প্রভৃতি টেস্টে ভালো স্কোর থাকা জরুরি। যুক্তরাষ্ট্রে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের GRE, TOEFL প্রস্তুতিসহ বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করে জিআরই সেন্টার।
যোগাযোগ:
বাড়ি-২/১, ব্লক এ, লালমাটিয়া, ঢাকা।
(ধানমন্ডি বালক বিদ্যালয়ের বিপরীতে)
ফোন: ০১৯২১০৮০৮৪৮, ০১৭২০৫৫৭৪৮১
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.grecenter.net
গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন সংক্ষেপে GRE নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের এডুকেশনাল টেস্টিং সার্ভিস এই টেস্টে আয়োজন করে। ২০১১ সালে GRE টেস্টকে নতুনভাবে ঢেলে সাজানো হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি এবং বৃত্তির বিষয়টি GRE/GMAT স্কোরের মাধ্যমে নির্ধারিত হয়। এমনকি যেসব শিক্ষা প্রতিষ্ঠানে GRE স্কোর জরুরি নয় সেখানেও GRE স্কোর থাকলে অগ্রাধিকার দেয়া হয়।
বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর এমবিএ ভর্তি কিংবা বহুজাতিক কোম্পানীর নিয়োগ পরীক্ষায় GRE টেস্টের আদলে প্রশ্ন করা হয়।
সেবাগুলো:
-
GRE সেন্টারে নতুন পদ্ধতির GRE টেস্টের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
-
যুক্তরাষ্টের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সমস্ত তথ্যও এখান থেকে দেয়া হয়।
-
যে কেউ যেকোন বিষয়ে জানতে চেয়ে GRE সেন্টারের সাথে যোগাযোগ করলে তার জবাব দেয়া হয়।
-
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একসাথে কম খরচে আবেদনপত্র প্ররণের ব্যবস্থা করা হয়।
-
এছাড়া জিআরই সেন্টারে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার প্রয়োজনীয় বিভিন্ন তথ্যের পাশাপাশি ফ্রি বই ডাউনলোডের ব্যবস্থা রয়েছে।
GRE সেন্টারের GRE প্রিপারেশন কোর্স
-
মোট ৫০টি ক্লাশ নেয়া হয়।
-
অনলাইনে অতিরিক্ত ৫০টি ক্লাশ নেয়া হয়।
-
১০ টি মডেল টেস্ট নেয়া হয়।
-
টোফেলের প্রস্তুতির জন্য ৪টি ক্লাশ নেয়া হয়।
-
প্রতিটি ক্লাশের সময়কাল ৯০ মিনিট এবং সপ্তাহে মোট ৩টি ক্লাশ অনুষ্ঠিত হয়।
-
বিকাল এবং সন্ধ্যার জন্য আলাদা ব্যাচ আছে।
-
শিক্ষার্থীদের সফটওয়্যার এবং ই-বুক ফ্রি দেয়া হয়।
কোর্স ফি: ১২,০০০ টাকা
মেয়াদ: সাধারণভাবে কোর্সের মেয়াদ চার মাস, তবে কোন শিক্ষার্থী যদি মনে করে প্রস্তুতি পুরোপুরি হয়নি, তবে সে বিনামাশুলে কোর্স দীর্ঘায়িত করার সুযোগ পায়।
জিআরই সেন্টারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার খরচ:
যাওয়ার আগে
রেজিস্ট্রেশন, GRE, TOEFL, পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র পাঠানো, SEVIS ফি, ভিসা, বিমানভাড়া ও আনুষঙ্গিক কেনাকাটাসহ প্রায় ১,৬০,৭০০ টাকা।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর
থাকা, খাওয়া, যাতায়াত, স্বাস্থ্যবীমা, মোবাইল ফোন, ইন্টারনেটসহ অন্যান্য খরচ বিবেচনা করে প্রায় ৭৯০ ডলার।
তবে ভালো স্কোর থাকলে বছরে ১৮,০০০ ডলার পর্যন্ত বৃত্তি পাওয়া সম্ভব। ১৮,০০০ ডলারে ১৮০০ ডলার শুল্ক হিসেবে কেটে নেয়া নেয়া হয়। সব মিলিয়ে শিক্ষার্থীর হাতে বেশ কিছু উদ্বত্ত থাকার সম্ভাবনা রয়েছে।
আপলোড: ০১-০৮-১২