ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক প্রতিষ্ঠিত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৯৯৫ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে এখানে ইনষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (আইটিভেট)-এর যাত্রা শুরু হয়।
ঠিকানা ও অবস্থান
২০ তেজতুরী বাজার রোড (কারওয়ান বাজার), তেজগাঁও, ঢাকা-১২১৫ এই ঠিকানায় প্রতিষ্ঠানটি অবস্থিত। ফোন: ৯১২০২৪৮, ৯১৩০৬১৩, ৯১১৫৪৬১, এক্সটেনশন: ৫০১, ৭০২, ৪০১, ১০৮, ১০৩।
ভর্তির যোগ্যতা
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য অবশ্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন হতে হবে।
প্রত্যেক কোর্সের আসন সংখ্যা
কারিগরি বোর্ডের অধীনে এখানে সাতটি কোর্স চালু রয়েছে। ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার টেকনোলজি {সকাল – ৪০ জন,বিকাল – ৪০ জন (ব্যাচ)}, ডিপ্লোমা-ইন-সিভিল টেকনোলজি {সকাল – ৪০ জন, বিকাল – ৮০ জন (ব্যাচ)}, ডিপ্লোমা-ইন-কম্পিউটার টেকনোলজি {সকাল – ৪০ জন, বিকাল – ৮০ জন (ব্যাচ)}, ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল টেকনোলজি {বিকাল – ৮০ জন (ব্যাচ)}, ডিপ্লোমা-ইন-কেমিক্যাল টেকনোলজি {বিকাল – ৪০ জন (ব্যাচ)}, ডিপ্লোমা-ইন-টেলি কমিউনিকেশন টেকনোলজি {সকাল – ৪০ জন, বিকাল – ৮০ জন (ব্যাচ)}, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং {বিকাল – ৮০ জন (ব্যাচ)}।
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির সময় এস. এস. সি-র মূল মার্কসিট, প্রশংসাপত্র, ৩৮ মি: মি:× ৩৮ মি: মি: ৪ কপি সত্যায়িত ছবি শিক্ষার্থীকে অবশ্যই সাথে আনতে হবে।
কোর্সের মেয়াদ
উল্লেখিত যে কোন বিষয়ে ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৪ বছর। বছরে ২টি সেমিষ্টার। সর্বমোট ৮ সেমিষ্টার।
ভর্তি ফি ও অন্যান্য
ভর্তির সময় অন্যান্য ফিসহ প্রথম সেমিষ্টারের বেতন ১৪,৪২০ টাকা। বাকি ৭ সেমিষ্টারের জন্য প্রতি সেমিষ্টার ফি১৩,০০৫ টাকা। এছাড়া বোর্ড পরীক্ষার সময় প্রতি সেমিষ্টারের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি প্রদেয়।
সময়সূচী
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার।
বৃত্তি সুবিধা ও সনদ প্রাপ্তি
বৃত্তি সুবিধা রয়েছে। প্রথম সারির শিক্ষার্থীরা মেধানুসারে প্রতি সেমিষ্টারে বৃত্তি পেয়ে থাকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের যে কোন কোর্স সমাপ্তির পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আইটিভেট) থেকে পৃথক সনদপত্র প্রদান করা হয় আনুষ্ঠানিকতার সহিত।
ইন্টার্নির ব্যবস্থা
কোর্স শেষে প্রতিষ্ঠান কর্তৃক স্বনামধন্য ও সরকারি-বেসরকারি স্বায়ত্বশাসিত কলকারখানা, মিল, ফ্যাক্টরি অফিস ও উক্ত বিষয়ের উপর বিস্তর জ্ঞান লাভের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। ২-৩ মাসের ইন্টার্নি করার সময় শিক্ষার্থীরা কিছু ভাতা পেয়ে থাকে।
বিবিধ
প্রত্যেক ক্লাশরুম ও ল্যাবরেটরী রুম শীততাপ নিয়ন্ত্রীত।লোডশেডিং এর সময় নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদুৎ সরবরাহ শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থা সচল রাখা হয়।
প্রত্যেক তলাতে পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা রয়েছে এবং অগ্নি কান্ডের সময় ভবন থেকে দ্রুত বিকল্প পথে বের হওয়ার জন্য Fire Exit এর ব্যবস্থা রয়েছে।