রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ০১ মিনিটে শুরু হবে। চলবে ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
আবেদনকারীকে টেলিটক মোবাইল ফোন থেকে SMS করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হবে। এবারই প্রথম শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। ফলে ভর্তি পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের কোনো মূল্যই থাকছে না।
এবছর বিশ্ববিদ্যালয়ের সব অনুষদকে আটটি ইউনিটের অধীনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ইউনিটে আবেদন ফি ন্যূনতম ২৫০ টাকা ও প্রতিটি বিভাগের জন্য ৫০ টাকা ধরে ইউনিট ফি নির্ধারন করা হয়েছে।
আবেদনকারীর যোগ্যতা:
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসএসসি / সমমান এবং ২০১২ ও ২০১৩ সালের এইচএসসি / সমমান, আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি), ডিপ্লোমা-ইন-এগ্রিচালচার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভকেশনাল) ও এইচএসসি (ভকেশনাল), O লেভেল ও A লেভেল এবং অন্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
মানবিক শাখা থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫ সহ মোট জিপিএ- ৭.৫ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৪.০০ সহ মোট জিপিএ-৮.৫ পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ-৮.০০ পেতে হবে। GCE-i O লেভেল এবং A লেভেল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীকে O লেভেলে পাঁচটি বিষয়ে এবং A লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম B পেতে হবে এবং উভয় লেভেলে সাতটির মধ্যে চারটি বিষয়ে B ও তিনটি বিষয়ে কমপক্ষে C পেতে হবে। ভর্তি পরীক্ষায় তাদের পৃথক প্রশ্নপত্র হবে।
আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া ইউনিট / বিভাগ কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।
বাংলা ও ইংরেজি বিষয়ে ভর্তিচ্ছুদের MCQ পদ্ধতিতে পরীক্ষা ছাড়াও অতিরিক্ত লিখিত পরীক্ষা দিতে হবে। চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিষয়ে MCQ ছাড়াও অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল অতিরিক্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবে।
এ ছাড়াও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: