ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (দীপ্তি)-ভর্তি বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (দীপ্তি)বিভিন্ন প্রফেশনাল কোর্সে ১৯তম ব্যাচে ২০১২ সেশনে ছাত-ছাত্রী ভর্তি শুরু করেছে।
কোর্সগুলো হল: ডিপ্লোমা ইন-আর্কিটেক্সারাল ভিজ্যুয়ালাইজেশন, ডিপ্লোমা-ইন-থ্রীডি-এনিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স এবং ডিপ্লোমা-ইন ইন্টেরিয়র ডিজাইন।
এছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদি থ্রীডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্লাস, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এর ওপর সার্টিফিকেট কোর্স।
ন্যূনতম এসএসসি পাস যে কোন বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। মেয়েদের জন্য ২৫% ছাড় রয়েছে। আগ্রহী প্রার্থীদের ইন্সটিটিউটের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।
যোগাযোগ: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (দীপ্তি), ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫।
ফোন: ০১৭১৩-৪৯৩২৩৩, ০১৭১৩-৪৯৩২৬৭, ৯১৩৪৬৯৫, ওয়েব: www.dipti.com.bd
০৬ মে, ২০১২