২০১৪ সালের একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য জানতে
২০১২-২০১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি
ওয়াই ডব্লিউ সিএ গার্লস স্কুল এন্ড কলেজে ১ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এটি ২০০২ সালে যাত্রা শুরু করে।
অবস্থান
ল্যাব এইডের পূর্ব প্রান্ত থেকে ৬০ গজ উত্তরে রাস্তার পূর্ব দিকে ওয়াই ডব্লিউ সি এ গার্লস স্কুল এন্ড কলেজের অবস্থান।
ঠিকানা
১০-১১, গ্রীন স্কোয়ার, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৫
ফোন: ০২- ৮৬১৫৩৪২
ভর্তি প্রক্রিয়া
-
এখানে প্লে শ্রেণীতে ভর্তি করা হয় এবং ছাত্রীর বয়স কমপক্ষে ৩ বছর হতে হয়।
-
বুথ তৈরী করে ফরম বিক্রি করা হয়। ফরমের মূল্য ৩০০ টাকা। ফরম পূরন করে বুথেই জমা দিতে হয়। ভর্তির সময় যাবতীয় কাজের জন্য এই বুথগুলো তৈরী করা হয়।
-
ভর্তি নেয়া হয় লটারীর মাধ্যমে।
-
ভর্তির ক্ষেত্রে কোন প্রকার কোটা বরাদ্দ থাকে না।
-
ফলাফল নোটিশ বোর্ডে পাওয়া যায়।
-
ভর্তি বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে পাওয়া যায়।
-
প্লে শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়।
ভর্তি ফি ও মাসিক বেতন
-
ভর্তি ফি ৫,০০০ টাকা।
-
মাসিক বেতন প্লে থেকে পঞ্চম- ৫০০ টাকা, ষষ্ঠ থেকে দশম- ৯০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ ১,০০০ টাকা।
বেতন পরিশোধ
৩য়-১০ম শ্রেণী
-
প্রতি মাসের ১-১২ তারিখে, সকাল ১০-১২ টা পর্যন্ত বেতন গ্রহণ করা হয়।
-
বেতন অগ্রিমও দেওয়ার ব্যবস্থা রয়েছে।
-
বেতনের নির্ধারিত পরিমাণ টাকা অবশ্যই ভাংতি দিতে হয়।
-
বকেয়া বেতনের জন্য পরবর্তী মাসের বেতনের সঙ্গে ২০ টাকা জরিমানা দিতে হয়।
-
পর পর তিন মাসের বেতন বাকী থাকলে রেজিস্টার থেকে নাম কেটে দেওয়া হয়। পুনরায় নাম তুলতে এক মাসের বাড়তি বেতন (প্লে-৫ম ৮০০ টাকা, ৬ষ্ঠ-১০ম ৯০০ টাকা দিতে হয়)
-
প্রতি সাময়িক পরীক্ষার পূর্বে ঐ মাসের বেতন, নভেন্বর মাসের নির্ধারিত তারিখের মধ্যে ডিসেম্বর পর্যন্ত বেতন পরিশোধ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
একাদশ শ্রেণী
-
ভর্তির সময় ভর্তি ফি ও জুলাই-সেপ্টেম্বর ৩ মাসের বেতন একত্রে পরিশোধ করতে হয়।
-
অক্টোবর, জানুয়ারি ও এপ্রিল মাসের ১-১০ তারিখ, সকাল ১০-১২ টারন মধ্যে একত্রে ৩ মাসের বেতন পরিশোধ করতে হয়।
দ্বাদশ শ্রেণী
-
১১শ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত পুন: ভর্তি ফি ও ৬ মাসের বেতন (জুলাই-ডিসেম্বর) দিয়ে ১২শ শ্রেণীতে ভর্তি হতে হয়।
-
১২শ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার পূর্বে ৬ মাসের (জানুয়ারি-জুন) বেতন পরিশোধ করতে হবে।
-
ফরম ফিল-আপ এর পূর্বে নির্ধারিত ফি পরিশোধ করতে হয়।
লাইব্রেরী
-
লাইব্রেরী ২য় তলার ২০১ নম্বর রুমে অবস্থিত। এখানে পাঠ্য পুস্তক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ইত্যাদি বই রয়েছে। এখানে এক হাজারটি বই রয়েছে।
-
লাইব্রেরী ব্যবহারের জন্য লাইব্রেরী কার্ড করতে হয়। লাইব্রেরীর বই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই।
ক্যান্টিন
-
ক্যান্টিন এর অবস্থান স্কুলের মূল ফটকের দক্ষিণ ক্যান্টিনটি সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
শিক্ষক
-
এখানে মোট ১০০ জন শিক্ষক রয়েছেন।
-
স্থায়ী শিক্ষক ৯৭ জন।
-
অস্থায়ী শিক্ষক ৩ জন।
-
এখানের সকল শিক্ষক বি.এড.এম.এড. করেছেন।
প্রাথমিক চিকিৎসা
-
স্কুলে এসে শিক্ষার্থীরা অসুস্থ হলে নিচ তলায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিক্ষার্থীদের সেবা প্রদানে এক জন ডাক্তার এবং একজন নার্স রয়েছেন।
পরিবহন ব্যবস্থা
-
ওয়াই ডব্লিউ সিএ গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়া করার জন্য নিজস্ব কোন পরিবহন ব্যবস্থা নেই।
স্কুলের সময়সূচী
স্কুলে প্রবেশ
|
এসেম্বলি
|
ছুটি
|
সকাল ১১.২৫ থেকে ১১.৪০ মিনিট
|
সকাল ১১.৪৫ মি.
|
৩য়-৫ম, ১১শ ও ১২শ শ্রেণী: ৪.১৫ মি. ৬ষ্ঠ-১০ম শ্রেণী: ৪.৪৫ মি.
|
-
ব্যবহারিক ক্লাসের সময় উল্লেখিত সময়ের অন্তর্ভুক্ত নয়।
-
অভিভাবকগণকে শিক্ষার্থীদের গেটের ভিতর পৌঁছে দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করতে হয়।
-
ছুটির ১৫ মিনিটের মধ্যে শিক্ষার্থীরা অভিভাবকের সাথে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করতে হয়।
-
কোন শিক্ষার্থী অভিভাবক ছাড়া গেটের বাইরে যেতে পারে না। গেটের বাইরে কোন সমস্যায় স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকে না।
অনুপস্থিত ও বিশেষ ছুটি
-
গ্রহণযোগ্য কারণ ব্যতীত কর্তৃপক্ষকে না জানিয়ে পর পর তিন দিন অনুপস্থিত থাকা যায় না।
-
৩ দিনের অধিক ছুটি প্রয়োজন হলে অভিভাবক অবশ্যই পূর্বে লিখিতভাবে শ্রেণী শিক্ষককে কারণ জানাতে হয়।
-
ক্লাস চলাকালীন সময়ে কোনভাবেই ছুটি দেওয়া হয় না।
বিদ্যালয়ের বিশেষ কার্যক্রম
-
বিজ্ঞান, বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক ক্লাবের বিভিন্ন কার্যক্রম
-
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও “গার্ল অব দি ইয়ার” পদক প্রদান
-
বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া ও অন্যান্য কার্যক্রম
-
বার্ষিক শিক্ষাসফর, সংবর্ধনা, নবীন বরণ, বিদায় ও বিশেষ দিবস পালন
-
বিদ্যালয়ের দেয়াল পত্রিকা ও বার্ষিক প্রকাশনা
-
গার্লস গাইড হলদে পাখি
-
হস্তশিল্প প্রদর্শনী
-
মুক্তিযুদ্ধ যাদুঘরের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ
-
বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হয়।
-
স্কুল কর্তৃপক্ষ কোন প্রকার বই বা খাতা বিক্রি করে না এবং এর বই বা খাতা ক্রয়ের নির্দিষ্ট কোন দোকান নেই।
সাক্ষাতের সময়সূচি
-
অধ্যক্ষার সাথে- (সাক্ষাতের জন্য অভিভাবকগণকে স্কুলের নির্দিষ্ট ফরম পূরণ করতে হয়)
-
প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার ৩ টা থেকে ৪ টা পর্যন্ত
শিক্ষকদের সাথে
-
৩য়-৫ম শ্রেণী- মাসের ১ম ও ৩য় বুধবার বিকাল ৪.১৫ মিনিট থেকে ৫ টা পর্যন্ত
-
৬ষ্ঠ ও ১০ম শ্রেণী- মাসের ১ম ও ৩য় বুধবার বিকাল ৪.৪৫ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট
ড্রেসকোড
-
৩য়- ৫ম শ্রেণী- সাদা শার্ট ও স্কুলের নির্ধারিত ডিজাইনের টিউনিক।
-
৬ষ্ঠ-১২শ শ্রেণী- সাদা সালোয়ার, সাদা ওড়না ও স্কুলের নির্ধারিত ডিজাইনের কামিজ।
-
সাদা মোজা, কালো জুতা (সামনে বেল্ট দেওয়া)
-
শীত কালে নেভী ব্লু কার্ডিগান।
-
কানের উপর পর্যন্ত চুল রাখতে হয় অথবা কালো ক্লিপ ও সাদা ফিতা দিয়ে দুটো ঝুটি বা বিনুনী বাঁধতে হয়।
-
স্কুলের যে কোন প্রয়োজনে অবশ্যই ইউনিফরম ব্যবহার ছবি (বিনুনী পিঠের উপর থাকবে) জমা দিতে হয়।
আপলোডের তারিখ: ১১ মে, ২০১২