সানিডেল স্কুলে ইংরেজী মাধ্যম শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এই স্কুলটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
শাখা
সানিডেল স্কুলের বর্তমানে তিনটি শাখা রয়েছে। এই শাখাগুলো ধানমন্ডিতে অবস্থিত।
বাড়ী# ৩৪, রোড# ৭, ধানমন্ডি
ফোন- ৮১৫৩৯৬৯, ৮১৫৬৪৮৬, ৯১১৮০৫৬, ৯১১০২৪০
ই-মেইল- [email protected], [email protected]
বাড়ী# ৬৬, রোড# ১১/এ, ধানমন্ডি
বাড়ী# ১০, রোড# ১৩, ধানমন্ডি
সাপ্তাহিক ছুটি
-
শুক্রবার ও শনিবার সানিডেল স্কুলের শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটি থাকে।
ভর্তি প্রক্রিয়া
-
সিনিয়র সেকশনেই ভর্তির যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে।
-
সানিডেল স্কুলে ভর্তি হতে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয়।
-
ভর্তি ফরম সিনিয়র সেকশন থেকে সংগ্রহ করে পূরণ করার পর তা অভিভাবককেই জমা দিতে হয়।
-
সকল শ্রেণীর ভর্তি ফরমের মূল্য একই। ভর্তি ফরমের মূল্য ২০০ টাকা।
-
ভর্তি পরীক্ষার সিলেবাস, সময়সূচী ও অন্যান্য নির্দেশনাবলী ভর্তি ফরমের সাথে সংযুক্ত করে দেওয়া হয় ও নোটিশ বোর্ডে জানিয়ে দেয়া হয়।
-
ভর্তির ক্ষেত্রে কোন কোটার ব্যবস্থা নেই। ভর্তি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
-
প্লে গ্রুপ, নার্সারী, কেজি-ওয়ান, কেজি- টু, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।
-
ষষ্ঠশ্রেণীর জন্য পঞ্চম শ্রেণীর সমাপনীর নম্বর পত্র।
-
এ-লেভেল এর জন্য ও লভেল এর নম্বর পত্র।
-
এছাড়া সব শ্রেণীর জন্যই ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্বের স্কুলের প্রশংসা পত্রের ফটোকপি।
ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স
শ্রেণীর নাম
|
বয়স
|
প্লে গ্রুপ
|
৩ বছর
|
নার্সারী
|
৪ বছর
|
কেজি-ওয়ান
|
৫ বছর
|
কেজি-টু
|
৬ বছর
|
প্রথম শ্রেণী
|
৬/৭ বছর
|
২য় শ্রেণী
|
৭ বছর
|
তৃতীয় শ্রেণী
|
৮ বছর
|
চতুর্থ শ্রেণী
|
৯ বছর
|
পঞ্চম শ্রেণী
|
১০ বছর
|
ষষ্ঠ শ্রেণী
|
১১ বছর
|
সপ্তম শ্রেণী
|
১২ বছর
|
ও লেভেল
|
১৩ বছর
|
এ লেভেল
|
১৬-১৭ বছর
|
ভর্তি ফি ও মাসিক বেতন
শ্রেণীর নাম
|
ভর্তি ফি
|
মাসিক বেতন
|
প্লে গ্রুপ
|
১৫,০০০
|
৫০০
|
নার্সারী
|
১৫,০০০
|
৫০০
|
কেজি-ওয়ান
|
১৫,০০০
|
৫০০
|
কেজি-টু
|
১৫,০০০
|
৫০০
|
প্রথম শ্রেণী
|
১৭,০০০
|
৭০০
|
দ্বিতীয় শ্রেণী
|
১৭,০০০
|
৭০০
|
তৃতীয় শ্রেণী
|
১৭,০০০
|
৭০০
|
চতুর্থ শ্রেণী
|
২০,০০০
|
১,০০০
|
পঞ্চম শ্রেণী
|
২০,০০০
|
১,০০০
|
ষষ্ঠ শ্রেণী
|
২২,০০০
|
১,০০০
|
সপ্তম শ্রেণী
|
২২,০০০
|
১,২০০
|
ও লেভেল
|
২৫,০০০
|
১,৫০০
|
এ লেভেল
|
৩০,০০০
|
২,০০০
|
বই খাতা
-
বইখাতা স্কুল থেকে সরবরাহ করা হয়। বইখাতার জন্য আলাদা ফি দিতে হয়।
-
বইখাতা স্কুলের অফিস থেকে সংগ্রহ করতে হয়।
ড্রেসকোড
৭ম থেকে ‘এ’ লেভেল
ছাত্রীদের জন্য
-
সাদা কামিজ, কামিজের উপরে নেভি ব্লু রং এর স্কার্ট।
-
নেভি ব্লু রং এর সালোয়ার
-
সাদা জুতা (কেডস্)
ছাত্রদের জন্য
-
সাদা শার্ট
-
নেভি ব্লু প্যান্ট
-
সাদা কেডস
১ম থেকে ৬ষ্ঠ শ্রেণী
ছাত্রীদের জন্য
-
সাদা সালোয়ার
-
আকাশী কামিজ
-
সাদা কেডস্
ছাত্রদের জন্য
-
সাদা শার্ট
-
নেভি ব্লু প্যান্ট
-
সাদা কেডস
প্লে থেকে কেজি-টু শ্রেণী
ছাত্রদের
-
সাদা শার্ট
-
নেভি ব্লু রং এর হাফ প্যান্ট
-
সাদা জুতা ও মোজা
ছাত্রীদের
-
সাদা কামিজ, উপরে নেভি ব্লু হাফজামা
-
নেভি ব্লু হাফ প্যান্ট
-
সাদা জুতা ও মোজা
শিক্ষক
-
শিক্ষার্থীদের পাঠদানের জন্য ২০ জন স্থায়ী শিক্ষক রয়েছেন।
ক্লাস সময়
-
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
-
প্রতিটি ক্লাসের ব্যপ্তিকাল ৪৫ মিনিট করে হয়ে থাকে।
স্কুল ভবন
-
স্কুলে পাঠদান কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ২ তলা বিশিষ্ট দুটি ভবন রয়েছে।
-
শিক্ষার্থীদের পাঠদানের জন্য ২২ টি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৫টি রুম রয়েছে।
পরিবহন
-
নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকলেও ব্যক্তি মালিকানায় পরিচালিত ৬ টি রিকশা ভ্যান রয়েছে। ভ্যানগুলো প্লে থেকে কেজি টু শিক্ষার্থীদের আনা নেওয়া করে থাকে।
লাইব্রেরী
-
স্কুলে লাইব্রেরী না থাকলেও সেমিনার রুমে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই সহ অন্যান্য আরো অনেক ধরনের বই রয়েছে।
মূল্যায়ন পত্র
-
শিক্ষার্থীদের পরীক্ষায় মূল্যায়নপত্র ডাকের মাধ্যমে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়।
বিবিধ
-
স্কুলে এসে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকলেও দ্রুত পাশ্ববর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
-
নিয়মিত শিক্ষা সপ্তাহের ব্যবস্থা করা হয়ে থাকে।
-
স্কুল পরিচালনায় ম্যানেজিং কমিটি রয়েছে।
-
শিক্ষার্থীদের প্রতিদিন এসেম্বলীতে অংশগ্রহণ করতে হয়।
-
শিক্ষার্থীদের চিত্রাংকন শেখানোর ব্যবস্থা রয়েছে।
-
খেলাধূলা ও অন্যন্য বিনোদন মূলক কার্যক্রম অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে।
-
এই স্কুলে স্কাউট দল রয়েছে।
-
স্কুলের নিজস্ব মাঠ না থাকলেও স্কুল ভবনের সামনে ছোট একটি প্লে গ্রাউন্ড রয়েছে।