অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ১৯৮৭ সালে যাত্রা শুরু করে। এই স্কুলে শিক্ষার্থীদের ইংরেজী মাধ্যমে পড়া শোনা করানো হয়।
অবস্থান
ধানমন্ডি ২৭ রাপা প্লাজা শপিং মলের মোড় থেকে ২০০ গজ পশ্চিমে রাস্তার উত্তর পাশে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অবস্থান।
ঠিকানা
হাউজ নং- ৩৪, রোড নং- ২৭, (পুরাতন), ১৬ (নতুন)
ধানমন্ডি, ঢাকা।
ফোন: ৯১১৫৩৯২, ৯১৪৫৫৬০, ৯১২৪১০৮
ফ্যাক্স: ৯১১৭২৭৫
ই-মেইল: [email protected]
ওয়েব- www.oisbd.net
ভর্তি প্রক্রিয়া
-
এই স্কুলে প্লে গ্রুপ থেকে এ. লেভেল পর্যন্ত ভর্তি করানো হয়।
-
তবে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নিয়মিত শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে এ লেভেল পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়।
-
প্লে গ্রুপ ও নার্সারীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
-
অন্যান্য শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়।
-
ভর্তি পরীক্ষার ফরম স্কুলের অফিস থেকে সংগ্রহ করা যায় অথবা স্কুলের নিজস্ব ওয়েব সাইট www.oisbd.net থেকেও ডাউন লোড করা যায়।
-
অফিস অথবা ওয়েবসাইট থেকে ভর্তি ফরম সংগ্রহ করে নির্ভূলভাবে পূরনকৃত ফরম স্কুলের অফিসে জমা দিতে হয়।
-
ভর্তি পরীক্ষা কি কি বিষয়ে নেয়া হয় তা ভর্তি ফরমে উল্লেখ করা হয়ে থাকে।
-
আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়।
-
ভর্তি পরীক্ষার ফলাফল স্কুলের নোটিশ বোর্ডে নিজস্ব ওয়েব সাইটে ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়ে থাকে।
-
ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
-
শিক্ষার্থীর ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষার্থীর মায়ের ও বাবার পাসপোর্ট সাইজের ১ কপি করে ছবি।
-
আবেদনকারীর জন্ম নিবন্ধন
-
আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি
পূর্বের স্কুলের রিপোর্ট কার্ডের ফটোকপি এবং প্রশংসা পত্র।
ভর্তি ফি
শ্রেণী
|
ভর্তি ফি
|
মাসিক বেতন
|
বয়স
|
প্লে গ্রুপ
|
১৫,০০০/-
|
১৫০০/-
|
৩ বছর
|
নার্সারী
|
১৫,০০০/-
|
১৫০০/-
|
৪ বছর
|
কেজি I
|
১৫,০০০/-
|
১৫০০/-
|
৪ বছর
|
কেজি I I
|
১৭,০০০/-
|
১৫০০/-
|
৫ বছর
|
১ম শ্রেণী
|
২০,০০০/-
|
২০০০/-
|
৬ বছর
|
২য় শ্রেণী
|
২০,০০০/-
|
২০০০/-
|
৭ বছর
|
৩য় শ্রেণী
|
২৫,০০০/-
|
২৫০০/-
|
৮ বছর
|
৪র্থ শ্রেণী
|
২৭,০০০/-
|
২৭০০/-
|
৯ বছর
|
৫ম শ্রেণী
|
৩০,০০০/-
|
৩০০০/-
|
১০ বছর
|
৬ষ্ঠ শ্রেণী
|
৩৫,০০০/-
|
৩৫০০/-
|
১১ বছর
|
৭ম শ্রেণী
|
৪০,০০০/-
|
৪০০০/-
|
১২ বছর
|
O Level
|
৫০,০০০/-
|
৫০০০/-
|
১৩-১৫ বছর
|
A Level
|
৭০,০০০/-
|
৭০০০/-
|
১৫-১৯ বছর
|
বই খাতা ও ইউনিফরম
-
স্কুলের নির্ধারিত ইউনিফরম ও বইখাতা স্কুল থেকে সরবরাহ করা হয়ে থাকে। তবে এর জন্য আলাদা ফি প্রদান করতে হয়।
-
ইউনিফরম তৈরীর জন্য স্কুলের নিজস্ব টেইলার্সের দোকান রয়েছে। সেখান থেকে ইউনিফরম তৈরী করে নিতে হয়।
-
বই খাতা স্কুলের নিজস্ব দোকান থেকে দেয়া হয়।
ল্যাব
-
এই স্কুলের শিক্ষার্থীদের হাতে কলমে বিষয় ভিত্তিক শিক্ষা দানের জন্য পাঁচটি ল্যাব রয়েছে।
-
ল্যাবগুলো হল: আইসিটি ল্যাব, ওয়াইফাই জোন, কেমিস্ট্রি ল্যাব, বায়েলজি ল্যাব ও ফিজিক্স ল্যাব।
ড্রেস কোড
ছেলে (প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত)
-
নেভি ব্লু রংয়ের প্যান্ট
-
আকাশী রং এর শার্ট
-
কালো বেল্ট, কালো জুতা (চামড়া)
-
নেভি ব্লু টাই
মেয়ে (প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত)
-
সাদা জামা
-
নেভি ব্লু স্কাট
-
আকাশী রং এর পাজামা/সালোয়ার
-
নেভি ব্লু টাই
-
কালো জুতা (চামড়া)
মেয়ে (৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত)
-
আকাশী কামিজ
-
সাদা ছোট জামা
-
নেভি ব্লু ওড়না
-
আকাশী সালোয়ার
-
কালো জুতা
ছেলে (একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত)
-
অ্যাশ রংয়ের শার্ট
-
কালো প্যান্ট
-
কালো টাই
-
কালো লেজার বেল্ট
মেয়ে (একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত)
-
অ্যাশ রংয়ের কামিজ, (খাটো স্লেভস সহ)
-
অ্যাশ সালোয়ার
-
কালো ওড়না
-
কালো চামড়া জুতা
ড্রেস কেনার জন্য আলাদা দোকান রয়েছে। দোকানের ঠিকানা নিচে তুলে দেয়া হল:
৬৪/১০ লেক সার্কাস, পান্থপথ সিগন্যাল
(বিদায় বিজ্ঞান লাইব্রেরীর পরে)
মীরপুর রোড, ঢাকা-১২০৫
মোবাইল: ০১৮১৮৩৬২৬৪৬, ০১৭১৫৭৮৫৫৫০
শিক্ষক
-
এই স্কুলের শিক্ষার্থীদের পাঠদানের জন্য ২৩০ জন স্থায়ী শিক্ষক রয়েছেন।
কার্যক্রম
-
মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা রয়েছে।
-
প্রতি মাসে অভিভাবক ও শিক্ষকের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া অভিভাবক ও সন্তানের এবং শিক্ষকদের মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যমেই শিক্ষার্থীর মূল্যায়ন পত্র অভিভাবককে দেয়া হয়।
-
স্কুলের নিজস্ব অডিটোরিয়ামে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
-
প্রতি মাসে একবার করে সেমিনার, সিম্পেজিয়ামের আয়োজন করা হয়ে থাকে।
-
নিজস্ব মাঠ না থাকলেও মাঠ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করা হয়ে থাকে।
-
শিক্ষার্থীদের সংগীত, চিত্রাংকন ও নাচ শেখার ব্যবস্থা রয়েছে।
-
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়ে থাকে।
বিবিধ
-
শিক্ষার্থীদের নিয়মিত এ্যাসেম্বলীতে অংশ গ্রহন করতে হয়।
-
ছুটির পর অভিভাবকদের না আসা পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল নিরাপদে রাখা হয়।
-
স্কুল পরিচালনায় ম্যানেজিং কমিটি রয়েছে। স্কুলে ছাত্র সংসদ ও স্কাউট রয়েছে।
-
স্কুলে অভিভাবকদের বসার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
-
রাষ্ট্রীয় বিশেষ দিনগুলোতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
-
এই স্কুলের নিজস্ব পরিবহন ব্যবস্থায় ২০ টি মাইক্রোবাস রয়েছে।
-
স্কুল ভবনের নিচ তলায় একটি ক্যান্টিন রয়েছে।
-
সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়ে থাকে।