উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে ১ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারী এমপিওভুক্ত।
অবস্থান
কাকরাইল মোড়ের পশ্চিম উত্তর কোনে অবস্থিত ঈশাখাঁ রাজমনি হোটেলের পশ্চিম ও অডিট ভবনের পূর্ব পাশে এর অবস্থান।
ঠিকানা
৮৫, কাকরাইল রোড, কাকরাইল
ফোন: ৯৩৩০৭০৩, ৯৩৩১৮৫০
ই-মেইল: [email protected]
ওয়েব: www.wlfsc.edu.bd
ভর্তি প্রক্রিয়া
-
সরকারী নীতিমালা অনুযায়ী ১ম শ্রেণীতে ভর্তি হলে লটারীর মাধ্যমে বাছাই হতে হয়।
-
প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বয়স ৬ বছর হতে হয়।
-
২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হওয়ার ব্যবস্থা রয়েছে। উল্লেখিত শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়।
-
২য় থেকে ৫ম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বয়স ৬ বছর থেকে ৯ বছর এর মধ্যে হতে হয়।
-
ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হলে শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণীর পরীক্ষায় জিপিএ ৫ পেতে হয়।
-
ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বয়স ১০-১২ বছরের মধ্যে হতে হয়।
-
নবম শ্রেণীতে ভর্তি হতে হলে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেতে হয়।
-
নবম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে হতে হয়।
-
একাদশ শ্রেণীতে ভর্তি হতে এস.এস.সি তে জিপিএ ৪.০০ থাকতে হয়। বয়স ১৭-১৮ বছরের মধ্যে হতে হয়।
ভর্তি ফরম
-
ভর্তি ফরম প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ও অফিসে পাওয়া যায় পূরণকৃত ফরম জমা দিতে হয় এবি ব্যাংকের কাকরাইল শাখায়।
-
ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।
-
ভর্তির জন্য স্কুলের অফিস কক্ষে যেখানে ভর্তি সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন করে সেখানে যোগাযোগ করতে হয়।
ভর্তির কাগজপত্র
-
এক কপি পাসপোর্ট সাইজের ছবি
-
১ম শ্রেণীর ক্ষেত্রে জন্ম সনদের সত্যায়িত ফটোকপি
-
ষষ্ঠ শ্রেণীর জন্য সমাপনী পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্র।
-
নবম শ্রেণীর জন্য জে.এস.সি নম্বর পত্র ও প্রশংসা পত্র।
-
১ম শ্রেণী ব্যতীত অন্যান্য সকল শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ছাড়পত্র জমা দিতে হয়।
ভর্তি ফি ও মাসিক বেতন
শ্রেণী
|
ভর্তি ফি
|
মাসিক বেতন
|
১ম শ্রেণী
|
৩০০০/-
|
৩০০/-
|
২য় শ্রেণী
|
৩০০০/-
|
৩০০/-
|
৩য় শ্রেণী
|
৩৫০০/-
|
৩৫০/-
|
৪র্থ শ্রেণী
|
৩৫০০/-
|
৩৫০/-
|
৫ম শ্রেণী
|
৪৫০০/-
|
৪৫০/-
|
৬ষ্ঠ শ্রেণী
|
৫০০০/-
|
৫০০/-
|
৮ম শ্রেণী
|
৫৫০০/-
|
৫৫০/-
|
৯ম শ্রেণী
|
৬০০০/-
|
৬০০/-
|
১০ম শ্রেণী
|
৭০০০/-
|
৭০০/-
|
একাদশ শ্রেণী
|
৮০০০/-
|
৮০০/-
|
ড্রেস কোড
ছেলে
|
মেয়ে
|
সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট ও টাই
সাদা সুজ
|
নেভি ব্লু জামা, সাদা সালোয়ার
আকাশী টাই, সাদা সুজ
|
ক্যান্টিন
-
প্রতিষ্ঠানটির প্রধান গেট সংলগ্ন ভেতরের দিকে ক্যান্টিনের অবস্থান।
-
ক্যান্টিনের কয়েকটি খাবারের নাম ও দাম নিচে দেয়া হল-
খাবার
|
দাম
|
সিঙ্গারা
|
৪/-
|
সমুচা
|
৬/-
|
রুটি
|
৬/-
|
কলা
|
৬/-
|
কেক
|
৭/-
|
শিফট
-
মর্নিং শিফট- সকাল ৮টা থেকে দুপুর ১২ টা
-
ডে শিফট- দুপুর ১২টা থেকে বিকাল ৪টা।
পরিবহন ব্যবস্থা
-
নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে।
-
২০-২৫ টি ভ্যান রয়েছে।
লাইব্রেরী
-
লাইব্রেরী হচ্ছে প্রতিষ্ঠানটির একাডেমিক ভবনের তিন তলায়।
-
প্রায় ২০০০০ বই আছে এখানে।
-
লাইব্রেরীটি শীতাতপ নিয়ন্ত্রিত।
-
বই বাসায় নিয়ে পড়া যায় তবে ৭ দিনের মধ্যে ফেরত না দিলে জরিমানা করা হয়।
বিবিধ
-
স্থায়ী শিক্ষক রয়েছে ২০০ জন।
-
শিক্ষার্থীর মূল্যায়ন পত্র আভিভাবককে দেয়া হয়।
-
একাডেমিক ভবন স্কুলের উত্তর পার্শ্বে অবস্থিত।
-
নিয়মিত সেমিনার, সিম্পেজিয়াম এর আয়োজন করা হয়।
-
ছাত্র ছাত্রীদের ড্রয়িং শেখানো হয়।
-
নিয়মিত শিক্ষা সফরের আয়োজন করা হয়।
-
অভিভাবকদের বসার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
-
বইখাতা কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
-
প্রতিষ্ঠানটির প্রধান গেট সংলগ্ন একটি বইয়ের দোকান রয়েছে।