১৯৬১ সালে গভর্মেন্ট ল্যাবরেটরী হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। এই স্কুলটি সরকারী। এই স্কুলের ২ টি ভবন আছে। এখানে শুধু ছাত্রদের ভর্তি করা হয়।
অবস্থান
ঢাকা কলেজের সামনে নেমে কলেজের উত্তর পাশের গলি দিয়ে ভিতরে ১৫ গজ এগিয়ে হাতের ডান পাশে অবস্থিত।
ঠিকানা
নিউ মার্কেট, ঢাকা
ফোন- ০২-৯৬১১১৮৮
ই-মেইল- [email protected]
ভবন প্রাঙ্গণ
-
স্কুলের জন্য ২ টি ভবনের মধ্যে একটি দোতলা অন্যটি ৫ তলা বিশিষ্ট ভবন।
-
একাডেমিক ভবন প্রধান গেট দিয়ে ঢুকেই হাতের বামপাশে।
-
স্কুলে খেলাধূলার জন্য স্কুল ভবনের সামনে বিশাল মাঠে আছে।
-
পরীক্ষা নেওয়ার জন্য আলাদা কোন কক্ষ নেই।
ভর্তি প্রক্রিয়া
-
এখানে স্কুলে ২য়, ৬ষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
-
ভর্তি বিজ্ঞপ্তি স্কুলের ওয়েব সাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যায়।
-
১০০ টাকার বিনিময়ে অফিস চলাকালীন সময়ে অফিস হতে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়।
-
ফরম পূরণ করে সাথে ভর্তির জন্য তিন কপি রঙ্গিন ছবি এবং আগের ক্লাসের পাশের কাগজপত্র অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করতে হয়।
-
ভর্তি পরীক্ষার সময়সূচী অফিস থেকে জানিয়ে দেওয়া হয়।
-
ভর্তির ক্ষেত্রে ৫% মুক্তিযোদ্ধা ও ৫% শিক্ষক কোট বিদ্যমান।
-
ভর্তি পরীক্ষার মোট সময় ২ ঘন্টা।
-
ভর্তি পরীক্ষায় আগের ক্লাশের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজীতে ও গণিত এই তিনটি বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে।
-
পরীক্ষার ফলাফল স্কুলের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করতে হয়।
-
মেরিট লিস্টের ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার পর আসন খালি থাকলে অপেক্ষমান ছাত্র-ছাত্রীদেরকে ডাকা হয়।
ভর্তি ফি
শ্রেণী
|
খরচ (টাকা)
|
২য়
|
৫৬০
|
৬ষ্ঠ
|
৮২০
|
৯ম
|
৯৬০
|
মাসিক বেতন
শ্রেণী
|
খরচ (টাকা)
|
১ম-২য়
|
৫
|
৩য়-৪র্থ
|
৭
|
৫ম
|
৮
|
৬ষ্ঠ
|
১০
|
৭ম
|
১২
|
৮ম-৯ম ও ১০ম
|
১৪
|
করণীয়
-
বই স্কুল থেকে দেওয়া হয়।
-
এখানে ১ টি কম্পিউটার ল্যাব ও ১ টি সাইন্স ল্যাব আছে।
-
ক্লাসে বসার জন্য টেবিল, বেঞ্চ ও চেয়ার রয়েছে।
-
ছাত্রদের ড্রেস সাদা শার্ট, নেভী ব্লু প্যান্ট ও সাদা জুতা।
-
দুইটি শিফটে ক্লাস হয়। সকালের শিফট ৭ টা থেকে দুপুর ১২ টা এবং দুপুরের শিফট ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
-
৫ম শ্রেণী ও ৮ম শ্রেণীর পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সরকারি ভাবে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া তেমন কোন বৃত্তির ব্যবস্থা নেই।
-
ক্যান্টিন না থাকলেও টিফিনের সময় স্কুল হতে খাবার সরবরাহ করা হয়।
-
প্রতি ক্লাসে চারটি গ্রুফ রয়েছে। প্রতি গ্রুফে ৬০ জন ছাত্র থাকে। প্রতি শিফটে দুটি গ্রুফ ক্লাস করে থাকে।
-
স্কুলে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম একটিভিটিজ এর মধ্যে রয়েছে শুধুমাত্র বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা।
লাইব্রেরী
-
লাইব্রেরী প্রধান ভবনের নিচ তলায় হাতের বাম পাশে অবস্থিত।
-
লাইব্রেরীতে তেমন কোন বই নেই।
-
শুধুমাত্র বোর্ড বই সরবরাহ করা হয়।
শিক্ষক
-
মোট ৬৮ জন
-
সকলেই স্থায়ী শিক্ষক
-
প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষকদের পিটিআই, বিএড এমএড করার ব্যবস্থা রয়েছে।
বিবিধ
-
অভিভাবকদের বসার জন্য একটি বিশাল রুম আছে।
-
স্কুল ছুটির পর অভিভাবক আসা পর্যন্ত ছাত্রদের তত্ত্বাবধায়ন করা হয়।
-
এই স্কুলে স্কাউট টিম রয়েছে।
-
স্কুল মাঠে ছাত্ররা অবসর সময়ে ক্রিকেট ও ফুটবল খেলে থাকে।
-
এই স্কুলে নিজস্ব পরিবহন, আবাসিক সুবিধা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই।