তোমরা যারা জে.এস.সি. এবং জে.ডি.সি. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের জন্য অনলাইন ঢাকা গাইডে রয়েছে বিশেষ আয়োজন। পাঠ্যপুস্তকের পাশাপাশি এখন তোমরা অনলাইনে তোমাদের পাঠ প্রস্তুতি ও মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে। এই সুবিধাটি সম্পূর্ণই ফ্রি!
মডেল টেস্ট দাও যতবার খুশি, একদম ফ্রি!
সব বিষয়ে রয়েছে এখানে অগণিত মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা। এমনকি পুরো সিলেবাস শেষ না হলেও যে কোন একটি চ্যাপ্টার বা নির্দিষ্ট কয়েকটি চ্যাপ্টারের ওপরও তুমি অনলাইনে পরীক্ষা দিতে পারবে। এখানে প্রতিটি অধ্যায়ের জন্য আমাদের সংগ্রহে আছে শত শত প্রশ্ন।
অনুশীলন
অনলাইনে পরীক্ষা না দিতে চাইলে মডেল টেস্টগুলোর প্রিন্ট আউট নিতে পারবে। অথবা প্রশ্ন ও সঠিক উত্তর একসাথে প্রিন্ট নিয়ে ঝালাই করে নিতে পারবে স্মৃতিশক্তিকে। অনলাইনেও অনুশীলন করতে পারবে।
রেজিস্ট্রেশননাকরলেওচলবে
তোমার দেয়া পুরানো পরীক্ষাগুলোর ফলাফল দেখতে চাইলেই শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখতে পার, নইলে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়।
পরীক্ষারফলাফলসংরক্ষণ
যতগুলোই পরীক্ষা দেওনা কেন, সবই আমরা জমা করছি। রেজিস্ট্রেশন করে নিয়ে তুমি সেগুলো দেখতে পারবে।