বাংলাদেশে যে কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল ও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্লেজ হার্বার স্কুল এন্ড স্পোর্ট একাডেমী অন্যতম। স্কুলটিতে পড়ালেখা করা ব্যয়বহুল হলেও স্কুলটির শিক্ষার মান অন্যান্য স্কুলের তুলনায় অনেক উন্নত।
ঠিকানা ও যোগাযোগ
বাড়ী # ০২, সড়ক # ১১, ধানমন্ডি, ঢাকা।
ফোন: +৮৮-০২-৯১২৬৫২৩, +৮৮-০২-৮১১৫৪১৭, +৮৮-০১৬৭৭১৪৮৬৬৩
ফ্যাক্স: +৮৮-০২-৯১৩১২১৮
ইমেইল: [email protected]
ওয়েব: www.pledgeharbor.com
ভর্তি প্রক্রিয়া
জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফরম কেনা যাবে। ছেলেদের ক্ষেত্রে যাদরে বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে তারা ফরম তুলতে পারবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে যাদের বয়স ৬ থেকে ১২ তারাও ভর্তি পরীক্ষার ফরম তুলতে পারবে। ফরম যাচাই-বাছাইয়ের পর ভর্তি পরীক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই স্কুলে মেধার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।
যেভাবে আবেদন করতে হয়
১. ভর্তির ফরম ওয়েব সাইডে এবং বাণিজ্যিক কার্যালয়ে পাওয়া যাবে।
২. ভর্তির ফরম পূরণ করে বাণিজ্যিক কার্যালয়ে জমা দিতে হবে।
৩. প্রত্যেক আবেদন ফরমের মূল্য ৫৫০ টাকা ( অফেরৎ যোগ্য)।
৪. শিক্ষার্থীর মা-বাবাকে ফরমের নির্দিষ্ট অংশ পূরণ করতে হবে। পূরণ করে কর্পোরেট অফিসে জমা দিতে হবে।
৫. শিক্ষার্থীর মা-বাবাকে কর্পোরেট অফিসে সমস্ত প্রমানাদিসহ যোগাযোগ করতে হবে।
৬. চূড়ান্ত পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীর মা-বাবা স্কুলের অধ্যক্ষ ও পরিচালকের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট নিয়মানুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
ভর্তি সংক্রান্ত বিষয় জানতে ফোন করুন এই নম্বরে: +৮৮-০২-০১৬৭৭-১৪৮৬৬৩
যে সব কাগজপত্র প্রয়োজন
-
পিতা-মাতা ও শিক্ষার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি
-
জন্ম-নিবন্ধনের ফটোকপি
-
পিতা-মাতার ব্যবসায়িক কার্ডের ফটোকপি (যদি থাকে)
-
পূর্বের ক্লাস রির্পোটের ফটোকপি এবং রিপোর্ট কার্ড
-
শিক্ষার্থীর বৈধ সনদের ফটোকপি
ভর্তি ফরম বিতরণের সময়সূচী
রবিবার থেকে বৃহ:বার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (রমযান মাসে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা) এবং শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেয়া হয়।
ভর্তি ফি
ভর্তি ফি জানার জন্য সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে হয়।
মাসিক ফি
মাসিক ফি জানার জন্য সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে হয়।
কারিকুলাম
প্লেজ হার্বার স্কুল শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে ক্যামব্রিজ স্কুলের নিয়ম অনুসরণ করে থাকে
ডিভিশন
|
বয়স
|
গ্রেড
|
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল প্রোগ্রাম
|
৮ থেকে ১০
|
৩ থেকে ৫
|
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল হাইস্কুল প্রোগ্রাম
|
১১ থেকে ১৩
|
৬ থেকে ৮
|
ক্যামব্রিজ আইজিসিএসসি প্রোগ্রাম
|
১৪ থেকে ১৫
|
৯ থেকে ১০
|
ইন্টারন্যাশনাল আইবিএ প্রোগ্রাম
|
১৬ থেকে ১৭
|
১১ থেকে ১২
|
স্পোর্টস প্রোগ্রাম
এই স্কুলের কোন শিক্ষার্থী যদি স্পোর্টস শাখায় ভর্তি হতে চাই তাহলে তাকে একাডেমিক স্পোর্টস সার্টিফিকেট, আবেদনপত্র, স্পোর্ট শাখায় ভর্তির ফরম পূরণ করে কোচের কাছে জমা দিতে হয়।
স্পোর্টস শাখার ইভেন্টসমূহ
-
ব্যাটমিন্টন
-
বাস্কেট বল
-
ক্রিকেট
-
ফুটবল
-
সুইমিং
-
টেবিল টেনিস
-
টেনিস
-
ভলিবল
সুবিধা-সমূহ
-
ডিজিটাল ক্যাম্পাস
-
ডিজিটাল লাইব্রেরী
-
ডিজিটাল ক্লাস-রুম
-
বাস সার্ভিস
-
ক্যান্টিনে খাবারের সুবিধা
-
সামাজিক সর্ম্পক তৈরীতে সহায়তা
ড্রেস কোড
ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীদের জন্য সাদা শার্ট ও কামিজের সাথে কালো কোর্ট ও টাই।
বিবিধ
-
শিক্ষার্থীদের স্কুলের নিয়মানুযায়ী চলতে হয়।
-
কোন প্রকারের অপকর্ম মেনে নেয়া হয় না।
-
পরীক্ষায় নিয়মিত অংশগ্রহন করতে হয়।
-
নিয়মিত ক্লাস করতে হয়।
আপডেটের তারিখঃ ১৫ জুন, ২০১৩ ইং