ঢাকার অন্যান্য কলেজগুলোর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি গুলো দেখতে এখানে ক্লিক করুন
এই কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাঠদান করা হয়। ১৯৬৩ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রভাতী শাখায় ছাত্রীদের এবং দিবা শাখায় ছাত্রদের পাঠদান করা হয়।
ঠিকানা ও যোগাযোগ
শাহ্জালাল এভিনিউ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
ফোন নম্বর: ০২-৮৯৫২৪৫৫, ০১৭১১-২৪৩৮৬০
প্রতিষ্ঠানটির শাখা সমূহ
একাদশ শ্রেণীতে ভর্তির নূন্যতম যোগ্যতা
এস.এস.সি তে,
বিজ্ঞান বিভাগের জন্য নূন্যতম জিপিএ ৩.৫০
বাণিজ্য বিভাগের জন্য নূন্যতম জিপিএ ৩.০০
মানবিক বিভাগের জন্য নূন্যতম জিপিএ ২.৫০
২০১৩-২০১৪ সেসনে একাদশ শ্রেণীতে ভর্তি তথ্য
১৮ মে, ২০১৩ থেকে ১৮ জুন, ২০১৩ তারিখের মাঝে ফর্ম পূরন করে কলেজ অফিসে জমা দিতে হবে। প্রতিদিন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ১৫০ টাকার বিনিময়ে কলেজ অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ভর্তি সংক্রান্ত আরও তথ্য কলেজ অফিস থেকে জানা যাবে।
ক্লাসের সময়সূচী:
প্রভাতী শাখা: সকাল ৭:৩০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত
দিবা শাখা: দুপুর ১২:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত
মাসিক বেতন ও সেসন চার্জ:
মাসিক বেতন
|
বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা
|
৬৫০ টাকা
|
মানবিক
|
৬০০ টাকা
|
সেশন চার্জ
|
৭,০০০ টাকা
|
সুযোগ-সুবিধা
-
লাইব্রেরী রয়েছে।
-
ল্যাবরেটরি রয়েছে।
-
কম্পিউটার ল্যাব রয়েছে।
-
খেলারমাঠ রয়েছে।
সাংস্কৃতিক কেন্দ্র
এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের জন্য সংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্বরোপ করে।
যথা:
-
খেলাধূলা
-
সাংস্কৃতিক কার্যক্রম
-
বির্তক ক্লাব
খোলা-বন্ধ
শুক্রবার বাদে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে।
পরীক্ষার ফলাফল
এক নজরে বিগত ৫-৭ বছরের (এস এস সি) ফলাফল।
সাল
|
মোট পরীক্ষার্থী
|
জি.পি.এ ৫ প্রাপ্ত
|
জি.পি.এ ৪ প্রাপ্ত
|
জি.পি.এ ৩.৫ প্রাপ্ত
|
জি.পি.এ ৩ প্রাপ্ত
|
উত্তীর্ণ
|
২০০৭ সাল
|
১২৩ জন
|
১০ জন
|
৫৩ জন
|
৩৪ জন
|
২৬ জন
|
১২৩ জন
|
২০০৮ সাল
|
১৩৫ জন
|
১৯ জন
|
১০২ জন
|
৪ জন
|
-
|
১৩৫ জন
|
২০০৯ সাল
|
১২১ জন
|
২৩ জন
|
৮৪ জন
|
১৪ জন
|
-
|
১২১ জন
|
২০১০ সাল
|
২০৪ জন
|
৩৪ জন
|
১১৭ জন
|
৫৩ জন
|
-
|
২০৪ জন
|
২০১৩ সাল
|
৩৫৭ জন
|
৪৬ জন
|
-
|
-
|
-
|
৩৫০ জন
|
২০১২ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফল
সাল
|
পরীক্ষার্থীর সংখ্যা
|
এ+ প্রাপ্তের সংখ্যা
|
এ গ্রেড প্রাপ্তের সংখ্যা
|
২০১২ ইং
|
১৬৯ জন
|
২৯ জন
|
১১০ জন
|
শিফট বিন্যাস
ছাত্র-ছাত্রীর সংখ্যা
শিক্ষক-শিক্ষিকার সংখ্যা
আবাসিক সুবিধা
-
১০০ জন শিক্ষার্থীর আবাসিক সুব্যবস্থা রয়েছে।
নামাযের স্থান
এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ও শিক্ষকদের নামাযের জন্য মসজিদ রয়েছে। অন্যান্য ধর্মের লোকের জন্যও আলাদা উপসানালয় রয়েছে।
আপলোডের তারিখ: ২১ মে, ২০১৩