পড়াশোনা শেষে ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা করে তাদেরকে যথার্থ দিক নির্দেশন দিয়ে প্রস্তুত করে তোলার জন্য যে কয়টি কোচিং সেন্টার রয়েছে তার মধ্যে ক্যারিয়ার এইড একটি। উন্নত ক্যারিয়ার প্রত্যাশীতদের জন্য “শানিত মেধার উপযুক্ত পরিচর্যা” এই শ্লোগান নিয়ে ২০০৮ ইং সালে যাত্রা শুরু করে ক্যারিয়ার এইড।
অবস্থান
ফার্মগেট পুলিশ বক্স এর বিপরীত পাশে ১৪ তলা ভবনের ৩য় তলায় ক্যারিয়ার এইড এর অবস্থান।
ঠিকানা
৩১/এ, সেন্টার পয়েন্ট কনকর্ড (৩য় তলা), ফার্মগেট, ঢাকা- ১২১৫
মোবাইল- ০১৭৩১-৬৭০৩৭৭, ০১৯২৪-৯৮৯২৭০, ০১৭৫৪-৯৯৩২৫৬
ই-মেইল- [email protected]
ওয়েব- www.careeraidbd.com
খোলা-বন্ধ
প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।
যেসকল কোর্স করানো হয়
-
বিসিএস প্রিলিমিনারি কোর্স
-
বিসিএস লিখিত কোর্স
-
বিজেএস প্রিলিমিনারি কোর্স (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস)
-
বিজেএস লিখিত কোর্স (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস)
-
ইসলামী ব্যাংক নিয়োগ কোর্স
-
ইংলিশ স্পোকেন এন্ড প্রনাউনসিয়েশন কোর্স
ভর্তি যোগ্যতা
-
বিসিএস প্রিলিমিনারি- ন্যূনতম ২য় বিভাগে ডিগ্রী/ স্নাতক (সমমান) পাস। বয়স অবশ্যই ৩০ বছর (সার্কুলার উল্লেখিত তারিখ অনুযায়ী)।
-
বিসিএস লিখিত- ন্যূনতম বিসিএস প্রিলিমিনারি-তে উত্তীর্ণ পরীক্ষার্থীগন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
-
বিজেএস প্রিলিমিনারি- বাংলাদেশ স্বীকৃত কলেজ/ বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী। বয়স অবশ্যই ৩০ হতে হবে।
-
বিজেএস লিখিত- বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) প্রিলিমিনারি উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
-
ইসলামী ব্যাংক নিয়োগ কোর্স- ন্যূনতম ২য় শ্রেণীসহ ডিগ্রী/ স্নাতক (সমমান) পাস। ক্ষেত্র বিশেষে ২ টি প্রথম শ্রেণীসহ স্নাতক পাস হতে হয়। বয়স অবশ্যই ৩০ হতে হবে। (সর্বশেষ সার্কুলার উল্লেখিত তারিখ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পয়েন্ট
-
প্রথম বিভাগ বা জিপিএ ৩.০০ এস.এস.সি/এইচ.এস.সি- ৩ নম্বর।
-
প্রথম বিভাগ বা জিপিএ ৩.০০ গ্রাজুয়েশন ৩ বছর (অনার্স/ পাস)।
-
প্রথম বিভাগ বা জিপিএ ৩.০০ ইন ৪ বছর অনার্স।
-
২য় বিভাগ বা জিপিএ ২.০০ টু এস.এস.সি/এইচ.এস.সি- ২ নম্বর।
-
২য় বিভাগ বা জিপিএ ২.৫০ টু ২.৯৯ ইন গ্রাজুয়েশন (৩ বছর অনার্স/ পাস)- ২ নম্বর।
-
বিভাগ বা জিপিএ ২.৫০ টু ২.৯৯ ইন ৪ বছর অনার্স- ৩ নম্বর।
-
উপরে উল্লেখিত যোগ্যতা নিরূপনের মানদন্ডে ইসলামী ব্যাংক এসিস্যান্ট অফিসার গ্রেড iii এর জন্য ৬.৫ নম্বর থাকতে হয়। আর অফিসার/ প্রফেসার/ জুনিয়ার অফিসার নিয়োগ ক্ষেত্রে ৯.০০ থাকতে হয়।
-
শুধুমাত্র ইসলামী ব্যাংক নিয়োগ কোর্সের ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী আলাদাভাবে ব্যাচের ব্যবস্থা রয়েছে। তাছাড়া বিএসসি, বিজেএস ও স্পোকেন ইংলিশ কোর্সের ক্ষেত্রে ছাত্র-ছাত্রী একত্রে কোর্স করানো হয়।
ভর্তির নিয়মাবলী
-
দুই কপি ছবিসহ আবেদন ফরম পূরণ করতে হয়।
-
কোর্স ফি অগ্রিম পরিশোধ করতে হয়।
-
কোর্স ফি অফেরতযোগ্য।
কোর্স ফি
-
বিসিএস প্রিলিমিনারি- ৮,০০০ টাকা
-
বিসিএস লিখিত- ৮,০০০ টাকা
-
বিজেএস প্রিলিমিনারি- ৮,০০০ টাকা
-
বিজেএস লিখিত- ৮,০০০ টাকা
-
ইসলামী ব্যাংক- ৫,০০০ টাকা
-
ইংলিশ স্পোকেন এন্ড প্রনাউনসিয়েশন- ৪,০০০ টাকা
-
মোট ফি এর উপর সবসময় ২৫% ডিসকাউন্ট দেওয়া হয়।
-
একত্রে এককালীন সমস্ত কোর্স ফি পরিশোধ করতে হয়।
ক্লাস সিডিউল
-
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত কোর্সের ক্ষেত্রে সপ্তাহে ৩/৪ দিন ক্লাস হয়।
-
বিজেএস প্রিলিমিনারি ও লিখিত কোর্সের ক্ষেত্রে সপ্তাহে ৩/৪ দিন ক্লাস হয়।
-
ইসলামী ব্যাংক নিয়োগ কোর্সের ক্ষেত্রে সপ্তাহে ৩ দিন ক্লাস হয়।
-
স্পোকেন এন্ড প্রনাউনসিয়েশন কোর্সের ক্ষেত্রে সপ্তাহে ৩ দিন ক্লাস হয়।
ক্লাস সময় প্রত্যেক কোর্সের ক্ষেত্রে
-
সকাল ১০ থেকে দুপুর ১১.৩০ মিনিটি পর্যন্ত।
-
দুপুর ১২ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত।
-
দুপুর ২ টা থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত।
-
বিকাল ৪ টা থেকে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত।
-
সন্ধ্যা ৬ টা থেকে রাত ৭.৩০ মিনিট পর্যন্ত।
-
ইসলামী ব্যাংকের নিয়োগ কোর্সের ক্ষেত্রে বুধ, শুক্র ও শনিবার এই ৩ দিন ক্লাস করা হয়।
-
শুধুমাত্র শুক্রবারে ১ দিনের কোন কোর্সের ক্লাস করার সুযোগ নেই।
কোর্স প্ল্যান
বিসিএস প্রিলিমিনারি কোর্স
বিষয়
|
ক্লাস সংখ্যা
|
ক্লাস টেস্ট
|
মডেল টেস্ট
|
বাংলা
|
১২
|
১২
|
২
|
সাধারণ জ্ঞান বাংলাদেশ
|
১২
|
১২
|
২
|
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক
|
১২
|
১২
|
২
|
ইংরেজি
|
১৫
|
১৫
|
২
|
দৈনন্দিন বিজ্ঞান
|
১০
|
১০
|
২
|
গণিত
|
১৪
|
১৪
|
২
|
অতিরিক্ত ক্লাস
|
০৫
|
০৫
|
৮
|
মোট
|
৮০
|
৮০
|
২০
|
-
মূল পরীক্ষার মোট ১০০ নম্বর এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়।
-
প্রতি মূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হয়।
বিসিএস লিখিত কোর্স
বিষয়
|
ক্লাস সংখ্যা
|
মডেল টেস্ট
|
বাংলা
|
১২
|
২
|
সাধারণ জ্ঞান বাংলাদেশ
|
১২
|
২
|
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক
|
১২
|
২
|
ইংরেজি
|
১৫
|
২
|
দৈনন্দিন বিজ্ঞান
|
১০
|
২
|
গণিত
|
১৪
|
২
|
অতিরিক্ত ক্লাস
|
০৫
|
৮
|
মোট
|
৮০
|
২০
|
বিজেসি প্রিলিমিনারি কোর্স
বিষয়
|
ক্লাস সংখ্যা
|
ক্লাস টেস্ট
|
মডেল টেস্ট
|
আইন
|
১২
|
১২
|
২
|
বাংলা
|
১২
|
১২
|
২
|
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক
|
২০
|
২০
|
২
|
ইংরেজি
|
১২
|
১২
|
২
|
দৈনন্দিন বিজ্ঞান
|
০৮
|
০৮
|
২
|
গণিত
|
১২
|
১২
|
২
|
অতিরিক্ত ক্লাস
|
০৪
|
০৪
|
৩
|
মোট
|
৮০
|
৮০
|
১৫
|
বিজেসি লিখিত কোর্স
বিষয়
|
ক্লাস সংখ্যা
|
মডেল টেস্ট
|
আইন
|
১৫
|
২
|
বাংলা
|
০৭
|
২
|
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক
|
১০
|
২
|
ইংরেজি
|
১০
|
২
|
দৈনন্দিন বিজ্ঞান
|
০৬
|
২
|
গণিত
|
১০
|
২
|
অতিরিক্ত ক্লাস
|
০২
|
৩
|
মোট
|
৬০
|
১৫
|
-
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ১০০ নম্বরে মৌখিক পরীক্ষা দিতে হয়।
ইসলামী ব্যাংক
বিষয়
|
ক্লাস সংখ্যা
|
ক্লাস সংখ্যা
|
ইসলামিয়াত
|
০৮
|
০৮
|
বাংলা
|
০২
|
০২
|
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক
|
০৪
|
০৪
|
ইংরেজি
|
১২
|
১২
|
বিজ্ঞান
|
০২
|
০২
|
গণিত
|
১২
|
১২
|
মোট
|
৪০
|
৪০
|
-
এমসিকিউ ও লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বর। এমসিকিউ ৫০ নম্বর ও লিখিত ৫০ নম্বর।
-
সাধারণ জ্ঞান বলতে ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষার বাংলা, ইংরেজী, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ও বাংলাদেশকে বোঝানো হয়।
-
সাধারণ জ্ঞান ও ইসলামিয়াতে এমসিকিউ পরীক্ষার মোট ১০০ টি প্রশ্ন থাকে। যার প্রত্যেকটির মান ০.৫০ নম্বর।
-
প্রতি ভূল উত্তরের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা হয়।
-
প্রত্যেক অংশে পাস নম্বর ১২.৫০%।
-
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ পাসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
-
এমসিকিউ লিখিত পরীক্ষা পাসের চূড়ান্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
ইংলিশ স্পোকেন এন্ড প্রনাউনসিয়েশন কোর্স
-
এই কোর্সে মোট ক্লাস সংখ্যা ২২ টি।
প্রকাশিত বই বা গাইড
আলাদা কোন বুক ষ্টল নেই। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রকাশনায় কিছু বই রয়েছে। এগুলো শিক্ষার্থীদের কিনে নিতে হয়।
-
ক্যারিয়ার এইড গণিত ও সাধারণ জ্ঞান
-
ক্যারিয়ার এইড বাংলা
-
ক্যারিয়ার এইড ইংলিশ
-
ক্যারিয়ার এইড স্পোকেন ও প্রনাউনসিয়েশন
-
ক্যারিয়ার এইড ইসলামী ব্যাংক নিয়োগ গাইড
টয়লেট
-
কোচিং সেন্টারের বাইরে পূর্ব দিকে ৪ টি টয়লেট রয়েছে।
-
পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা রয়েছে।
বিবিধ
-
বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালানো হয়। তবে জেনারেটরের সাহায্যে এসি চলে না।
-
যদি কোন শিক্ষার্থী শিক্ষক হতে চায় তাহলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয়।
-
প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।
-
কোর্স রিপিট করার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়। তবে তা কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হয়।
-
কোর্স করানোর জন্য লেকচার সিট, গাইড বই, এমসিকিউ উত্তরপত্র ও খাতা সরবরাহ করা হয়।