১৯৮০ ইং সালে প্রতিষ্ঠিত এই কোচিং সেন্টারটি মেডিক্যাল এবং ডেন্টাল এডমিশন কোচিং করিয়ে থাকে।
ঠিকানা ও অবস্থান
৩১/এ সেন্টার পয়েন্ট, কনকর্ড টাওয়ার (৪র্থ তলা), লিফটে তয় তলা।
ফোন: +৮৮-০২-৮১১৫১১৩।
মোবাইল- +৮৮-০১৮১৬-৭৮১৭৭৬৩।
ই-মেইল: [email protected]
ওয়েব সাইট: www.retinabd.com
ফার্মগেট ফুটওভার ব্রীজ থেকে ১০০ গজ উত্তর দিকে, তেজগাঁও থানা থেকে দক্ষিণ দিকে হাতের বামপাশে অবস্থিত।
শাখা
মোট শাখা সারা বাংলাদেশে ১৮ টি।
ঢাকার শাখা সমূহ
স্থান
|
ঠিকানা
|
যোগাযোগ
|
শাহবাগ
|
২/ ক/৫, নগর হাবিবুল্লাহ রোড, ঢাকা।
|
০২-৮৬১৮৯৪৯
০১৮১৬-৭৮১৭৭১
|
ফার্মগেট
(অর্কিড)
|
৪৪, পূর্ব তেজতুরী বাজার, হলিক্রস কলেজের বিপরীতে, ঢাকা।
|
০২-৯১৩০৯৫১
০১৮১৬-৭৮১৭৭২
|
ফার্মগেট
(কনকর্ড)
|
৩১/এ, সেন্টার পয়েন্ট, কনকর্ড টাওয়ার (৪র্থ তলা), ঢাকা।
|
০২-৮১১৫১১৩
০১৮১৬৭৮১৭৭৩
|
শান্তিনগর
|
৩১/১, আল-মদিনা প্যালেস (৩য় তলা)
|
০২-৯৩৫২১৫২
০১৮১৬-৭৮১৭৭৪
|
যাত্রাবাড়ী
|
৩৬/এ, শহীদ ফারুক রোড (৪র্থ তলা), উত্তর যাত্রাবাড়ী।
|
০২-৭৫৫৪১৯৭
০১৮১৬-৭৮১৭৭৫
|
উত্তরা
|
বাড়ি# ৭ (৪র্থ তলা), রোড # ১২, সেক্টর # ৬, (মাসকট প্লাজার বিপরীতে), উত্তরা, ঢাকা।
|
০১৮১৬-৭৮১৭৭৬
|
এছাড়া ঢাকার বাইরে আরো ১২ টি শাখা রয়েছে।
কোর্স
ক) মেডিক্যাল ও ডেন্টাল
ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত তারা ছাত্র-ছাত্রীদেরকে মেডিক্যালে ভর্তি বিষয়ক সহযোগিতা করে থাকে। তারা ক্লাস লেকচার, ক্লাস পরীক্ষার মাধ্যমে কোর্স সম্পন্ন করে থাকে।
খ) ম্যাথ প্রোগ্রাম
এ কোর্সটি ভার্সিটিতে যারা ভর্তির সুযোগ (চান্স) পেতে চায় তাদর জন্য।
গ) এইচ.এস.সি প্রস্তুতি
এইচ.এস.সি পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদেরকে এ কোর্সটি করিয়ে থাকে ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য।
ভর্তি যোগ্যতা-
ভর্তি কোচিংয়ের জন্য এস.এস.সি ও এইচ.এস.সি-তে সর্বমোট জিপিএ ৮ হতে হবে।
অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে।
জীব বিজ্ঞান থাকতে হবে।
ভর্তি ফি
-
ভর্তির ক্ষেত্রে সাধারণত একবারেই পুরো অর্থ পরিশোধ করতে হয়।
-
তবে, কিস্তি সুবিধাও রয়েছে। সেক্ষেত্রে, ভর্তির সাশ্রয় মোট ফি’র অর্ধেক পরিশোধ সাপেক্ষে বাকি অর্থ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্লাস শুরু হওয়ার পর নির্ধারিত সময়ে পরিশোধ করতে হয়।
-
তবে, অন্য দুটি কোর্সের ভর্তি ফি ভর্তি হওয়ার সময় নির্ধারিত হয়।
-
ঢাকার শাখাগুলোতে কোর্স ফি ১২,০০০/- টাকা ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ২২,০০০ টাকা।
শাখা
|
মিডিয়াম
|
ফি
|
চট্টগ্রাম
|
বাংলা মিডিয়াম
|
১১০০০/-
|
ইংলিশ মিডিয়াম
|
১৮০০০/-
|
ময়মনসিংহ
|
বাংলা মিডিয়াম
|
১০৫০০/-
|
রাজশাহী
|
বাংলা মিডিয়াম
|
৯৫০০/-
|
সিলেট
|
বাংলা মিডিয়াম
|
১১৫০০/-
|
ইংলিশ মিডিয়াম
|
১৭০০০/-
|
রংপুর
|
বাংলা মিডিয়াম
|
৯৫০০/-
|
বরিশাল
|
বাংলা মিডিয়াম
|
১০৫০০/-
|
খুলনা
|
বাংলা মিডিয়াম
|
১০০০০/-
|
বগুড়া
|
বাংলা মিডিয়াম
|
১০৫০০/-
|
দিনাজপুর
|
বাংলা মিডিয়াম
|
৯৫০০/-
|
ফরিদপুর
|
বাংলা মিডিয়াম
|
১০৫০০/-
|
কুমিল্লা
|
বাংলা মিডিয়াম
|
১০০০০/-
|
পাবনা
|
বাংলা মিডিয়াম
|
৯৫০০/-
|
ভর্তির নিয়মাবলি
-
২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পিছনে নামসহ)
-
এস.এস.সি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি ।
-
কোচিং ফি এককালীন ভর্তির সময় পরিশোধ করতে হয়।
-
ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই এস.আই.এফ. ফরম পূরণ করতে হয়।
-
ভর্তি কোন অবস্থাতেই বাতিল করা যায় না।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য
প্রথম পর্ব লেকচার
|
বিষয়
|
ক্লাস
|
পরীক্ষা
|
বায়োলজি
|
১১
|
১১
|
কেমিস্ট্রি
|
১০
|
১০
|
ফিজিক্স
|
০৮
|
০৮
|
জেনারেল নলেজ
|
০২
|
০২
|
ইংলিশ
|
০২
|
০২
|
মোট
|
৩৩
|
৩৩
|
দ্বিতীয় পর্ব টিউটোরিয়াল
|
বিষয়
|
পরীক্ষা
|
বায়োলজি
|
০৩
|
কেমিস্ট্রি
|
০৩
|
ফিজিক্স
|
০৩
|
জেনারেল নলেজ+ইংলিশ
|
০২
|
মোট
|
১১
|
তৃতীয় পর্ব পেপার ফাইনাল
|
মোট আটটি পেপার ফাইনাল; ফিজিক্স ১ম ও ২য় পত্র, কেমিস্ট্রি ১ম ও ২য় পত্র, জুলোজি, বোটানি, ইংলিশ ও জেনারেল নলেজ।
|
চতুর্থ পর্ব সাবজেক্ট ফাইনাল
|
পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংলিস ও সাধারন জ্ঞানের উপর ৪টি বিষয় ফাইনাল পরীক্ষা নেয়া হয়।
|
পঞ্চম পর্ব মডেল টেস্ট
|
মেডিকেল পরীক্ষার অনুরূপ ১৫টি মডেল টেস্ট নেওয়া হয়।
|
ম্যাথ প্রোগ্রাম
-
এখানে মেডিকেল ভর্তি কোচিং করানো হলেও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনে প্রস্তুত করতে ম্যাথ প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে।
-
এ প্রোগ্রামে গণিত, পদার্থ, পদার্থ ও রসায়নের গানিতিক সমস্যাবলী সমাধান করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিতে সাহায্য করা হয়।
ম্যাটেরিয়াল
-
প্রতি বিষয়ে অধ্যয়নভিত্তিক লেকচার শীট প্রদান করা হয়।
-
এছাড়া গাইড, প্রশ্ন ব্যাংক, ইংরেজী এবং সাধারণ জ্ঞানের শীট at a glance এবং ভর্তি পরীক্ষার আগে মাইক্রো সাজেশন
ক্লাস লেকচার
বিষয়
|
ক্লাসের সংখ্যা
|
ক্লাস টেস্ট
|
পদার্থ বিজ্ঞান
|
০৯
|
০৯
|
রসায়ন
|
১১
|
১১
|
জীব বিজ্ঞান
|
১৩
|
১৩
|
ইংরেজী
|
০৪
|
০৪
|
সাধারন জ্ঞান
|
০২
|
০২
|
মোট ক্লাস- ৩৯
|
মোট- ৩৯
|
ক্লাসের ব্যাপ্তিকাল
-
প্রতিটি ক্লাসের ব্যাপ্তিকাল ১ ঘন্টা।
ব্যাচ
-
ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ব্যাচের ব্যবস্থা রয়েছে। প্রতি ব্যাচে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৫ থেকে ৫৫ জন করে নেয়া হয়।
শিক্ষক হওয়ার যোগ্যতা
-
কোচিংরত কোন শিক্ষার্থীকে শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয় না। অবশ্যই মেডিক্যালে যারা পড়ে তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়।
খোলা-বন্ধের সময়সূচী
-
এটি সকাল ৮.০০ খোলা হয় এবং সন্ধ্যা ৭.০০ বন্ধ করা হয়।
সুযোগ সুবিধা
-
প্রতিদিনের ক্লাসটেস্ট এর ফলাফল OMR মেশিনে নিরীক্ষা করে ক্লাশের শেষে ছাত্র-ছাত্রীদের জানানো হয়।
-
প্রতিদিনের রেজাল্ট কম্পিউটারে সংরক্ষিত রাখা হয়।
-
যে কোন অভিভাবক যে কোন দিন যে কোন সময়ে তার সন্তানের সম্পূর্ণ রেজাল্ট জানতে পারে।
-
মূল্যায়ন পরীক্ষার Central Merit List প্রণয়ন, সারাদেশে রেটিনার ১৮টি শাখার মাঝে শিক্ষার্থীর অবস্থান জানার ব্যবস্থা।
-
পরীক্ষার ফলাফল পরীক্ষার দিন-ই ছাত্র-ছাত্রীদের মোবাইলে SMS এর মাধ্যমে প্রেরণ করা হয়।
-
সমৃদ্ধ website থেকে ফলাফল জানার ব্যবস্থা।
-
শুধুমাত্র শাহবাগ, ফার্মগেট (কনকর্ড) ও ফার্মগেট (অর্কিড) শাখায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।
-
ক্লাস লেকচার, ক্লাস টেস্টের পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন বিষয়ের উপর বই, ১ টি ব্যাগ ও আইডি কার্ড দেয়া হয়
-
বিদ্যুৎ ও জেনারেটর ব্যবস্থা রয়েছে।
-
ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে।
-
ঢাকার বাইরে কোন পরীক্ষায় অংশ গ্রহণ করলে তারা ছাত্র-ছাত্রীদেরকে সহযোগিতা করে থাকে। যেমন- বাস ভাড়া করে দেয়া, বাসস্থানের ব্যবস্থা করা ইত্যাদি।
-
কোচিং থেকে ফরম ক্রয়, সংগ্রহ এবং জমা দেয়ার সময় সাহায্য করে থাকে। অনেক সময় কোচিং থেকে মেডিক্যালের ফরম জমা ও ক্রয় করার ব্যবস্থা করা হয়। অনলাইনে ফরম কেনা হলে সেক্ষেত্রেও সাহায্য করা হয়।
-
সব শাখায় বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে।
-
এই প্রোগ্রামে ১৫টি লেকচার, ১৪টি পরীক্ষা ও ৫টি মডেল টেষ্ট নেওয়া হয়।
রেটিনা ব্লাড ব্যাংক
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মৌলিক ৫টি স্কিনিং টেস্টের মাধ্যমে রক্তের মান নির্ধারণ।
-
FDV অনুমোদিত উন্নতমানের ব্যাগে সযত্নে সংগ্রহণ ও নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ।
-
প্রয়োজনীয় সকল আধুনিক যন্ত্রপাতি এবং নিখুঁত ক্রসম্যাচিং এর ব্যবস্থা।
-
সর্বনিম্ন খরচে স্কিনিং ও অন্যান্য টেস্টের ব্যবস্থা।
-
অসহায় রোগীদের জন্য বিশেষ সুবিধা।
-
রক্তদাতা যত ব্যাগ রক্তদান করেন, তার জন্য সমসংখ্যক ব্যাগ রক্ত সম্পূর্ণ Free।
-
রক্তদাতার পরিবার এবং নিকট আত্মীয়দের জন্য বিশেষ ছাড়।
-
১০ এবং ২৫ বার রক্তদানের রক্তদাতাকে দেওয়া হয় সম্মাননা স্মারক ও সদন পত্র।
অন্যান্য
-
কোন শাখায় বুক স্টল নেই।
-
কোন শাখায় Language (ল্যাঙ্গুয়েজ) ক্লাব নেই।
-
কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হয় না।
-
বৃত্তি, প্রতিযোগিতার কোন সুযোগ নেই।
-
কোন শাখায় ক্যান্টিন নেই।
আপলোডের তারিখ: ২২/০৫/২০১৩ ইং।