গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্তি নিয়ে ২০০৮ সালে আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লাভ করে। উক্ত কলেজটি নাম মোতাবেক শুধুমাত্র ছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত।
ঠিকানা, ফোন ও অবস্থান
২, বড় মগবাজার, ঢাকা, বাংলাদেশ।
ফোন: ৯৩৬২৯২৩, ৯৩৫৩৩৯১-৩, ৮৩১৭৩০৬।
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.ad-din.org
মগবাজার ওয়্যারলেস গেইট থেকে দক্ষিণে ৪০০ গজের মধ্যে এটি অবস্থিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এই কলেজে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ৫ বৎসর ব্যাপী এমবিবিএস কোর্সে শিক্ষাদান পূর্বক ডিগ্রি প্রদান করা হয়।
ভর্তি প্রক্রিয়া
নির্ধারিত সেশনে নিম্নোক্ত যোগ্যতার ভিত্তিতে ছাত্রী ভর্তি করানো হয়।
১. নির্ধারিত সেশনের বৎসর বা তৎপূর্ববর্তী বৎসর পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় সহ এইচ.এস.সি বা তার সমমান পরীক্ষায় ৩.৫ জিপিএ গ্রেডধারী হতে হবে।
২. এস.এস.সি পরীক্ষায়ও উপরোক্ত বিষয় সহ জিপিএ ৩.৫ গ্রেড ধারী হতে হবে।
স্বাস্থ্য বিভাগের মহা পরিচালকের নিয়ন্ত্রণাধীন সরকারী-বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির জন্য সম্মিলিত নির্ধারিত পরীক্ষার মেধা ক্রমানুসারে ভর্তি করানো হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারণ নিম্নরূপ
১.
|
(এস.এস.সি জিপিএ × ৮) + (এইচ.এস.সি জিপিএ × ১২)
|
১০০ নম্বর
|
২.
|
লিখিত পরীক্ষা
|
১০০ নম্বর
|
সর্বমোট নম্বর
|
২০০
|
উপরোক্ত পরীক্ষার মেধা তালিকায় আসার পর প্রার্থীকে আদ-দ্বীন হাসপাতাল বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের আওতায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ সাপেক্ষে ভর্তি করা হয়।
ভর্তি পরীক্ষায় আবেদনের নিয়মাবলী
১) অফিস চলাকালীন সময়ে কলেজ অফিস থেকে ১,০০০ (এক হাজার) টাকার বিনিময়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
২) ২০০ (দুইশত) টাকার বিনিময়ে প্রসপেক্টাস কপিও উক্ত অফিস থেকে সংগ্রহ করতে হবে।
৩) প্রার্থীকে নিজেই ফর্ম পূরণ পূর্বক নিম্নোক্ত কাগজপত্রসহ দাখিল করতে হবে।
(ক) এস.এস.সি পরীক্ষার সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কসিট এবং টেস্টিমোনিয়াল এর সত্যায়িত কপি।
(খ) এইচ.এস.সি পরীক্ষার সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কসিট এবং টেস্টিমোনিয়াল এর সত্যায়িত কপি।
(গ) ৪ কপি রঙীন পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি।
(ঘ) সিটি কর্পোরেশন/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত নাগরিক সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৪) আবেদন পত্র ক্রয়ের মানি রিসিট।
উল্লেখ থাকে যে, ভর্তির সময় সকল সত্যায়িত কপির মূল কপি প্রদর্শন করতে হবে।
সতর্কতা
১) ডিজি হেলথ সার্ভিস কর্তৃক ঘোষিত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত ছাত্রী ভর্তি করানো হয়।
২) নির্দিষ্ট সময়ের মধ্যে মেধা তালিকার ক্রমানুসারে কেউ ভর্তি হতে না পারলে অপেক্ষমান তালিকা থেকে সে স্থান পূরণ করে নেয়া হবে।
৩) অসম্পূর্ণ এবং ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে ঘোষিত হবে। ইচ্ছাকৃত যে কোন প্রকার ভুল তথ্য থাকলে তা আপনা আপনি বাতিল বলে গণ্য হবে।
৪) কলেজের ভর্তি কমিটি কর্তৃক সিদ্ধান্তই সব সময় চূড়ান্ত বলে গণ্য হবে।
ভর্তির সময় যে টাকা (পরিবর্তনশীল) পরিশোধ করতে হবে তা হলো নিম্নরূপ
১.
|
কোর্স ফি
|
৮,৭৫,০০০/-
|
২.
|
ভর্তি ফি
|
২০,০০০/-
|
৩.
|
সেশন ফি (১ম বর্ষ)
|
৬০,০০০/-
|
৪.
|
টিউশন ফি (৫,০০০×৬ মাস)
|
৩০,০০০/-
|
৫.
|
লাইব্রেরী ফি
|
২০,০০০/-
|
৬.
|
জেনারেল ল্যাব ফি
|
২০,০০০/-
|
৭.
|
কম্পিউটার ল্যাব ফি
|
১০,০০০/-
|
৮.
|
ইন্টার্নিশীপ অনারিয়াম
|
১,২০,০০০/-
|
৯.
|
মার্কসিট ভেরিফিকেশন ফি
|
৫,০০০/-
|
১০.
|
ইউনিভার্সিটি রেজিষ্ট্রেশন ফি
|
৩,০০০/-
|
১১.
|
অতিরিক্ত কারিকুলাম ফি
|
১০,০০০/-
|
১২.
|
কশন (ঝুঁকি) ফি
|
১০,০০০/-
|
১৩.
|
আভ্যন্তরীণ পরীক্ষা ও অন্যান্য ফি
|
১৫,০০০/-
|
মোট =
|
১১,৯৮,০০০/-
|
উল্লেখ্য উক্ত হিসাবের সাথে সরকার নির্ধারিত ভ্যাট/ট্যাক্স যুক্ত হবে। তাছাড়া দ্বিতীয় বৎসর থেকে ৬০,০০০ (ষাট হাজার) টাকা করে সেশন ফি দিতে হবে।
শিক্ষক সংখ্যা
১.
|
প্রফেসর
|
১৩ জন
|
২.
|
এসোসিয়েট প্রফেসর
|
১০ জন
|
৩.
|
এসিস্ট্যান্ট প্রফেসর
|
২৪ জন
|
৪.
|
লেকচারার
|
৩৩ জন
|
সর্বমোট =
|
৮০ জন
|
আবাসিক সুবিধা
এই মেডিকেল কলেজটিতে ছাত্রীদের থাকার জন্য একটি আবাসিক হল রয়েছে। হলে সিট পেতে হলে কলেজে যোগাযোগ করতে হবে। ভর্তিকৃত সকল ছাত্রীদের হলে আসন দেওয়ার ব্যবস্থা রয়েছে। হলে থাকা ও খাওয়া বাবদ প্রতি মাসে ৬,০০০ টাকা করে পরিশোধ করতে হবে।
হলের ঠিকানা
আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজে ছাত্রী নিবাস
নতুন – ৪৯, শহীদ সেলিনা পারভিন সড়ক, নিউ সার্কুলার রোড, পশ্চিম মালিবাগ, ঢাকা।
ক্যান্টিন
মেডিকেল কলেজের নিচতলায় জরুরী বিভাগ সংলগ্ন ১টি ক্যান্টিন রয়েছে। এখানে ভাত, মাছ, মাংস, নাস্তা, মিনারেল ওয়াটার প্রভৃতি রয়েছে। অন্যান্য সাধারন হোটেলের সাথে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা হয়। এটি সকাল ৭:০০ টা থেকে রাত ১২:০০ টা পর্যন্ত খোলা থাকে।
বিবিধ
-
বহি:বিভাগ সহ সর্বমোট ৫০০ টি শয্যা হাসপাতালে আছে। বহি:বিভাগের টিকেট মূল্য বিভাগ ভেদে ৩০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত।
-
এই মেডিকেল কলেজটিতে ১টি লাইব্রেরী আছে। লাইব্রেরীতে প্রায় ৫,০০০ পাঠ্যবই আছে। এছাড়া অন্যান্য বই ও ম্যাগাজিনও রয়েছে। লাইব্রেরীটিতে একসাথে ১০০ জন শিক্ষার্থীর বসে বই পড়ার ব্যবস্থা আছে।
-
লাইব্রেরীর পাশাপাশি এখানে ৩টি ল্যাব রয়েছে।
-
এই মেডিকেল কলেজটির শ্রেণীকক্ষসমূহ শীতাতপ নিয়ন্ত্রীত মাল্টিমিডিয়া প্রযুক্তি সম্বলিত ও উন্নত আসন ব্যবস্থা সমৃদ্ধ।
-
এই মেডিকেল কলেজের ছাত্রীদের সাধারণ পোশাকের উপর সাদা রংয়ের এপ্রোন পরে শ্রেণীকক্ষে উপস্থিত হতে হয়।
-
শুক্রবার সকল ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকে। অন্যান্য দিন সকাল ৮:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়।
-
মেডিকেল কলেজটির জন্য ১টি ৬ তলা বিশিষ্ট ভবন রয়েছে যার কিছু অংশ বর্তমানে নির্মাণাধীন।
-
সম্পূর্ণ অরাজনৈতিক মেডিকেল কলেজ বিধায় কোন ছাত্র ইউনিয়ন নেই।
-
ছাত্রী পরিবহনের জন্য মেডিকেল কলেজের নিজস্ব কোন পরিবহন ব্যবস্থা নেই। ছাত্রীদের নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করতে হয়।
-
চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা হয়।
-
বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কলেজের সার্বিক সহযোগিতা পাওয়া যায় এক্ষেত্রে প্রয়োজনীয় তথা, কাগজপত্র ও সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়।
-
নিজস্ব ১টি অডিটোরিয়াম রয়েছে। এর ধারণ ক্ষমতা প্রায় ৪০০ জন।
-
মরণোত্তর দেহদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে মেডিকেল কলেজে জানাতে হবে। তারপর মৃত ব্যক্তির ওয়ারিশদের কোন আপত্তি না থাকলে মরদেহ মেডিকেল কলেজ গ্রহণ করবে।