আধুনিক এবং ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষা দেবার লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে শিক্ষা বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের পথচলা শুরু হয়। এখন এখানে স্কুল এবং কলেজ শাখা চালু রয়েছে। ১৯৯১ সালে মেয়েদের জন্য কলেজ শাখা চালু করা হয় আর ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ছেলেদের জন্য কলেজ শাখার কার্যক্রম শুরু হয়েছে। কলেজ পর্যায়ে এখানে কেবল উচ্চ মাধ্যমিক কোর্সে পড়াশোনা করা যায়।
উত্তরা আজমপুর বাস স্টপেজ থেকে থেকে ১০০ গজ উত্তর দিকে গেলে ল্যাবএইডের একটি শাখা পাওয়া যাবে, সেখান থেকে ২০০ গজ এগোলে পাওয়া যাবে রাজউক উত্তরা মডেল কলেজ। এই রাজউক উত্তরা মডেল কলেজের উত্তরেই হলি চাইল্ড কলেজের অবস্থান।
হলিচাইল্ডইংলিশমিডিয়ামস্কুল
এছাড়া হলি চাইল্ড ইংলিশ মিডিয়াম স্কুল নামে একটি ইংরেজী মাধ্যম স্কুল রয়েছে যেখানে প্লে গ্রুপ থেকে এ-লেভেল পর্যন্ত পড়ানো হয়।
লোকেশন: উত্তরা হাই স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে অবস্থিত।
সময়সূচী
সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাশ চলে:
সকালের শিফট মেয়েদের জন্য: ৯:০০-১২:৩০
বিকালের শিফট ছেলেদের জন্য: ১২:৩০-৫:০০
ভর্তিরযোগ্যতা
বিজ্ঞান
জিপিএ ৩.৫
ব্যবসায় শিক্ষা
জিপিএ ৩.৫
মানবিক
জিপিএ ৩.০
চতুর্থ বিষয় বাদে এ জিপিএ হিসাব করা হয়।
কোন শিক্ষার্থীর পাঠবিরতি থাকলে, ধূমপায়ী বা বিবাহিত হলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয় না।
ভর্তিরপ্রক্রিয়া
বর্তমানে কলেজে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি নেয়া হয়। পূর্ণ ভর্তি প্রক্রিয়া জানতে সরাসরি বা টেলিফোনে যোগাযোগ করতে হবে।
পড়াশোনারখরচ
ভর্তি ফি
বিজ্ঞান বিভাগে ভর্তি ও সেশন ফি একত্রে ৮,৫০০ টাকা
ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি ও সেশন ফি একত্রে ৭,৩০০ টাকা
মানবিক শাখার ভর্তি ও সেশন ফি একত্রে ৬,০০০ টাকা
সকল শাখায় গোল্ডেন A+ প্রাপ্তদের জন্য ভর্তি ফি ৬,০০০ টাকা
সকল শাখায় সাধারন A+ প্রাপ্তদের জন্য ভর্তি ফি ৭,০০০ টাকা
মাসিক বেতন
বিজ্ঞান বিভাগ ১,১০০ টাকা
ব্যবসায় শিক্ষা ১,০০০ টাকা
মানবিক বিভাগ ৯০০ টাকা
গোল্ডেন A+ প্রাপ্তদের কোনো মাসিক বেতন নেই
অবকাঠামো
কলেজ ভবনটি পাঁচতলা বিশিষ্ট। একতলায় অফিস কক্ষের অবস্থান, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় শ্রেণীকক্ষ আর পাঁচতলায় লাইব্রেরী এবং ল্যাবরেটরী।
ভবনটির মেঝে মোজাইক এবং প্রতিটি ফ্লোরেই বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য।
পরীক্ষা নেবার জন্য আলাদা কোন ব্যবস্থা নেই, ক্লাশরুমেই অভ্যন্তরীণ পরীক্ষা নেয়া হয়।
লাইব্রেরী
কলেজ ভবনের পাঁচ তলার উত্তর পার্শ্বে লাইব্রেরীটি অবস্থিত।
লাইব্রেরীতে পাঠ্যবই ছাড়াও গল্প-উপন্যাস সহ বিভিন্ন ধরনের সাহিত্য নির্ভর বই রয়েছে ।
বাঁশ ও কাঠের তৈরি বড় টেবিল এবং কাঠের চেয়ারে বসে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে এখানে।
শিক্ষার্থীরা চাইলে বই বাসায় নিয়ে যেতে পারে। লাইব্রেরীতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।
ল্যাবরেটরী
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পাঁচ তলায় একটি ল্যাবরেটরী ছাড়াও কম্পিউটার ল্যাব রয়েছে ।
ক্লাশরুম
ক্লাশরুমগুলোয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। কাঠের তৈরি বেঞ্চ ও চেয়ার রয়েছে।
একটি ক্লাশরুমে একসাথে ৩০ জন শিক্ষার্থী বসতে পারে।
পরিবহনব্যবস্থা
শুধুমাত্র ছাত্রী পরিবহনের জন্য একটি মিনিবাস রয়েছে। এটি কলেজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাতায়াত করে।
পরিবহন ফি হিসেবে মাসে ২০০০ টাকা দিতে হয়। পরিবহন সেবার জন্য যোগাযোগ: +৮৮০১৭৫৭-৬৫৫০৫৪
পাঠ্যবিষয়
বিজ্ঞান বিভাগ : বাংলা (আবশ্যিক), ইংরেজী(আবশ্যিক), পদার্থবিজ্ঞান(আবশ্যিক), রসায়ন বিজ্ঞান(আবশ্যিক), জীববিজ্ঞান, গণিত এবং কম্পিউটার শিক্ষা।
মানবিক বিভাগ : বাংলা (আবশ্যিক), ইংরেজী(আবশ্যিক), অর্থনীতি, ইসলামের ইতিহাস, সমাজ কল্যাণ, ইসলাম শিক্ষা, কম্পিউটার শিক্ষা।
বাণিজ্য বিভাগ : বাংলা (আবশ্যিক), ইংরেজী(আবশ্যিক), ব্যবসায় নীতি ও প্রয়োগ, হিসাব বিজ্ঞান, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা, কম্পিউটার শিক্ষা।
অভ্যন্তরীণপরীক্ষাপদ্ধতি
উপস্থিতি
৫
সারপ্রাইজ টেস্ট
৩০
লিখিত পরীক্ষা
১০০
মোট
১২৫
ক্লাসে অন্তত ৯০% উপস্থিতি থাকতে হয়।
ইউনিফর্ম
ছেলেদের: সাদা শার্ট, কালো প্যান্ট এবং কালো জুতা।
মেয়েদের: সাদা সেলোয়ার কামিজ এবং ওড়না।
মেধাভিত্তিকবিভিন্নছাড়
এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিও-এর ওপর নির্ভর করে এ ছাড় দেয়া হয়।
গোল্ডেন জিপিএ ৫ (সকল বিষয়ে জিপিএ ৫) প্রাপ্তদের বেতনে ১০০% ছাড় এবং সেশন ফি-এ ৪০% ছাড় দেয়া হয়।
জিপিএ ৫ প্রাপ্তদের সেশন ফি-এ ৩০% ছাড় এবং বেতনে ৫০% ছাড় দেয়া হয়।
জিপিএ ৪.৫০ থেকে ৪.৮০ প্রাপ্তদের সেশন ফি-এ ২০% এবং বেতনে ২৫% ছাড় দেয়া হয়।
এছাড়া অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ছাড় দেয়া হয়।
অন্যছাড়
একই অভিভাবকের খরচে দু’জন শিক্ষার্থী পড়াশোনা করলে প্রত্যেকের মাসিক বেতনে ১০০ টাকা ছাড় দেয়া হয়, আর তিনজন শিক্ষার্থী পড়াশোনা করলে মাসিক বেতনে ২০০ টাকা ছাড় দেয়া হয়।
আবাসনব্যবস্থা
কেবলমাত্র মেয়েদের থাকার জন্য তিনটি হোস্টেল রয়েছে ।
হোস্টেলে পর্যাপ্ত সিট থাকায় ছাত্রীরা চাইলেই হোস্টেলে থাকতে পারে। সিট খালি হওয়ার অপেক্ষা করতে হয় না।
ফি’র বিবরণ
বিজ্ঞান বিভাগ
ব্যবসা বিভাগ
মানবিক বিভাগ
হোস্টেল (মাসিক)
৭,৫০০/-
৭,৫০০/-
৭,৫০০/-
একাডেমিক সুপারভিশন ফি (মাসিক)
৩,৫০০/-
৩,০০০/-
২,৫০০/-
হোস্টেলেরসুযোগসুবিধা
খাওয়ার ব্যবস্থা
চিকিৎসকের তত্ত্বাবধান
নিরাপত্তা
বিনোদন
কাপড় ধোলাই ও ইস্ত্রি
কোরআন শিক্ষা
অন্যান্য পরিচর্যা
হোস্টেলে দাবা, কেরামসহ বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা
সহশিক্ষাকার্যক্রম
নিয়মিত শিক্ষাসফরের আয়োজন করা হয়।
শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন করা হয়।
বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
হস্তশিল্প প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।
সিরাতুন্নবী (স.) উদযাপন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অন্যান্যতথ্য
কলেজটিতে খেলাধুলার জন্য মাঠ না থাকলেও দাবা, ক্যারাম ইত্যাদি ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে।
কলেজের বাইরে গাড়ি পার্কিং-এর ব্যবসথা রয়েছে।
কোন শিক্ষার্থী পড়াশোনায় খারাপ করতে থাকলে সরাসরি অভিভাবকের সাথে আলাপ করে মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।
কেউ কলেজে এসে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।