১। এ কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির পর শুন্য আসনে সরকারী নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। মোট আসন সংখ্যা ও ভর্তির বিস্তারিত নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য www.rajukcollege.info ওয়েবসাইট এবং কলেজ নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
২। কলেজে একাদশ শ্রেণীতে বাংলা মাধ্যম প্রভাতী ও দিবা শিফটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং ইংরেজী মাধ্যম প্রভাতী শিফটে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীরা SMS এর মাধ্যমে আবেদন করতে পারবে, তবে প্রতি ক্ষেত্রেই ফি বাবদ ১২০.০০ (একশত বিশ) টাকা কেটে নেওয়া হবে।
৪। উল্লেখ্য যে, এ কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীকে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে।
৫। আবেদনের নিয়ম: টেলিটক প্রি-পেইড মোবাইলের message অপশনে গিয়ে CAD<space>108573<space> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞানের জন্য- S, মানবিকের জন্য-H, ব্যবসায় শিক্ষার জন্য-B) <space> যে বোর্ড থেকে পাশ করেছে তার নামের প্রথম তিন অক্ষর<space> রোল নম্বর <space> পাসের সন<space>শিফটের নাম (প্রভাতীর জন্য M, দিবার জন্য D) <space> ভার্সন (বাংলা ভার্সনের জন্য B, ইংরেজি ভার্সনের জন্য E) <space> কোটার নাম (মুক্তিযোদ্ধার জন্য FQ, শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তরসমূহ, এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য/শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য EQ, কোটার আওতাধীন না হলে কোন কোটার অপশনে কিছু লিখার প্রয়োজন নেই) লিখে 16222 নম্বরে send করতে হবে। টেলিটক থেকে ফিরতি SMS এর মাধ্যমে পরবর্তী করণীয় সম্পর্কে জানা যাবে।
উদাহরণ: CAD <>108573<> DHA <>123456 <> 2013 <> M <> B <> FQ
৬। এসএমএস এর মাধ্যমে আবেদন করার সময়: ১৮/০৫/১৩ থেকে ০৬/০৬/১৩ তারিখ পর্যন্ত।
৮। ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৬ জুন ২০১৩ তারিখ।
স্কুল শাখায় ভর্তির যোগ্যতা
৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হয়। পরবর্তীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় স্থান পেলে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়।
৭ম থেকে ৯ম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণীতে ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ন হলে ফরম ক্রয় করা যায়। পরবর্তীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় স্থান পেলে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়।
প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তি পরীক্ষায় সুযোগ পেলে শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হয়:
শিক্ষার্থীর ৬ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
স্কুল শাখার ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কসিটের মূল কপি।
কলেজ শাখার ক্ষেত্রে এস.এস.সি পরীক্ষা পাশের নম্বরপত্র ও প্রশংসা পত্রের মূল ও ফটোকপি।
ভর্তি ফি
শ্রেণী
খরচ (টাকা)
৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও একাদশ
(বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক)
১০,০০০
মাসিক বেতন
শ্রেণী
খরচ (টাকা)
৬ষ্ঠ থেকে ৮ম
৮০০-৮৫০
একাদশ-দ্বাদশ
৯৫০
কোর্সের বিবরণ
কোর্সের নাম
আসন সংখ্যা
শিফট
মাধ্যম
৬ষ্ঠ শ্রেণী
৩৫০ টি
প্রভাতি+ দিবা
বাংলা+ ইংরেজী
৯ম শ্রেণী
২১০ টি
প্রভাতি+ দিবা
বাংলা+ ইংরেজী
একাদশ শ্রেণী
-
প্রভাতি+ দিবা
বাংলা+ ইংরেজী
ড্রেস কোড
স্কুল শাখা
ছেলেদের
মেয়েদের
সাদা শার্ট ও নীল প্যান্ট, সাদা জুতা
নেভী ব্লু জামা, সাদা পাজামা, সাদা জুতা
কলেজ শাখা
ছেলেদের
সাদা শার্ট, নীল প্যান্ট, সাদা জুতা
ক্লাস
ক্লাস সমূহে বসার জন্য কাঠের বেঞ্চ ও টেবিল রয়েছে। ক্লাস সমূহে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রয়েছে। এই কলেজের ক্লাস রুমে মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই।
ক্লাস সময়
এই শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি শিফটে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
শাখার সময়
সময়
প্রভাতি
সকাল ৭.৪৫ টা থেকে দুপুর ১২.৩০ টা
দিবা
১২.৪৫ টা থেকে বিকাল ৫.৩০ টা
শিক্ষক
এখানে মোট ১৭২ জন শিক্ষক রয়েছেন।
বৃত্তি/ ছাড়
পরীক্ষায় মেধা তালিকায় স্থানকারীদের জন্য বৃত্তি বা ছাড়ের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র টিউশন ফি ছাড় দেওয়া হয়। তবে তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী।
মূল্যায়ন পত্র প্রদান
শিক্ষার্থীদের মূল্যায়ণপত্র মত বিনিময় সভার আয়োজন করে অভিভাবকদের কাছে দেওয়া হয়।
বিবিধ
কলেজের বাইরে একত্রে ৩০ থেকে ৪০ টি গাড়ি একত্রে পার্কিং করা যায়।
অভিভাবকদের জন্য প্রধান ফটক সংলগ্ন উত্তর পার্শ্বে বসার ব্যবস্থা রয়েছে।
খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে। যেখানে ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলার ব্যবস্থা রয়েছে।
এই কলেজ থেকে ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা নেই।
কলেজে এসে কোন শিক্ষার্থী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই।
কলেজটির নীচতলার পূর্ব পার্শ্বে ক্যান্টিন রয়েছে। এখানে নানা ধরণের কোল্ড ড্রিংকস, মিনারেল ওয়াটার, সিঙ্গার ও সমুচা পাওয়া যায়।
লাইব্রেরী সুবিধা রয়েছে। লাইব্রেরীতে বসার জন্য চেয়ার ও টেবিলের ব্যবস্থা রয়েছে। লাইব্রেরীতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই।