মেট্রোপলিস কলেজ ১৯৯০ সালে ঢাকা মহানগরীর আজিমপুর এলাকায় প্রতিষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভের পর পরবর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়। চকবাজার, লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর থানার একমাত্র বেসরকারী ডিগ্রী কলেজ। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ড. আ.ফ.ম আজিজ-উল হক সদ্য পাশ করা মাস্টার্স ডিগ্রী-হোল্ডার একদল তরুণ-তরুণীর প্রত্যক্ষ সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কলেজটি ১৯৯৪ সালে এমপিওভূক্ত (শিক্ষক-কমর্চরীদের বেতন-ভাতার সরকারী অংশ প্রাপ্ত) হয়। ১৯৯৭ সালে সাবেক সংসদ সদস্য হাজী মোঃ সেলিম শিক্ষা মন্ত্রণালয়ের অনুমিতক্রমে ঢাকা লালবাগের প্রাণকেন্দ্র রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাব মাঠে মেট্রোপলিস কলেজটি স্থানান্তর করেন। বতর্মানে মেট্রোপলিস কলেজ এক একর জায়গার উপর একটি পাঁচতলা ভবন এবং একটি টিনশেড বিল্ডিং নিরাপদ বেষ্টনি বিশিষ্ট মনোরম প্রাকৃতিক পরিবেশে ছাত্র-ছাত্রীদের যুগোপযুগী শিক্ষাদান করছে.।