২০১৪ সালের একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য জানতে
বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই কলেজটিতে একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাঠদান করা হয়। ছেলে ও মেয়ে উভয়েরই পাঠদানের ব্যবস্থা রয়েছে। এই কলেজের ইআইএন নাম্বার ১০৭৮৫৪।
শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত মোবাইল ফোনে এস.এম.এস এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন করতে হয়। এছাড়া কাঙ্ক্ষিত জিপিএ ধারীদের সরাসরি ভর্তি করা হয়।
এস.এম.এস ভর্তি যোগ্যতা:
বিজ্ঞান বিভাগ
জিপিএ ৪.৫০
ব্যবসায় শিক্ষা বিভাগ
জিপিএ ৩.৫০
মানবিক বিভাগ
জিপিএ ২.০০
সরাসরি ভর্তি যোগ্যতা:
বিজ্ঞান বিভাগ
জিপিএ ৫.০০
ব্যবসায় শিক্ষা বিভাগ
জিপিএ ৪.৫০
মানবিক বিভাগ
জিপিএ ২.৫০
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র:
ভর্তির সময় ১ম শ্রেণির গেজেটেড অফিসার/শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি, মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি, মূল টেস্টিমোনিয়াল ও ফটোকপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
নৌবাহিনী/সামরিক বাহিনী এমইএস (নৌ) এবং এসএফসি (নৌ) এবং প্রতিরক্ষা খাত হইতে বেতনভুক্ত সদস্যের সন্তানদের বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র।
মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তির জন্য পিতার মুক্তিযুদ্ধের মূল সনদপত্র ও ফটোকপি এবং নাগরিকত্বের সনদপত্রের মূলকপি সাথে আনতে হইবে।
কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় ৫ কপি পাসপোর্ট সাইজ ও ৫ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি
পরিচয় পত্র প্রস্তুতের জন্য সকলকে রক্তের গ্রুপ নির্ণয়পূর্বক লিখিত কাগজ জমা দিতে হবে।
ইউনিফর্ম:
বালক
নেভি ব্লু প্যান্ট, সাদা শার্ট, ডাবল পকেট, কাঁধে ফ্ল্যাপ।
বালিকা
নেভি ব্লু কামিজ, কাঁধে ফ্ল্যাপ, সাদা দোপাট্টা, সাদা সালোয়ার, কালো মোজা, কালো জুতা।