মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের নামানুসারে ঢাকার পিলখানার অভ্যন্তরে অবস্থিত “বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ” ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিজিপি’র অন্তর্ভুক্ত।
অবস্থান
বিজিপি (বিডিআর সদর দপ্তর) ৫ নং গেটের ১০০ গজ উত্তর দিকে এই কলেজটি অবস্থিত।
ঠিকানা
পিলখানা, বিজিপি (বিডিআর সদর দপ্তর) ৩ নং গেইট, ঢাকা।
এই প্রতিষ্ঠানে কেজী শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যায়নের সুযোগ রয়েছে। এখান থেকে যেসকল পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে সেগুলো হলো -
প্রাথমিক শিক্ষা সমাপনী
জুনিয়র সমাপনী
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি)
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি)
ভর্তির যোগ্যতা
স্কুল শাখায় ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকা অনুসারে ভর্তি করা হয়।
কলেজ শাখায় ভর্তির ক্ষেত্রে এস.এম.এস পদ্ধতি অনুসরণ করা হয়।
একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি: ২০১২
বিভাগ
ন্যূনতম যোগ্যতা
আসন সংখ্যা
(প্রভাতী শাখা-ছাত্রী)
আসন সংখ্যা
(দিবা শাখা-ছাত্রী)
আবেদনের তারিখ
বিজ্ঞান
জিপিএ ৫
২৬০
৫২০
সাধারণ ছাত্র-ছাত্রী ১২/৫/১২ থেকে ৬/৬/১২ পর্যন্ত ফলাফল পুন: নিরীক্ষণকারীদের ১৪/৬/২০১২
ব্যবসায় শিক্ষা
জিপিএ ৪.৩৮
২২০
২২০
মানবিক
জিপিএ ৩.০০
১০০
১০০
প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সকল ছাত্র-ছাত্রীকে নিম্নরূপ পদ্ধতিতে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হয়।
টেলিটক প্রি-পেইড মোবাইলের Message আপশনে গিয়ে CAD <space> কাঙ্খিত কলেজের EIIN <space> কাঙ্খিত গ্রুপের নামের প্রথম অক্ষর <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> এসএসসি/ সমমানের পরীক্ষার রোল নম্বর <space> পাসের সন <space> শিফটের নাম <space> ভার্সন <space> কোটার নাম লিখে Send করতে হয় 16222 নম্বরে।
উদাহরণ
CAD 108161 S DHA 123456 2012 M B FQ লিখে16222 নম্বরে সেন্ড করতে হয়। এখানে,
108161 = বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের EIIN নম্বর।
S = কাঙ্খিত গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞান এর জন্য S, ব্যবসায় শিক্ষার জন্য B, মানবিক এর জন্য H লিখতে হবে)
DHA = এসএসসি পাসকৃত বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: DHA= DHAKA BOARD)
123456 = আবেদনকারীর এসএসসি পরীক্ষার রোল নম্বর
2012 = আবেদনকারীর এসএসসি পরীক্ষার পাসের সন
M = আবেদনকারীর শিফটের নামের প্রথম অক্ষর (ছেলেরা D এবং M মেয়েরা লিখবে)
B = বাংলা ভার্সনের জন্য B লিখতে হয় (ইংরেজি ভার্সন নেই)।
FQ = মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রণালয়, এর অধস্তন দপ্তর সমূহ এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য FQ বিডিবি সন্তানদের জন্য SQ এবং লিখতে হয়। কোটার আওতাধীন না হলে কিছু লিখতে হয় না।
ফিরতি এসএমএস-এ আবেদকারীর নাম, কলেজের নাম, গ্রুপের নাম এবং শিফটসহ ফী বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হয়। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে CAD <space> Yes<space> PIN <space> Contact Number (নিজের ব্যবহৃত যে কোন মোবাইল নম্বর) লিখে Send করতে হয় 16222 নম্বরে।
বিজিবি ও প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ভর্তি সংক্রান্ত তথ্যাবলি প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড থেকে জানতে পারে।
ফলাফল: নির্বাচিত ও অপেক্ষমান তালিকা বিজিবি সকল গেইট এবং প্রতিষ্ঠানের ওয়েব সাইটে দেয়া হয় এবং সম্ভব হলে ঐ দিন থেকে ভর্তি শুরু হয়।
বিস্তারিত তথ্য: বিজিবি ৩ ও ৪ নং গেটের তথ্য কেন্দ্রে ও প্রতিষ্ঠানের ওয়েব সাইটে পাওয়া যায়।
ভর্তি প্রক্রিয়া
ভর্তি ফরম পূরণ করে কলেজ অফিসে জমা দিতে হয়।
ফরমের সাথে এস.এস.সি পরীক্ষার মার্কসীট, সনদপত্র এর সত্যায়িত ফটোকপি ও
আবেদন ফরমের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হয়।
ফরম জমাদানের তারিখ শেষে নির্ধারিত তারিখে জি.পি.এ – ভিত্তিতে মেধাক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল ওয়েব সাইট ও কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশের ৭ কার্য দিবসের মধ্যে ভর্তি হতে হয়। এর পরবর্তীতে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের অগ্রাধিকার প্রদান করা হয়।
খরচ
ভর্তি ফি ১১,০০০ টাকা
মাসিক বেতন ৮০০ টাকা (সকল বিভাগ)
দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কোন সেশন ফি প্রদান করতে হয় না।
ড্রেসকোড
এই কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নির্দিষ্ট ড্রেসকোড রয়েছে।
সাদা শার্ট (পকেটে কলেজের মনোগ্রাম যুক্ত ব্যাজ)
এ্যাশ কালার প্যান্ট
কালো রঙের সু
ক্লাশের সময়সূচী
সকাল ৭.৫০ টা থেকে বিকাল ৪.১৫ টা পর্যন্ত ক্লাস হয়। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি ৫০ মিনিট। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
মর্নিং শিফট (সকাল ৭.৫০ টা থেকে সকাল ১১.৫০ টা পর্যন্ত) – স্কুল শাখা
ইভেনিং শিফট (সকাল ১১.৫০ টা থেকে বিকাল ৪.১৫ টা পর্যন্ত) – কলেজ শাখা
শিক্ষকবৃন্দ
এই কলেজে পাঠরত শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৬০ জন স্থায়ী শিক্ষক রয়েছেন।
ল্যাবগুলো
শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় হাতে-কলমে শিক্ষা প্রদানের জন্য ৫ টি বিষয়ভিত্তিক ল্যাব রয়েছে। ল্যাবগুলো হলো -
কম্পিউটার
রসায়ন
পদার্থ
উদ্ভিদ বিদ্যা
প্রাণী বিদ্যা
লাইব্রেরী
কলেজের লাইব্রেরীটি কলেজ ভবনের উত্তর পাশে অবস্থিত। লাইব্রেরীতে সকল ক্লাশের সিলেবাস ভিত্তিক বইয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন জাগতিক বিষয়ের বইও রয়েছে। যেমন – বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, গল্প, ধর্মীয়। লাইব্রেরী সকলের জন্য উন্মুক্ত। লাইব্রেরীতে বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরী থেকে বই বাসায় নিয়ে যেতে হলে লাইব্রেরী রেজিষ্ট্রারে আইডি কার্ড নিবন্ধন করে ১ সপ্তাহের জন্য বই বাসায় নিয়ে যাওয়া যায়।
ক্যান্টিন
কলেজের নিজস্ব একটি ক্যান্টিন রয়েছে। কলেজ চলাকালীন সময়ে ক্যান্টিনটি খোলা থাকে। ক্যান্টিনে বিভিন্ন ধরনের ফাষ্ট ফুড আইটেমের খাবার পাওয়া যায়। যেমন –
সিঙ্গারা ৫ টাকা
সমুচা ৫ টাকা
বেগুনী ৫ টাকা
ভেজিটেবল রোল ১০ টাকা
বিফ বার্গার ১৫ টাকা
মিনারেল ওয়াটার (৫০০ মি.লি) ১২ টাকা
এক্সট্রা কারিকুলাম
সহশিক্ষা কার্যক্রম হিসেবে একটি ডিবেটিং ক্লাব রয়েছে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ক্লাবের সদস্য সংগ্রহ করা হয়।
ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিবিধ
কলেজে এসে কোন শিক্ষার্থী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।