স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মরণে “বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল এন্ড কলেজ” ১৯৭৭ ইং সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিজিপি’র অন্তর্ভুক্ত।
অবস্থান
বিজিপি ৩ নং গেট থেকে ২০০ গজ উত্তর দিকে পিলখানার অভ্যন্তরে এই কলেজটি অবস্থিত।
এই প্রতিষ্ঠানে কেজি শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যায়নের সুযোগ রয়েছে। এখান থেকে যেসকল পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে সেগুলো হলো -
প্রাথমিক শিক্ষা সমাপনী
জুনিয়র সমাপনী
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি)
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি)
ভর্তির যোগ্যতা
স্কুল শাখায় ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকা অনুসারে ভর্তি করা হয়।
কলেজ শাখায় ভর্তির ক্ষেত্রে এস.এম.এস পদ্ধতি অনুসরণ করা হয়। এস.এম.এস প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
খরচ
ভর্তি ফি ১১,০০০ টাকা
মাসিক বেতন ৮০০ টাকা (সকল বিভাগ)
ক্লাশের সময়সূচী
সকাল ৭.৫০ টা থেকে বিকাল ৪.১৫ টা পর্যন্ত ক্লাস হয়। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি ৫০ মিনিট। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
মর্নিং শিফট (সকাল ৭.৫০ টা থেকে সকাল ১১.৫০ টা পর্যন্ত) – স্কুল শাখা
ইভেনিং শিফট (সকাল ১১.৫০ টা থেকে বিকাল ৪.১৫ টা পর্যন্ত) – কলেজ শাখা
ড্রেসকোড
এই কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নির্দিষ্ট ড্রেসকোড রয়েছে।
সাদা শার্ট (পকেটে কলেজের মনোগ্রাম যুক্ত স্টিকার)
নেভী ব্লু প্যান্ট
কালো রঙের সু
শিক্ষকবৃন্দ
এই কলেজে পাঠরত শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৬৮ জন স্থায়ী প্রফেসর রয়েছেন।
লাইব্রেরী
কলেজের লাইব্রেরীটি কলেজ ভবনের উত্তর পাশে অবস্থিত। লাইব্রেরীতে সিলেবাস ভিত্তিক বইয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন জাগতিক বিষয়ের বইও রয়েছে। যেমন – বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, গল্প, ধর্মীয়। লাইব্রেরী সকলের জন্য উন্মুক্ত। লাইব্রেরীতে বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরী থেকে বই বাসায় নিয়ে যেতে হলে লাইব্রেরী রেজিষ্ট্রারে আইডি কার্ড নিবন্ধন করে ১ সপ্তাহের জন্য বই বাসায় নিয়ে যাওয়া যায়।
ল্যাবগুলো
শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় হাতে-কলমে শিক্ষা প্রদানের জন্য ৫ টি বিষয়ভিত্তিক ল্যাব রয়েছে। ল্যাবগুলো হলো -
কম্পিউটার
রসায়ন
পদার্থ
উদ্ভিদ বিদ্যা
প্রাণী বিদ্যা
আবাসিক সুবিধা
১ টি আবাসিক হল রয়েছে
শুধুমাত্র ছাত্রদের জন্য
এই হলে বিজিপি সদস্যদের পোষ্যদের থাকার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়
হলটি বিজিপি ১ নং গেটের পাশে অবস্থিত।
ক্যান্টিন
কলেজের নিজস্ব একটি ক্যান্টিন রয়েছে। কলেজ চলাকালীন সময়ে ক্যান্টিনটি খোলা থাকে। ক্যান্টিনে বিভিন্ন ধরনের ফাষ্ট ফুড আইটেমের খাবার পাওয়া যায়। যেমন –
সিঙ্গারা ৫ টাকা
সমুচা ৫ টাকা
ভেজিটেবল রোল ১০ টাকা
বিফ বার্গার ১৫ টাকা
মিনারেল ওয়াটার (৫০০ মি.লি) ১২ টাকা
এক্সট্রা কারিকুলাম
সহশিক্ষা কার্যক্রম হিসেবে একটি ডিবেটিং ক্লাব রয়েছে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ক্লাবের সদস্য হওয়া যায়।
ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিবিধ
কলেজে এসে কোন শিক্ষার্থী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।