মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা) ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রথম সারির কলেজগুলোর মধ্যে একটি। এখানে আলাদা আলাদাভাবে ছাত্র-ছাত্রী উভয়ের পাঠদান করা হয়। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটির অর্ধেক ব্যয়ভার সরকারীভাবে বহন করা হয়। এই কলেজটির মতিঝিল ছাড়াও বনশ্রী ও মুগদা এলাকায় আরও ২ টি ক্যাম্পাস রয়েছে।
অবস্থান
বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল গেট থেকে ২০ গজ পশ্চিম দিকে এবং মতিঝিল কলোনী জামে মসজিদ সংলগ্ন স্থানে এই কলেজটি অবস্থিত।
এই কলেজের স্কুল শাখা থেকে এস.এস.সি পাশকৃত শিক্ষার্থীদের ভর্তি করার পর যদি আসন খালি থাকে সেক্ষেত্রে খালি আসনসমূহে বহিরাগত শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
ভর্তি ফরমের মূল্য ৮০.০০ টাকা।
ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা –
বহিরাগতদেরক্ষেত্রে
বিজ্ঞান
জিপিএ৫.০০
ব্যবসায়শিক্ষা
জিপিএ৪.২৫
মানবিক
জিপিএ৩.০০
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ জি.পি.এ ৪.৭৫ থেকে ৫.০০ প্রাপ্ত ছাত্রীগণ যে কোন বিভাগে এবং এর কম জিপিএ প্রাপ্ত ছাত্রীগণ ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগে ভর্তি হতে পারে।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ সকল ছাত্রী ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগে ভর্তি হতে পারে।
গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে প্রার্থীত গ্রুপের জন্য নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকলেই সেই গ্রুপে আবেদন করতে পারে।
ভর্তিরজন্যআবেদনকরতেএস.এম.এসকরারনিয়মাবলী
যে কোন টেলিটক মোবাইল সংযোগ থেকে এস.এম.এস করতে হয়।
বিজ্ঞান বিভাগ: CAD108277 S First Three Letters of Board SSC Roll Passing Year M
For Example: CAD<space>108277<space>S<space>DHA<space>XXXXXX<space>Year<space>M
মানবিক বিভাগ: CAD108277 H First Three Letters of Board SSC Roll Passing Year M
For Example: CAD<space>108277<space>H<space>DHA<space>XXXXXX<space>Year<space>M
ব্যবসায় শিক্ষা বিভাগ: CAD108277 B First Three Letters of Board SSC Roll Passing Year M
For Example: CAD<space>108277<space>B<space>DHA<space>XXXXXX<space>Year<space>M
মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মেসেজ অপশন এর সর্বশেষে FQ অন্যান্য কোটার ক্ষেত্রে EQ টাইপ করতে হবে। ফিরতি এস.এম.এস এ আবেদনকারীর নাম, কলেজের নাম, গ্রুপের নাম এবং শিফটসহ ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে পিন নম্বর প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে অপশনে গিয়ে CAD<space>YES<space>Pin Number<space>Contact Number
ফলাফল: ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম এস.এম.এস, প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং www.educationboard.gov.bd এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমে মন্ত্রণালয় ও বোর্ড নীতিমালা অনুসরণ করা হয়।
বিভাগওয়ারীপাঠ্যবিষয়সমূহ
বিজ্ঞান
ব্যবসায় শিক্ষা
মানবিক
আবশ্যিক বিষয়
আবশ্যিক বিষয়
আবশ্যিক বিষয়
১. বাংলা
২. ইংরেজি
১. বাংলা
২. ইংরেজি
১. বাংলা
২. ইংরেজি
নৈর্বাচানিক বিষয় (ডাক্তারী পূর্ব)
১. পদার্থ বিজ্ঞান
২. রসায়ন বিজ্ঞান
৩. জীব বিজ্ঞান
৪. চতুর্থ বিষয়: গণিত
নৈর্বাচনিক বিষয়: ২ টি
১. হিসাববিজ্ঞান
২. ব্যবসায় নীতি ও প্রয়োগ
নৈর্বাচনিক বিষয়: ২ টি
১. অর্থনীতি/ইসলামের ইতিহাস
২. পৌরনীতি/সমাজকল্যাণ
(কারিগরী পূর্ব)
১. পদার্থ বিজ্ঞান
২. রসায়ন বিজ্ঞান
৩. গণিত
৪. চতুর্থ বিষয়: জীববিজ্ঞান
১ টি নৈর্বাচনিক ও ১ টি ঐচ্ছিক বিষয়
১. পরিসংখ্যান
২. অর্থনীতি ও বা. ভূগোল
৩. কম্পিউটার শিক্ষা
১ টি নৈর্বাচনিক ও ১ টি ঐচ্ছিক
১. যুক্তিবিদ্যা
২. ইসলাম শিক্ষা
৩. গা: ভর্থনীতি/পরিসংখ্যান
৪. মনোবিজ্ঞান
৫. ভূগোল
ভর্তিপ্রক্রিয়া
এস.এস.সি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের মূলকপি ভর্তির সময় জমা দিতে হয়। জমা দেয়ার আগে অবশ্যই ছাত্রীর নিজের নিকট ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের রাখতে হয়।
পাঠ্য বিরতি থাকলে উপযুক্ত কারণ দর্শাতে হয়।
অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা ভুল তথ্য সম্বলিত ভর্তি ফরম বাতিল বলে গণ্য হয়।
কোন বিভাগে ভর্তি হওয়ার পর উক্ত বিভাগ পরিবর্তনের অনুমতি দেয়া হয় না।
যে কোন বিভাগে যে কোন বিষয়ে যথেষ্ট সংখ্যক ছাত্রী না হলে ছাত্রীদের উক্ত বিষয়টি নেয়ার অনুমতি দেয়া হয় না। ভর্তির পর কোন বিষয় পরিবর্তন করলেও গৃহীত নতুন বিষয়ের জন্য নির্ধারিত ফি (যদি প্রযোজ্য হয়) দিতে হবে কিন্তু জমা দেয়া অনুরূপ ফি ফেরত দেয়া হয় না। গবেষণাগারের ফি ফেরৎযোগ্য নয়।
ভর্তি হওয়ার ১৫ (পনের) দিনের মধ্যে কলেজের নির্ধারিত পোশাক সাদা সালোয়ার কামিজ, সাদা ওড়না ও সাদা এ্যাপ্রোন এবং সাদা মোজাসহ সাদা কেডস ও কার্ডিগান কলেজ থেকে নির্ধারিত মূল্যে সরবরাহ করা হয়।
বিবাহিত মেয়েরা অত্র কলেজে ভর্তি হতে পারে না। যদি পাঠ-চলাকালীন অবস্থায় কোন ছাত্রীর বিবাহ হয় তবে প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র দেয়া হয়।
ভর্তির নির্ধারিত দিনই পোশাকের মাপ দিতে হয়।
মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র ছাড়া কোন ছাত্রীকে ভর্তি করা হয় না।
ভর্তিফি
ক্রম
খাতের নাম
টাকার পরিমাণ
১
ভর্তি ফি
৮০০
২
বোর্ড রেজি ফি (এককালীন)
১৬৭
৩
সেশন চার্জ
৩,০০০
৪
ডায়েরী, সিলেবাস, বর্ষপঞ্জী, পরিচয় পত্র (এককালীন)
৩০০
৫
উন্নয়ন ফি (এককালীন)
৫,০০০
৬
জামানত (৫০% ফেরতযোগ্য) (এককালীন)
১০০
৭
রোভার ও রেঞ্জার ফি (বার্ষিক)
৩৭
৮
নবীন বরন ও বিদায় অনুষ্ঠান (এককালীন)
৪০০
৯
বেতন (ভর্তি মাসের)
৮০০
মোট
১০,৬০৪
১০
গবেষণা ফি (কম্পিউটার) (বার্ষিক)
৫০০
১১
গবেষণা ফি (কম্পিউটার ব্যাতিত) প্রতি বিষয় (বার্ষিক)
১০০
ক্লাসেরসময়সূচীওশিফট
এই কলেজটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের দুইটি শিফটে পাঠদান করা হয়। মর্নিং শিফট ও ডে শিফট। মর্নিং শিফটের ক্লাস শুরু হয় সকাল ৮.০০ টায় এবং শেষ হয় দুপুর ১.০০ টায়।
আর ডে শিফট – এর ক্লাস শুরু হয় দুপুর ১.১৫ টায় এবং শেষ হয় বিকাল ৫.০০ টায়। ১ম বর্ষের শিক্ষারথীদের পাঠদান করা হয় মর্নিং শিফটে এবং ডে শিফটে ২য় বর্ষের শিক্ষার্থীদের পাঠদান করা হয়। সাপ্তাহিক ছুটি ২ দিন। শুক্রবার ও শনিবার।
শিক্ষকসংখ্যা
এই কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠদান করার জন্য ২৫০ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রফেসরের সংখ্যা ৫৮ জন। সকল শিক্ষকই স্থায়ী।
ড্রেসকোড
শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট ড্রেস পরিধান করে ক্লাসে উপস্থিত হতে হবে। যেমন – সাদা সালোয়ার কামিজ, সাদা পায়জামা, সাদা ওড়না ও সাদা কেডস।
ক্লাসসমূহওপরীক্ষাকক্ষ
কলেজের ক্লাসসমূহ শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও প্রতিটি ক্লাসে ৫ টি করে ফ্যান রয়েছে। ক্লাসগুলোতে বসার জন্য কাঠের বেঞ্চ রয়েছে। আর ক্লাসের সামগ্রিক পরিবেশও ভাল।
পরীক্ষা গ্রহণের জন্য আলাদা কোন পরীক্ষা কক্ষ নেই। শ্রেণীকক্ষগুলোতেই পরীক্ষা গ্রহণ করা হয়।
লাইব্রেরী
কলেজ ভবনের নিচতলায় কলেজের লাইব্রেরীর অবস্থান।বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের বিভিন্ন বিষয়ের বই ছাড়াও অন্যান্য সহ শিক্ষামূলক বইয়ের সমন্বয়ে এই লাইব্রেরীতে মোট ৩,০০০ বই রয়েছে।
লাইব্রেরীতে বসে বই পড়ার তেমন কোন ব্যবস্থা নেই। লাইব্রেরী কার্ড জমা দিয়ে সর্বোচ্চ ৭ দিনের জন্য বই বাসায় নিয়ে যাওয়া যায়। পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে বই ফেরৎ দিতে হয়।
লাইব্রেরী থেকে নিয়ে যাওয়া বই যদি কোন কারণে হারিয়ে যায় তাহলে বইয়ের বর্তমান বাজার মূল্যের সাথে জরিমানা হিসেবে অতিরিক্ত ২০ টাকা পরিশোধ করতে হয়।
ল্যাবসমূহ
এই কলেজটিতে ব্যবহারিক ক্লাসের জন্য বিষয়ভিত্তিক ল্যাব রয়েছে। যেমন – কম্পিউটার ল্যাব, পদার্থ বিজ্ঞান ল্যাব, রসায়ন ল্যাব, মনোবিজ্ঞান ল্যাব। প্রতিটির কার্যক্রম কোর্সভেদে পরিচালনা করা হয়।
কলেজভবন
এই কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য ২ টি ভবন রয়েছে। ভবন দুইটিতে মোট ১২০ টি কক্ষ রয়েছে।
প্রশাসনিক ভবনে রয়েছে টিচার্স রুম, অধ্যক্ষ রুম, লাইব্রেরী, ক্যাফেটেরিয়া। আর একাডেমিক ভবনের কক্ষগুলোতে ক্লাশ চলে।
পরিবহনব্যবস্থা
এই কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আনা নেওয়া করার জন্য ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান থেকে নিয়মিত শিক্ষার্থীদের আনা-নেওয়া করার জন্য ৫ টি বাস রয়েছে।
স্থান
ছাড়ার সময়
কলেজ থেকে ছাড়ার সময়
যাত্রাবাড়ী
সকাল ৭.২০ মিনিটে।
দুপুর ১.১৫ মিনিটে
বিকাল ৫.২০ মিনিটে
মহাখালী
সকাল ৭.২০ মিনিটে
ফার্মগেট
সকাল ৭.০০ মিনিটে
আজিমপুর
সকাল ৭.২০ মিনিটে
ক্লাবসমূহ
এই কলেজটিতে ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক পরিষদ, ইংলিশ সোসাইটি এবং অত্যন্ত চৌকস বি.এন.সি.সি ও স্কাউট দল রয়েছে। এই ক্লাবগুলোর অবস্থান একাডেমিক ভবনের ৪র্থ তলায়।
আর নামাজের স্থান ২য় তলায় ও অডিটোরিয়ামের অবস্থান ৩য় তলায়।
শিক্ষার্থীদেরকরণীয়
কলেজের ক্লাস শুরু হওয়ার ১৫/২০ মিনিট পূর্বে কলেজে উপস্থিত হওয়া যাবে। এর আগে কলেজে উপস্থিত হওয়া যাবে না। ক্লাস শুরু হওয়ার সময় অতিবাহিত হওয়ার পর কোন শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করার অনুমতি দেয়া হয় না।
কলেজের নির্ধারিত পোশাক পরিধান করে কলেজে আসতে হবে। অন্যথায় শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেয়া হয় না।
সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে কলেজে উপস্থিত হতে হবে।
প্রতিদিন সমাবেশে শৃঙ্খলার সাথে যোগ দিতে হবে এবং জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করতে হয়।
শিক্ষকের অনুপস্থিতে শ্রেণী মনিটর শ্রেণী-শৃঙ্খলা বজার রাখার দায়িত্ব পালন করবে। কোন অবস্থাতেই শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
কলেজে এসে নির্ধারিত আসনে বসে পরবর্তীতে কোন অবস্থাতেই আসন পরিবর্তন করা যায় না।
প্রতিদিনের বাড়ির কাজ সম্পূর্ণ করে, ডাইরী লিখে কলেজে আসতে হবে। কলেজের শ্রেণীকক্ষে কোনভাবেই উপরোক্ত কাজগুলো করা যাবে না।
কলেজের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে সচেষ্ট হতে হবে।
রুটিন মাফিক বই, খাতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাথে আনতে হবে।
পরীক্ষার উত্তরপত্র পাওয়ার ৭ দিনের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ পূণরায় জমা দিতে হবে।
ফলাফল পাওয়ার ৭ দিনের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ জমা দিতে হবে।
ডাইরি বার্ষিক/নির্বাচনী পরীক্ষা শুরুর আগের দিন অভিভাবকের স্বাক্ষরসহ শ্রেণী শিক্ষকের নিকট জমা দিতে হয়।
অসুস্থতা জনিত কারণে অনুপস্থিত থাকলে ডাক্তারের সার্টিফিকেটসহ আবেদন করতে হয়।
সকল সেশনের বেতন ঐ সেশনের প্রথম মাসের ৫, ১৫, ও ২৫ তারিখে পরিশোধ করতে হয়। দীর্ঘমেয়াদি ছুটির ক্ষেত্রে খোলার তারিখে বেতন প্রদান করতে হয়।
প্রতিটি বিষয়/পত্রে ১০ টি ক্লাশ নেওয়ার পর শ্রেণী অভিক্ষা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষার্থীকে এই অভীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
বিবিধ
শিক্ষার্থীদের জন্য আবাসিক কোন হল নেই।
কলেজের ভেতরে ছোট একটি খেলার মাঠ রয়েছে। এই মাঠে ছাত্রীরা বিভিন্ন খেলাধুলা করে থাকে।
কলেজের অভ্যন্তরে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। কলেজ চলাকালীন সময়ে ক্যাফেটেরিয়া খোলা থাকে। এখানে কেক, পাউরুটি, কলা ইত্যাদি পাওয়া যায়।
কলেজে এসে কোন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।
বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা হয়। যেমন – শিক্ষা বিষয়ক সেমিনার, অভ্যর্থনা সেমিনার ইত্যাদি।