এটি ঢাকার একটি বিশিষ্ট এবং প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। জন্মলগ্ন থেকে পরীক্ষাগুলোতে ভাল ফলাফলের জন্য এটি বিশেষত্বের স্বাক্ষর রেখে চলেছে। এটি একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান।
মনিপুর স্কুল এন্ড কলেজ থেকে ২০০ গজ উত্তর পশ্চিম কোণে অবস্থিত অথবা সুরভী ভবন থেকে ১০০ ঘজ পশ্চিমে অবস্থিত অথবা মিরপুর ১৪ নম্বর বাস টার্মিনালের মোড় থেকে ৪০০ গজ পশ্চিম দিকে গিয়ে উত্তর কোণে এটি অবস্থিত।
অবকাঠামো
এখানে ২টি ভবন রয়েছে। প্রথম ভবনটি ৮তলা বিশিষ্ট এবং দ্বিতীয় ভবনটি ৫তলা বিশিষ্ট। এছাড়াও রয়েছে বিশাল একটি মাঠ এবং এটি নিজস্ব। প্রথম ভবনটি মাঠের দক্ষিণ পাশে এবং দ্বিতীয় ভবনটি মাঠের পশ্চিম কোনে অবস্থিত।
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি:
ভর্তি ফি
মানবিক শাখায় ভর্তি ফি ৭০০০-৮০০০ টাকা।
ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি ফি ৯০০০-১০০০০ টাকা।
বিজ্ঞান শাখায় ভর্তি ফি ১০০০০-১২০০০ টাকা।
কোর্সের বিবরণ
বিজ্ঞান, বানিজ্য এবং মানবিক বিভাগে কোর্সগুলো সাধারনত ২ বছর মেয়াদের হয়ে থাকে।
কোর্স সম্পন্ন করতে ৪০০০০-৫০০০০ টাকা খরচ হয়ে থাকে।
কোর্সের পরীক্ষা ফি, সেশন চার্জসহ অন্যান্য খরচ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বা অফিসে পরিশোধ করতে হয়।
লাইব্রেরী
এখানে শিক্ষার্থীর জন্য লাইব্রেরী সুবিধা রয়েছে। কলেজটির প্রথম ভবনের দ্বিতীয় তলায় এটি অবস্থিত। পাঠ্য বইয়ের সাথে সহায়ক বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। এখানে প্রায় ১৫০০ বইয়ের সংগ্রহ রয়েছে। লাইব্রেরী সুবিধা পেতে শিক্ষার্থীকে কার্ড সংগ্রহ করতে হয়। কার্ডের মাধ্যমে লাইব্রেরী থেকে প্রয়োজনীয় বই নেওয়া যায়। বই ১দিন পর ফেরত দিতে হয়।
ল্যাবসুবিধা
কলেজটিতে ৫টি ল্যাব রয়েছে।
Computer Lab
Mathematics Lab
Psychology Lab
Chemistry Lab
Physics Lab
ড্রেস কোড
এখানে ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত ড্রেস কোড রয়েছে। ছাত্রদের জন্য নীল রঙের শার্ট এবং নীল রঙের প্যান্ট এবং ছাত্রীদের জন্য নীল রঙের জামা এবং সাদা রঙের পায়জামা।
ক্লাসের সময়সূচী
সাধারনত দুই শিফটে ক্লাস হয়ে থাকে। মর্নিং শিফটে ক্লাস শুরু হয় সকাল ৭.৩০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ডে শিফটে ক্লাস শুরু হয় ১২.৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রতিটি ক্লাসের ব্যাপ্তিকাল ৪০-৪৫ মিনিট। শুক্রবার সাপ্তাহিক বন্ধ। অন্যান্য সরকারী ছুটির দিনে কলেজটি বন্ধ থাকে।
বৃত্তি ব্যবস্থা
এখানে গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণের সাথে এ+ বা জিপিএ গোল্ডেন পেয়েছে এমন মেধাবী এবং গরীব শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে থাকে। টার্ম পরীক্ষায় পরীক্ষার্থীর ফলাফল খারাপ হলে তার বৃত্তি বাতিল হয়ে যায়।
দূরের ছাত্র-ছাত্রী পরিবহনের জন্য এখানে পরিবহন সুবিধা রয়েছে। পরিবহন ব্যবস্থা হিসেবে রয়েছে ২টি বাস সার্ভিস। বাস সার্ভিসগুলো সকাল ৭টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা পর্যন্ত ছাত্র-ছাত্রী আনা নেওয়া করে থাকে। বাসদুটি মিরপুর ১ থেকে ১২ এবং পল্লবী পর্যন্ত চলাচল করে থাকে। পরিবহন সুবিধা পেতে শিক্ষার্থীকে প্রতি মাসে ৩০০ টাকা পরিশোধ করতে হয়।
শিক্ষক-শিক্ষিকা
কলেজটিতে মোট ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। অধ্যাপক রয়েছেন ৬ জন এবং অস্থায়ী ভিত্তিতে শিক্ষক রয়েছেন ১২ জন।
বিনোদন এবং অন্যান্য
শিক্ষার্থীর বিনোদনের জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন খেলার আয়োজন, কবিতা আবৃত্তি এবং নাচ ও গানের অনুষ্ঠান। এছাড়াও রয়েছে কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব। এই ক্লাবগুলোর সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট ফরম পূরন করতে হয়। এখানে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম হয়ে থাকে। পরীক্ষায় ভাল ফলাফল করার কৌশল বা উপায়সহ নানা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়।
ক্রেডিট ট্রান্সফার এবং উচ্চ শিক্ষা
কোর্সের শেষ পর্যায়ে বা প্রথম বছরের শেষে শিক্ষার্থীর জন্য ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। অন্য কলেজে ট্রান্সফার হতে চাইলে শিক্ষার্থী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্রেডিট ট্রান্সফার সুবিধা গ্রহণ করতে হয়। এছাড়া এখানে বিদেশে শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণের ব্যপারে সহযোগিতা করা হয়ে থাকে।
নিরাপত্তা ব্যবস্থা
এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় বাহির থেকে কোন লোক কলেজ কম্পাউন্ডে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না।